টুকরো খবর
মিড ডে মিলের টাকা অমিল, ঘেরাও জামুড়িয়ায়
ন’মাস ধরে ডিম, সব্জি ছাড়াই পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানোর অভিযোগ উঠল জামুড়িয়ার ১৮০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। প্রতিকারের দাবিতে জামুড়িয়ার সুসংহত শিশু বিকাশ প্রকল্পের সিডিপিওকে সাড়ে তিন ঘণ্টা ঘেরাও করে ওই তার কার্যালয়ে বিক্ষোভ দেখালেন ৩৬০ জন সহায়িক ও কর্মী। পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির অজয় জোনাল কমিটির সম্পাদিকা লিপি চট্টোপাধ্যায় জানান, ২০১২ সালের সেপ্টেম্বর মাস থেকে অনিয়মিত বেতন পাচ্ছিলেন তাঁরা। ফেব্রুয়ারি মাস থেকে তাও পাচ্ছেন না তাঁরা। লিপিদেবী জানান, সেপ্টেম্বর মাসের ডিম, সবজি ও জ্বালানির টাকা জানুয়ারি মাসে পেয়েছেন তাঁরা। গত বছর অক্টোবর মাস থেকে শুধুই খিচুড়ি খাওয়ানো হচ্ছে। লিপিদেবী বলেন, “চলতি বছরের ৫ এপ্রিল বিডিও-র কাছে আমরা দাবিপত্র দিয়েছি। তিনি আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কোনও কাজ হয়নি। বেতন না পেয়ে আমাদের অনেক কর্মী অর্থিক কষ্টে ভুগছেন।” সিডিপিও সনৎ বাগ বলেন, “প্রকল্পের টাকা থেকে বেতন, কিছুই না পাওয়ায় আর্থিক সঙ্কটে পড়েছেন সহায়িকা ও কর্মীরা। এই ভাবে পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কেন ব্লকের এমন অবস্থা, তা আমাদের জানানোর জন্যও আবেদন করা হয়েছে।”

দুর্ঘটনায় মৃত্যু ট্রাফিক পুলিশের
লরি চাপা পড়ে মৃত্যু হল এক পুলিশ কর্মীর। তাঁর নাম বলরাম সেন (৫০)। চালক পলাতক। বৃহস্পতিবার গভীর রাতে পানাগড়ের দাজির্লিং মোড়ের ঘটনা। বলরামবাবু ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, রাতের ‘শিফ্ট’-য়ে দার্জিলিং মোড়ে তিনি ‘ডিউটি’ দিচ্ছিলেন। রাত আড়াইটে নাগাদ একটি লরি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান তিনি। চালক লরিটি ফেলে পালায়। পুলিশ লরিটিকে থানায় নিয়ে যায়। বলরামবাবু গত বছরের ১২ ডিসেম্বর হাওড়া রেল পুলিশ থেকে এসে কাঁকসা থানায় কাজে যোগ দেন।

লক্ষাধিক টাকা ছিনতাই
ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে অবসরপ্রাপ্ত এক কেন্দ্রীয় কর্মীর লক্ষাধিক টাকা ছিনতাই করে পালাল দুই মোটরবাইক আরোহী দুষ্কৃতী। আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগে ওই অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারী কর্মী নির্মল সাহা জানান, আসানসোলের বিএনআর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে তিনি জিটি রোডে বাস ধরতে যাচ্ছিলেন। রবীন্দ্রভবন রেল টিকিট সংরক্ষণ কাউন্টারের কাছে আসতেই দুই মোটরবাইক আরোহী পিছন থেকে তাঁর টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। তিনি চিৎকার করে লোক জড়ো করার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশ জানায়, দুষ্কৃতীদের তল্লাশি শুরু হয়েছে।

জয়ী পুরুষোত্তম
নিউ টাউন ২ নম্বর মাঠ ফুটবল কমিটি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী হল পুরুষোত্তম পুর যোগ্যেশ্বর ক্লাব। ২ নম্বর মাঠে তারা কেরারডি আদিবাসী ক্লাবকে ৪-০ গোলে হারায়। রবিবার ফাইনালে মিঠানি এফসির সঙ্গে খেলবে এদিনের বিজয়ী দল।

জয়ী সেল
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জিতল সেল আইএসপি। তারা রেলমাঠে হরিপুর সিএকে ৪ উইকেটে হারায়। হরিপুর প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১১৯ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় সেল আইএসপি।

বাজ পড়ে মৃত্যু
বাজ পড়ে মৃত্যু হল কাজল বাউরি (২৬) নামে এক যুবকের। শুক্রবার দুপুরে হিরাপুর থানার জুনুট এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। গাছের তলায় আশ্রয় নিলে ওই দুর্ঘটনাটি ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.