টুকরো খবর
ভোট স্থগিত রাখায় নারাজ সিপিআই-ও
সন্ত্রাসের প্রতিবাদে ফরওয়ার্ড ব্লক বা আরএসপির মতো পঞ্চায়েত ভোট স্থগিত রাখার দাবি জানাচ্ছে না সিপিআই। রাজ্য নির্বাচনের কমিশনের কাছে সিপিআইয়ের দাবি, অবিলম্বে সন্ত্রাস বন্ধ করে নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী অবাধ ও সুষ্ঠু পঞ্চায়েত ভোট করতে হবে। পঞ্চায়েত ভোটে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া, ভয় দেখানো, মারধর, খুন এ সবের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার সিপিআইয়ের রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার চিঠি দেন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে। মঞ্জুবাবুর অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আর যারা সন্ত্রাস করছে, প্রশাসন তাদের আড়াল করার পাশাপাশি বিশেষ নিরাপত্তা দেওয়ারও চেষ্টা করছে (বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল)। এর আগে একই অভিযোগ তুলে পঞ্চায়েত ভোট স্থগিত রাখার দাবি করেছিলেন ফ ব নেতা দেবব্রত বিশ্বাস এবং আরএসপি-র ক্ষিতি গোস্বামী। কিন্তু এই দুই বাম শরিকের সঙ্গে সিপিআই একমত নয়। মঞ্জুবাবু বলেন, “আমরা ভোট স্থগিত রাখতে চাই না। নির্দিষ্ট সময়েই ভোট চাই। কিন্তু তার জন্য নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।” সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু আগেই জানিয়েছেন, তাঁরাও ভোট স্থগিতের দাবি করছেন না। অর্থাৎ এই ব্যাপারে সিপিআই এবং সিপিএম সহমত। প্রথম দফায় ২৯,৮৪৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৯০৮টি এবং ৫২৬২টি জেলা পরিষদ আসনের মধ্যে ৪৪৩টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতে গিয়েছে। নির্বাচন কমিশনের কাছে সিপিআইয়ের অভিযোগ, সন্ত্রাসের কারণেই বামেরা এ সব আসনে প্রার্থী দিতে পারেনি।

পাতে মুরগি দিতে কর মকুব মমতার
ফল ও সব্জির উপর থেকে আগেই ‘কৃষিপণ্য বিপণন কর’ তুলে নেওয়া হয়েছিল। এ বার মুরগির উপর থেকেও ওই কর তুলে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মহাকরণে জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। খুব শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে। মুরগির উপর থেকে ওই কর তুলে নিলে রাজ্যের কত রাজস্ব-ক্ষতি হবে, এই প্রশ্নের উত্তর জানা নেই প্রশাসনের কর্তাদের। রাজ্য মন্ত্রিসভার এক সদস্য জানান, মুরগির মাংসের দাম বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন। গত মাসেই তিনি মুরগির দাম বেঁধে দিয়ে জানিয়েছিলেন, প্রতি কিলোগ্রামে ১৫০ টাকার বেশি নেওয়া চলবে না। কিন্তু পরেও বেশির ভাগ বাজারেই মুরগির মাংস বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা কেজি দরে। পোল্ট্রি ফেডারেশনগুলি সরকারের কাছে দাবি জানিয়েছিল, দাম কিছুটা কমাতে হলেও বিপণন কর তুলে দিতে হবে। সেই অনুসারে এক শতাংশ বিপণন কর তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। ওই সদস্য বলেন, ফলে সরকারের নির্ধারিত দামে খুচরো বাজারে মুরগির মাংস বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের দাবি, বহু বাজারে এখন ১৫০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। শীঘ্রই কলকাতা পুরসভার অধীনে আরও ১৪টি বাজারে ওই দামে মাংস পাওয়া যাবে।

পুরনো খবর:

পার্থের বিরুদ্ধে মামলা স্থগিত
রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল বিধায়ক শিখা মিত্রের দায়ের করা ফৌজদারি মানহানির মামলাটি স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। ব্যাঙ্কশাল কোর্টে ওই মামলা চলছিল। আদালত পার্থবাবুকে হাজিরার সমন দিয়েছিল। পার্থবাবু হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর আইনজীবী রাজদীপ মজুমদার জানান, রাজ্যের পাবলিক প্রসিকিউটরের অনুমতি না-নিয়ে কোনও মন্ত্রীর বিরুদ্ধে মামলা করা যায় না। বিচারপতি তৌফিকুদ্দিন মামলাটি বিচারের জন্য গ্রহণ করে ব্যাঙ্কশাল কোর্টের মামলাটি স্থগিত করে দেন।

সন্ন্যাসী প্রয়াত
প্রয়াত হলেন রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির, বেলুড় মঠ-এর অধ্যক্ষ স্বামী তত্ত্বজ্ঞানানন্দ। সোমবার দুপুরে দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬১ বছর। তিনি হেমন্ত মহারাজ নামেই পরিচিত ছিলেন। পূর্বাশ্রমে তাঁর বাড়ি ছিল মহারাষ্ট্রে। বেলুড় মঠ সূত্রে খবর, গত ১৭ ফেব্রুয়ারি মালদহ থেকে ফেরার পথে একটি লরির সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় সাড়ে তিন মাস তিনি কোমায় ছিলেন।

আমানত ফেরাও, মহাকরণে চিঠি
সারদার মতো নানা সংস্থায় লগ্নি করা অর্থ আমানতকারীদের ফেরত দেওয়া, বেকারদের জন্য স্থায়ী চাকরির পরিকল্পনা ঘোষণা-সহ একগুচ্ছ দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠাল বাম শরিক আরএসপি-র যুব সংগঠন আরওয়াইএফ। পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যাওয়ায় ব্লকে ব্লকে বিডিও-রা এখন দাবিপত্র নিতে চাইছেন না। সেই জন্যই মহাকরণে চিঠি পাঠানোর আয়োজন। আরওয়াইএফের সহ-সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, “রাজনৈতিক চাপানউতোরে ভুক্তভোগী মানুষের কোনও উপকার হচ্ছে না। কার্যকরী কিছু পদক্ষেপের দাবি আমরা সরকারের কাছে জানিয়েছি। পঞ্চায়েত ভোট মিটে গেলে এই সব দাবি নিয়ে আমাদের আন্দোলন চলবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.