টুকরো খবর
সন্ত্রাস এবং বিধিভঙ্গে মুখ্যমন্ত্রীকে দুষল বামেরা
হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে প্ররোচনা দেওয়ার অভিযোগে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলল সিপিএম। হাওড়ার সিপিএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যর অভিযোগ, সোমবার বালিতে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধীদের বিরুদ্ধে প্ররোচনামূলক ইঙ্গিত দিয়েছেন এবং তাঁর সভা শেষ হওয়ার পর থেকে বালি জুড়ে তৃণমূল আরও বেশি মাত্রায় সন্ত্রাস শুরু করেছে। সন্ত্রাস এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানাতে এ দিনই ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তের দ্বারস্থ হয়েছে বামফ্রন্ট। মুখ্যমন্ত্রীর সভার পরে সোমবার রাতে চৈতল পাড়ায় পোস্টার, ফেস্টুন টাঙানোর সময় বালির প্রাক্তন সিপিএম বিধায়ক কণিকা গঙ্গোপাধ্যায়ের স্বামী তথা বালি পুরসভার চেয়ারম্যান পারিষদ প্রদীপ গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে-সহ আরও কয়েক জন সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে এক দল তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে। বালি থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। তারই জেরে এ দিন বেলুড়ে শ্রীদীপবাবু অভিযোগ করেছেন, “কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে জড়ো করতে শুরু করেছে তৃণমূল।” বালি থানায় গিয়ে এ দিন পুলিশ-কর্তাদের সঙ্গেও কথা বলেন শ্রীদীপবাবু। তৃণমূল নেতৃত্ব অবশ্য তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ সূত্রে খবর, মারধরে জড়িত থাকার অভিযোগে পীতাম্বর ব্যানার্জি লেনের বাসিন্দা শঙ্কর মাঝিকে গ্রেফতার করা হয়েছে। বালির ঘটনার প্রেক্ষিতেই বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এ দিন বিবৃতি দিয়ে দাবি করেছেন, ‘নির্বাচন যত এগিয়ে আসছে, সন্ত্রাসের মাত্রাও তত বাড়ছে। হাওড়া লোকসভা কেন্দ্রের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে।’

উচ্চ মাধ্যমিকে উন্নীত হবে আরও ১২২ স্কুল
মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তির ব্যবস্থা করতে রাজ্যের ১২২টি স্কুলকে এই শিক্ষাবর্ষেই উচ্চ মাধ্যমিকে উন্নীত করছে সরকার। মঙ্গলবার স্কুলশিক্ষা দফতরের তরফে এ কথা জানানো হয়েছে। এ দিনই বিভিন্ন স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গত বছরের থেকে এ বার প্রায় ৩০ হাজার বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক পাশ করেছে। শিক্ষক-শিক্ষিকারা জানান, আগের বছরগুলির মতো এ বারেও বিজ্ঞান পড়ার চাহিদা বেশি। তবে পরিকাঠামোর বন্দোবস্ত না-করে বাড়তি ক্লাস চালু করায় পঠনপাঠনে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছে স্কুলগুলি। কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষক বলেন, “শুধু ঘর হলেই তো হবে না, বিজ্ঞানের বিষয় পড়ানোর জন্য পরীক্ষাগারের যথাযথ পরিকাঠামো দরকার। যথেষ্ট শিক্ষক দরকার। তার বন্দোবস্ত হবে কোথা থেকে? এগুলি আমাদের ভাবাচ্ছে।” শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য জানান, পঠনপাঠনের যাতে কোনও সমস্যা না-হয়, তা বিচার করেই স্কুলগুলিকে উন্নীত করা হচ্ছে।

কংগ্রেস আজ রাজভবনে
বিধির গেরোয় গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের হয়রানির আশঙ্কার প্রতিকার চাইতে এবং পঞ্চায়েত ভোটের গোটা প্রক্রিয়ায় নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ, বুধবার রাজ্যপাল এম কে নারায়ণনের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস। প্রথম দফার পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়নপত্র পেশ শুরু হচ্ছে আজ। মনোনয়নপত্র জমা দিতে গেলে ১০ টাকার স্ট্যাম্প পেপারে প্রার্থীর সম্পূর্ণ তথ্য দিতে হবে বলে রাজ্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। সেই তথ্য প্রথম সারির কোনও ম্যাজিস্ট্রেট বা নোটারিকে দিয়ে অনুমোদিত করাতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য, ওই স্ট্যাম্প পেপার সহজলভ্য নয়। তা ছাড়া, এর জন্য জেলা সদরে যেতে হবে বলে গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের দুর্ভোগ বাড়বে। তাই রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে চিঠি লিখে ওই নিয়ম প্রত্যাহারের আর্জি জানিয়েছেন প্রদীপবাবু।

ভোটের জন্য পরীক্ষার দিন বদল
পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ তাদের মাধ্যমিক পরীক্ষার দিন পরিবর্তন করেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য ৮ জুনের বদলে ৩ অগস্ট ওই বিদ্যালয় সংসদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার সংসদ-সভাপতি ফাল্গুনী মুখোপাধ্যায় বলেন, “স্কুলশিক্ষা দফতরের যুগ্মসচিবের নির্দেশে আমরা ওই সময়সূচি বদল করছি। সবিস্তার সময়সূচি পরে সংসদের ওয়েবসাইট থেকে জানা যাবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.