টুকরো খবর
স্কুলের ঘর থেকে উদ্ধার চোরাই কাঠ
স্কুল ঘর থেকে চোরাই শালকাঠ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কুমারগ্রামের কামাখ্যাগুড়িতে। রবিবার ঘটনাটি ঘটে কামাখ্যাগুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে। বাসিন্দাদের থেকে অভিযোগ পেয়ে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ ও বক্সা ব্যাঘ্রপ্রকল্পের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের কর্মীরা ওই কাঠগুলি বাজেয়াপ্ত করেন। উদ্ধার হওয়া কাঠগুলির কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ঘটনায় স্কুল পরিচালন সমিতির একাংশ যুক্ত। প্রধান শিক্ষিকা বুলু ভৌমিক বলেন, “নবনির্মিত স্কুল ঘরের দরজা ও জানালা তৈরির কাঠ সরবরাহের জন্য এক ঠিকাদারকে বরাত দেওয়া হয়। রবিবার ওই কাঠ স্কুলে আনার বিষয়টি আমাদের জানানো হয়নি। বৈধ কাগজ সহ শাল কাঠ দেওয়ার চুক্তি রয়েছে। কেন এমন ঘটল বুঝতে পারছি না।” স্কুল পরিচালন সমিতির সম্পাদক রথিন রায় বলেন, “বৈধ কাগজ না থাকলে আমরা ওই কাঠ নেব না। ঠিকাদার বেআইনি কাজ করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হোক।” কাঠ সরবরাহকারী ওই ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বক্সা ব্যাঘ্রপ্রকল্পের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জ অফিসার দীপক দাস জানিয়েছেন, উদ্ধার করা কাঠগুলির বাজার মূল্য প্রায় দশ হাজার টাকা।

গাছ কাটা কি দরকার, যাচাইয়ে বিশেষজ্ঞদল
উন্নয়নের জন্য আর গাছ কাটার জন্য প্রয়োজন আছে কি না, বিশেষজ্ঞদল দিয়ে সমীক্ষা করানোর পরেই সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। ৮ জুন ওই সমীক্ষা করানো পর্যন্ত জেমস লং সরণি এলাকায় গাছ কাটা বন্ধ রাখবে পূর্ত দফতর। রবিবার স্থানীয় বাসিন্দা এবং ‘জেমস লং সরণি গাছ বাঁচাও ক্লাব সমন্বয় কমিটি’র সঙ্গে পূর্ত দফতরের প্রতিনিধিদের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাস্তা সম্প্রসারণের জন্য তারাতলা থেকে জোকা পর্যন্ত জেমস লং সরণির উপরে মোট ৫৮৯টি গাছ কাটার অনুমতি তারা পেয়েছে বলে পূর্ত দফতরের দাবি। ইতিমধ্যেই ওই রাস্তা বরাবর ১৬০টি গাছ কেটে ফেলা হয়েছে। তার পরেই ওই এলাকার লোকজন রুখে দাঁড়ান। গত শনিবার সকালে পূর্ত দফতরের ঠিকাদার সংস্থা গাছ কাটতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে ফিরে যায়। প্রতিরোধের মুখে পড়ার পরেই পূর্ত দফতর এলাকার বিভিন্ন ক্লাবকে নিয়ে গঠিত কমিটির সঙ্গে রবিবার বৈঠকে বসে। পূর্ত দফতরের সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছাড়াও বৈঠকে ছিলেন হরিদেবপুর থানার অফিসার এবং এলাকার এসি (ট্রাফিক) গৌতম গুপ্ত। স্থির হয়, ওই রাস্তা সম্প্রসারণের জন্য আর গাছ কাটার দরকার আছে কি না, ৮ জুন বিশেষজ্ঞদের দিয়ে সেটা যাচাই করা হবে। বিশেষজ্ঞদলে থাকবেন সড়ক-বাস্তুকার, বন বিভাগের অবসরপ্রাপ্ত অফিসার ও পরিবেশবিদ।

মেদিনীপুরের রাস্তায় কুকুরের নির্বীজকরণ
পথ-কুকুরদের বংশবৃদ্ধিতে রাশ টানতে নির্বীজকরণ শিবির করল ‘মেদিনীপুর স্ট্রিট ডগ লাভার্স অ্যাসোসিয়েশন’। রবিবার মেদিনীপুর শহরের বক্সিবাজারে ১৫টি কুকুরের নির্বীজকরণ হয়। ভবিষ্যতেও এই কর্মসূচি চলবে হবে বলে উদ্যোক্তা বাসবী মিশ্র জানিয়েছেন। এ দিন শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু। তিনি বলেন, “এই উদ্যোগ সফল হলে কাউন্সিলরদের সাহায্য নিয়ে শহরের সর্বত্র এই পদক্ষেপ করা হবে।” কুকুরদের দাপাদাপিতে মেদিনীপুর শহরের রাস্তায় চলাফেরাই দায়। আগে দু’একটি জায়গায় কুকুরদের দাপট ছিল। এখন অন্যত্রও এই সমস্যা দেখা দিয়েছে। একটা সময় শহর থেকে কুকুর ধরে জঙ্গলে ছেড়ে দেওয়া হত। কিন্তু কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে তা যথার্থ পদক্ষেপ নয়। নির্বীজকরণই এর উপায়। আগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বরে এই উদ্যোগ দেখা গিয়েছিল।

কাটা গাছ উদ্ধার
এক লরি ভর্তি কাটা আকাশমণি গাছ উদ্ধার করলেন বনকর্মীরা। বাঁকুড়ার জয়পুর থানার হরিণাশুলি গ্রামে শনিবার রাতের ঘটনা। লরিটি আটক করা গেলেও দুষ্কৃতীরা পালিয়েছে।

স্কুলের উদ্যোগ
পরিবেশ সচেতনতা নিয়ে লিফলেট প্রকাশ করলেন স্কুল কর্তৃপক্ষ। স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হল যোগ ব্যায়াম শিবিরও। শনিবার এই আয়োজন ছিল শালবনির গোদাপিয়াশাল মহাত্মা গাঁধী স্মৃতি উচ্চ বিদ্যালয়ে। স্কুলের ছাত্রছাত্রীদেরই যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হয়। সকলকে লিফলেটও দেওয়া হয়। তাতে পরিবেশ রক্ষায় ১৯টি পদক্ষেপের কথা রয়েছে।

সর্পদংশনে মৃত্যু
সাপের ছোবলে মৃত্যু হল পূর্ণিমা মাড্ডি (২) নামে এক শিশুর। বাড়ি রামপুরহাটের ভালকো পাহাড়ি। শনিবার রাতে ঘুমন্ত অবস্থাতেই পূর্ণিমাকে সাপ ছোবল মারে। হাসপাতালে ভর্তি হলেও তাকে বাঁচানো যায়নি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.