হল না প্রতিদ্বন্দ্বিতা
বাঁকুড়ায় ২০ ভাগ আসনে জয়ী তৃণমূল
বাঁকুড়া জেলার গ্রাম পঞ্চায়েতের ২০ শতাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতে গেল। পঞ্চায়েত সমিতিতেও তাই। শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। সোমবার মনোনয়ন প্রত্যাহারের পর্ব শেষ হওয়ার পরে জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
জেলা শাসক বিজয় ভারতী সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, “বাঁকুড়া জেলার গ্রাম পঞ্চায়েতের ২৫০৫টি আসনের মধ্যে ৫৪৭টি আসনে এবং পঞ্চায়েত সমিতির ৫৩৫টি আসনের মধ্যে ১১০টি আসনে এ বার নির্বাচনী লড়াই হচ্ছে না।” তবে জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, জয়পুর ব্লকের গ্রাম পঞ্চায়েতের ১১৬টি আসনের সবক’টি ও পঞ্চায়েত সমিতির ২৫টি আসনের সবক’টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের প্রার্থীরা জিতেছেন। কোতুলপুরে গ্রাম পঞ্চায়েতের ১৪১টি আসনের ১১৬টি ও পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে ১৮টিতে কোনও লড়াই হচ্ছে না। পাত্রসায়র ব্লকের গ্রাম পঞ্চায়েতের ১৩৪টি আসনের ১২১টি ও পঞ্চায়েত সমিতির ২৮টি আসনের মধ্যে ২৬টিতে নির্বাচনী লড়াই হচ্ছে না। বিষ্ণুপুর ব্লকেও ছবিটা কার্যত একই। এখানে গ্রাম পঞ্চায়েতের ১১৩টি আসনের ৯৮টি ও পঞ্চায়েত সমিতির ২৬টির মধ্যে ২৩টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি দলের প্রার্থীরাই জিতেছেন। প্রশাসন এখনই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করলেও, আধিকারিকরা স্পষ্ট করে দিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই আসনগুলি জিতেছেন তৃণমূলের প্রার্থীরা।
মনোনয়ন জমা পড়ার শেষ দিনেই জানা গিয়েছিল, জয়পুর, কোতুলপুর, পাত্রসায়র ব্লকে (শুধু বালসি ১ পঞ্চায়েতের একটি আসনে প্রার্থী দিয়েছে সিপিএম) গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে সিপিএম প্রার্থী দিতে পারেনি। কিছু আসনে তবু কংগ্রেস প্রার্থী দিয়েছে। তবে তৃণমূলের গোঁজ প্রার্থীরাই দলের মধ্যে অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন। দলের শীর্ষস্তরের নেতারা বার বার ওই গোঁজ প্রার্থীদের নাম প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকেন। তৃণমূল সূত্রের খবর, গোঁজ প্রার্থীরা কয়েক জন প্রত্যাহার করলেও, অনেকেই দলের প্রতীক না পেয়ে নির্দল হয়েই লড়াইয়ে নামতে চলেছেন। সিপিএম নেতৃত্ব অবশ্য তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন। প্রত্যাশিত ভাবে তৃণমূল নেতৃত্বও দাবি করেছে, সিপিএম প্রার্থী না পাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের প্রার্থীরা ওই আসনগুলিতে জিতে গিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.