টুকরো খবর
যৌন নিগ্রহের অভিযোগে ধৃত
তেজপুরে এক কিশোরীর যৌন নিগ্রহের অভিযোগে বিমান বাহিনীর এক ‘এয়ার ট্রাফিক’ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আদালত ধৃতকে ২৪ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম সুধীর কর্মকার। তিনি সালোনিবাড়ি এলাকায় ১১ নম্বর ‘এয়ার উইং’-এ কর্মরত। অভিযোগ, শনিবার রাতে তেজপুর বিমানঘাঁটির এক নিরাপত্তাকর্মীর ১৫ বছর বয়সী মেয়েকে তিনি একটি আবাসনে নিয়ে যান। সেখানেই তার যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। কিশোরীর চিৎকার শুনে ভিড় জমে যায়। এলাকার বাসিন্দারাই ওই কিশোরীকে উদ্ধার করেন। গতকাল মেয়েটির পরিবার সুধীরবাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।

জখম আধিকারিক
বেতন না-পাওয়ার অভিযোগ নিয়ে শিক্ষা দফতরের ব্লক অফিসে গিয়েছিলেন এক প্রাথমিক শিক্ষক। পুলিশ সূত্রের খবর, তিনি অভিযোগ তোলেন, দফতরের এক আধিকারিকের জন্যই তাঁর বেতন আটকে গিয়েছে। এ নিয়ে দু’জনের বচসা হলে আচমকা ছুরি নিয়ে ওই সরকারি অফিসারের উপর হামলা চালান ভোলা দত্ত নামের ওই শিক্ষক। ঘটনাটি ঘটেছে শিবসাগরের গৌরীসাগর এলাকায়। পুলিশ জানায়, অভিযুক্ত ভোলাবাবু ৭৫ নম্বর হালুয়াটিং নিম্ন প্রাথমিক স্কুলের শিক্ষক। তাঁকে আটক করা হয়েছে।

অটোর ধাক্কায় কিশোরের মৃত্যু
অটোর ধাক্কায় মৃত্যু হয়েছে এক কিশোরের। ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রবিবার রাত ১০টা নাগাদ ধুবুরি জেলার মানকাচর থানার দয়ারচর গ্রামের রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জাইদুল ইসলাম (১৭)। রাজ্য সড়কের পাশে বসে থাকার সময় একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা এক ঘন্টা অবরোধ করেন। পুলিশ অটোটি আটক করে চালককে গ্রেফতার করেছে।

ফিরলেন অপহৃতেরা
অপহৃত নির্মাণকর্মীদের মুক্তি দিল কার্বি জঙ্গিরা। ৬ জুন রাতে কাজিরাঙায় জাতীয় সড়কের কাজ চলাকালীন শ্রমিক শিবিরে হানা দেয় জঙ্গিরা। তিন শ্রমিককে অপহরণ করা হয়। এক শ্রমিক পালিয়ে আসেন। অন্য দু’জনের খোঁজ মিলছিল না। পুলিশ জানায়, বিজয় বর্মা ও পরেশ শইকিয়া নামে ওই দুই শ্রমিককে গত রাতে মুক্তি দেওয়া হয়। তাঁদের মুক্তির বিনিময়ে মুক্তিপণ দেওয়া হয়েছিল কি না, জানা যায়নি।

সুবিধা পাবেন মুকেশ, ফের সরব গুরুদাস
প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বার ফেরত গিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রকের প্রস্তাব। তাও কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় গ্যাস উত্তোলনের ক্ষেত্রে বেসরকারি সংস্থাকে সুবিধা পাইয়ে দিতে চেষ্টা করছেন বীরাপ্পা মইলি। আজ প্রধানমন্ত্রীর কাছে এই অভিযোগ জানিয়ে চিঠি লেখেন সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত। তাঁর দাবি, রিলায়্যান্সের কথা মতো মন্ত্রিসভার নোট তৈরি করছেন পেট্রোলিয়াম মন্ত্রী মইলি। নিজের মন্ত্রকের অফিসারদের কথাও শুনছেন না। কৃষ্ণা-গোদাবরী অববাহিকা বা কেজি-বেসিনের ডি-৬ ব্লক থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য মুকেশ অম্বানীর রিলায়্যান্স সংস্থার সঙ্গে কেন্দ্রের চুক্তি হয়। কিন্তু রিলায়্যান্সের বক্তব্য, বিনিয়োগের অনুপাতে যথেষ্ট গ্যাস মিলছে না। তা-ই কেন্দ্র বাড়তি দাম দিক। বিদ্যুৎ মন্ত্রক ও সার মন্ত্রক, রিলায়্যান্সের এই দাবির বিরোধিতা করে। তখন নিরস্ত হলেও ফের সেই চেষ্টা করছেন মইলি।

নৌকা উল্টে মৃত্যু
গঙ্গায় র্যাফ্টিং করতে গিয়ে মৃত্যু হল এক মহিলার। সোমবার হৃষীকেশের ঘটনা। পুলিশ জানিয়েছে, দিল্লির বাসিন্দা সাহিবা ইব্রার হক ১২ জনের একটি র্যাফ্টিং দলের সদস্য ছিলেন। মুনি কি রেতির দিকে যাচ্ছিল দলটি। হঠাৎ নৌকাটি উল্টে যায়। বাকিরা উদ্ধার হলেও সাহিবাকে বাঁচানো যায়নি।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড়
ঘন জঙ্গলের পথ। তার উপরে অঝোর বৃষ্টি। ওই অবস্থাতেই সন্তানসম্ভবা স্ত্রীকে কাঁধে নিয়ে ৪০ কিলোমিটার পথ হেঁটে হাসপাতালে পৌঁছলেন এক ব্যক্তি। যদিও শেষ রক্ষা হয়নি। মৃত শিশু প্রসব করেন ওই মহিলা।

জল-নগরী
ছবি: পিটিআই
গত দু’দিনের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা। লোকাল থেকে দূরপাল্লা, দেরিতে চলছে প্রায় সব ট্রেন। সোমবার সকালে কাজে বেরিয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। মালাড, আন্ধেরি, ভারসোভা, দাদার, প্যারেল, চেম্বুরের মতো শহরতলির বহু এলাকা জলের তলায়। প্রবল বৃষ্টির জেরে মধ্য মুম্বইয়ের মাহিমে একটি বাড়ি ভেঙে পড়ে। তাতে এক বয়স্কা মহিলা-সহ দু’জনের মৃত্যু হয়েছে। পাঁচ জন আহত। ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদেরও।

এসএসসি-তে ওবামা
ছবি: পিটিআই।
ভারতে এসে এসএসসি পরীক্ষায় বসছেন বারাক ওবামা! পরীক্ষার অ্যাডমিট কার্ড হাতে এমনটাই মনে হয়েছিল জয়পুরের লালু রাম মিনার। পরে ভাল করে খুঁটিয়ে দেখে বুঝতে পারেন অ্যাডমিট কার্ডটি তাঁরই। শুধু ছবিটি স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের। তার নীচে জ্বলজ্বল করছে কর্তৃপক্ষের সই। এমন ছবি-বিভ্রাটের খবর প্রকাশ্যে আসায় স্তম্ভিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.