টুকরো খবর
তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী ধৃত
দিবাকরের প্রচারে। —নিজস্ব চিত্র।
জেলা পরিষদের অফিসে এসে এক কর্মীকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা দিবাকর জানাকে সোমবার গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের তৃণমূল কার্যকরী সভাপতি দিবাকরবাবু গত বৃহস্পতিবারই জেলা পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ দিন দিবাকরবাবু তমলুক মহকুমা আদালতে জামিন পেয়ে গেলেও জেলা পরিষদে তাঁর প্রার্থী হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পুরো ঘটনায় অস্বস্তিতে পড়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সহ -সভাধপতি মামুদ হোসেন বলেন, ‘‘এ বিষয়ে মন্তব্য করব না।”উল্লেখ্য, গত ২৩ মে দুপুরে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অফিসে সদলবলে আসেন দিবাকরবাবু-সহ শহিদ মাতঙ্গিনী ব্লকের বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মী। ব্লকের দু’টি রাস্তা পাকা করার অনুমোদনে দেরি হচ্ছে কেন জানতে চেয়ে পূর্ত দফতরের গ্রামীণ সড়ক বিভাগের কর্মী দীপঙ্কর সামন্তকে দিবাকরবাবু মারধর করেন বলে অভিযোগ। ওই দিন রাতেই অতিরিক্ত জেলাশাসক দিবাকরবাবুর বিরুদ্ধে সরকারি কর্মীকে মারধর, হুমকি, সরকারি কাজে বাধাদানের অভিযোগ দায়ের করেন। সোমবার সকালে তমলুক থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

মনোনয়নপত্র দেওয়া যাবে মহকুমাশাসকের দফতরেও
তমলুকে মনোনয়ন জমা দিচ্ছেন প্রাক্তন সিপিএম সভাধিপতি নিরঞ্জন সিহি
বিরোধীদের মনোনয়ন জমা দিতে তৃণমূলের লোকজন বাধা দিচ্ছে বলে মনোয়নের প্রথম দিন থেকেই অভিযোগ উঠছিল। কমিশনের কাছে সব রাজনৈতিক দল অভিযোগ জানিয়েছিল। সঙ্গে মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করার আবেদন জানিয়েছিল বিরোধীরা। কমিশন সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরেই তা খতিয়ে দেখা হয়। তারপরই দুই মেদিনীপুরের ১১টি ব্লকের ক্ষেত্রে মহকুমাশাসকের অফিসে মনোনয়ন জমা দেওয়া যাবে বলে নির্দেশ দিয়েছে কমিশন। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের ৮টি ব্লক রয়েছে। এগুলি হল মেদিনীপুর মহকুমার কেশপুর, ঘাটাল মহকুমার চন্দ্রকোনা ১ ও খড়্গপুর মহকুমার পিংলা, খড়্গপুর ২, মোহনপুর, নারায়ণগড়, দাঁতন ১ ও ২ ব্লক। আর পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম-২ ও খেজুরি ১,২ ব্লকের সমস্ত প্রার্থীরাই মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে পারবেন।

পুস্তিকা প্রকাশ
উচ্চমাধ্যমিকের ফল বেরিয়েছে। এ বার কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। কিন্তু, পশ্চিম মেদিনীপুর জেলার কোন কলেজে কী কী বিষয় পড়ানো হয়, কোন বিষয়ে কোনটা অনার্স নেওয়া যায় তা অনেকেরই অজানা। এই সব তথ্য উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের কাছে পৌঁছে দিতে এক পুস্তিকা প্রকাশ করল ছাত্র পরিষদ। সোমবারই ফোল্ডারের আকারে ওই পুস্তক প্রকাশিত হয়েছে। যার প্রথম পাতায় লেখা ‘মে আই হেল্ফ ইউ ফর অ্যাডমিশন ইন কলেজ’। ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সুবিধার্থেই এই পুস্তিকা প্রকাশিত হয়েছে।” পুস্তিকাটিতে জেলার ২০টি কলেজের তথ্য রয়েছে।

মহিলা খুনে ধৃত ‘সঙ্গী’
আদিবাসী এক মহিলাকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে এক যুবক। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে পাঁশকুড়া থানার হরিহরপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গুরুবারি মাণ্ডি (৪০)। তাঁকে খুনের অভিযোগে পুলিশ ‘সঙ্গী’ বাপি টুডুকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, খুন করার কথা বাপি স্বীকার করেছেন। কয়েকবছর আগে স্বামীর মৃত্যুর পর স্থানীয় যুবক বাপির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সোমবারির। দু’জনে এক সঙ্গে থাকতেন। অভিযোগ সোমবার রাতে বচসার সময় বাপি দেওয়ালে গুরুবারির মাথা ঠুকে দিলে মৃত্যু হয় তাঁর।

আইন কর্মশালা
শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য জানার অধিকার আইনের ব্যবহার নিয়ে ইউজিসি-র অর্থ্যানুকূল্যে কর্মশালা হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। এই আয়োজন। সোমবার বিশ্ববিদ্যালয়ের রাধাকৃষণ হলে কর্মশালার সূচনা করেন উপার্চায রঞ্জন চক্রবর্তী। ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপার্চায সব্যসাচী বসু রায়চৌধুরী, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার সুজিতকুমার সরকার।

সরব শিক্ষকেরা
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ডিপিআইয়ের নির্দেশ মানছে না অভিযোগ তুলে সোমবার জেলাশাসককে স্মারকলিপি দেন শিক্ষকেরা। ডিপিআইয়ের নির্দেশ মতো, বিএড কলেজে শিক্ষকদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অধীন বেসরকারি বিএড কলেজে এই নিয়ম নেই। তাই শিক্ষকেরা বিএডের সুযোগ পাচ্ছেন না

রেলগেটের দাবি
স্কুল যাওয়ার রাস্তায় প্রহরী-সহ রেল গেট গড়ার দাবিতে রেল লাইন অবরোধ করল স্কুল পড়ুয়া ও শিক্ষকরা। সোমবার হলদিয়ার সুতাহাটায় শিমুলবেড়িয়া যোগেন্দ্র বিদ্যাপীঠের পড়ুয়া ও শিক্ষকরা বরদা রেল স্টেশনের কাছে লাইনে বসে এই দাবি জানান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.