টুকরো খবর
আজ ফল ১০ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ, সোমবার প্রকাশিত হচ্ছে। সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশের পরে ১০টায় মার্কশিট ও শংসাপত্র বিতরণ শুরু হবে। মধ্যশিক্ষা পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে তা সংগ্রহ করতে হবে প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের। ওয়েবসাইট এবং এসএমএসে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন বেলা ১১টা থেকে। এ বছরের মাধ্যমিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ। পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ৩৬ হাজার। মধ্যশিক্ষা পর্ষদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, এ বার ওয়েবসাইট এবং এসএমএসে গ্রেডের পাশাপাশি বিষয়-ভিত্তিক নম্বরও দেখানো হবে। প্রকাশিত হবে প্রথম ২০ জনের মেধা-তালিকা। যে-সব ওয়েবসাইটে ফল জানা যাবে, সেগুলি হল:
www.wbbse.org
http://wbresults.nic.in
http://results.banglarmukh.gov.in
www.calcuttatelephones.com
www.exametc.com
www.manabadi.com
www.indiaresults.com
www.schools9.com
www.examresults.net
www.bharatstudent.com
www.vidyavision.com
www.myresultplus.com
www.resultout.com
examresults.india.com
results.sify.com
এর মধ্যে www.exametc.com-এ রোল ও মোবাইল নম্বর আগাম নথিভুক্ত করানো থাকলে ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থী তা জানতে পারবে বলে কল্যাণময়বাবু জানান। এসএমএস মারফত ফল জানতে WB10-এর পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৪২৪২, ৫৬৭৬৭৯৯৯, ৫৬২৬৩, ৫২০৭০, ৫৮৮৮৮, ৫৬৭৬৭৫০, ৫৬৫০৫ (বিএসএনএল), ৫৬৭৩০ (ভোডাফোন) নম্বরে।

ফল সিবিএসই দ্বাদশেরও
এ বারের সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল আজ, সোমবারেই বেরোচ্ছে। ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। বিদ্যালয়গুলি তাদের নিজস্ব কোড নম্বর এবং ই-মেল আইডি আগাম নথিভুক্ত করে www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীদের ফল জানতে পারবে। ফোন করে ‘আইভিআরএস’ প্রযুক্তির মাধ্যমেও ফল জানা যাবে। আইভিআরএস প্রযুক্তিতে ফল জানার জন্য এনআইসি-র ২৪৩০০৬৯৯ (দিল্লি); ০১১-২৪৩০০৬৯৯ (দেশের অন্যান্য জায়গার জন্য); এমটিএনএলের ২৮১২৭০৩০ (দিল্লি); ০১১-২৮১২৭০৩০ (দেশের অন্যান্য ক্ষেত্রের জন্য); এমটিএসের ৫৪৩২১২৮; বিএসএনএলের ১২৫৫৫৩৬ (দিল্লি ছাড়া যে-কোনও জায়গার জন্য); টাটা ডোকোমো ও ইনডিকমের ৫৪৩২১২২৩ এবং এয়ারটেলের ৫২০৭০১১ নম্বরে ফোন করতে হবে। এসএমএস মারফত ফল জানার জন্য সিবিএসই ১২-র পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৪৩২১৬ (এমটিএস); ৫৭৭৬৬ (বিএসএনএল); ৫৪৩২১, ৫১২৩৪, ৫৩৩৩৩০০ (টাটা সার্ভিসেস); ৫৮০০০০১ (এয়ারসেল); ৫২০৭০১১ (এয়ারটেল) ৯২১২৩৫৭১২৩ (এনআইসি) এবং ৫০০০০ (ভোডাফোন) নম্বরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.