টুকরো খবর
নিখোঁজ দুই যুবকের দেহ

দশ দিন ধরে নিখোঁজ শ্রীরামপুরের খটিরবাজার এলাকার দুই যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সন্ধ্যায় শ্রীরামপুরের বন্ধ রামপুরিয়া কটনমিল চত্বরের মাটি খুঁড়ে বিশ্বজিৎ কুণ্ডু এবং সুমন্ত চক্রবর্তী নামে ওই দু’জনের দেহ মেলে। শ্রীরামপুরের কুখ্যাত দুষ্কৃতী দীপু সিংহ ওরফে হুলো এবং তার ছয় শাগরেদকে গত ৬ জুন গ্যাংটক থেকে গ্রেফতার করে পুলিশ। দলের আরও ৩ জন ধরা পড়ে শ্রীরামপুরে। তাদের জেরা করে দু’জনের দেহ মেলে। তদন্তকারীরা জানান, গত ৩০ মে রাতে জাননগর রোডে একটি কেক তৈরির কারখানার পাশে গলির শেষ প্রান্তে সুজিত ঘোষ নামে হুলোর এক শাগরেদের সঙ্গে কথা বলতে যান বিশ্বজিৎ এবং সুমন্ত। সেখানেই দু’জনকে গুলি করে, গলায় গামছা পেঁচিয়ে খুন করা হয়। দেহ প্লাস্টিকে মুড়ে ভ্যানে করে ওই মিলের ভিতরে নিয়ে গিয়ে পুঁতে ফেলা হয়। কী কারণে দু’জনকে খুন করা হয়েছিল তা পুলিশের কাছে স্পষ্ট নয়। নিখোঁজ যুবকদের বাড়ির লোক পুলিশকে জানিয়েছিলেন, সুজিতের সঙ্গে ওই দু’জনের ক’দিন আগে বচসা হয়। এর পরেই তদন্তের মোড় ঘুরে যায়। পুলিশ জানতে পারে, দুই যুবক নিখোঁজ হওয়ার পর থেকেই হুলো এবং তার ভাই কেলো ওরফে রঞ্জিৎ দলবল-সহ বেপাত্তা। বিশ্বজিৎ-সুমন্তের দেহ না মেলায় জনরোষ বাড়তে থাকে।

তলব হাওড়ার পুলিশ-প্রধানকে
এক মহিলা জমি থেকে দখলদার হটিয়ে বাড়ি করার জন্য পুলিশের সাহায্য চেয়েও কেন পাননি, তা জানতে হাওড়ার পুলিশ কমিশনারকে ডেকে পাঠাল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, হাওড়ার সিপি-কে আজ, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার মধ্যে তাঁর এজলাসে হাজির হতে হবে। আদালত সূত্রের খবর, সালকিয়ার বাসিন্দা কল্যাণী মুখোপাধ্যায়ের কেনা জমিতে একটি ক্লাব গজিয়ে উঠেছিল। কল্যাণীদেবীর অভিযোগ, পুলিশের সাহায্য চাইলে জানানো হয়, ক্লাবটি নথিভুক্ত। তাই তোলা যাবে না।

সাংবাদিকদের মার, প্রতিবাদ চুঁচুড়ায়
ব্যারাকপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে হুগলিতে রাস্তায় নামলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। জেলার সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা সোমবার দুপুরে চুঁচুড়ার ঘড়ির মোড়ে জড়ো হন। সেখান থেকে পোস্টার হাতে মিছিল করে পুলিশসুপারের দফতরে যান তাঁরা। পুলিশসুপার তন্ময় রায়চৌধুরীর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখা ওই স্মারকলিপিতে ব্যারাকপুরের ঘটনায় দোষীদের শাস্তি দাবি করা হয়।

রবীন্দ্র-নজরুল স্মরণ
সম্প্রতি বাগনানের পাতিনান কালচারাল ইউনিটের উদ্যোগে রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন হয়েছিল পাতিনান শিবতলা প্রাঙ্গনে। ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও প্রশ্নোত্তরের আসর। অন্য দিকে, সম্প্রতি জগৎবল্লভপুরের মুন্সিরহাটের সাধারণ পাঠাগারের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠিত হল পাঠাগার ভবনে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.