টুকরো খবর
জাহিরের লক্ষ্য জাতীয় জার্সি
দু’ওভারে চার উইকেটের আত্মবিশ্বাস পেয়ে এ বার জাতীয় দলে ফেরার মিশনে নামছেন জাহির খান। বহুদিন পর মাঠে ফিরে শনিবার বেঙ্গালুরুকে প্লে অফের দৌড়ে টিকিয়ে রাখার সাফল্য দারুণ উপভোগ করেছেন জাহির। ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের পর চোটের জন্য আর দলে ফিরতে না পারা ফাস্ট বোলার এখন মাঠে নামার জন্য ছটফট করছেন। তার আগে অবশ্য নিজের ফিটনেসকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান তিনি। আইপিএলের পর ফিজিও আর ট্রেনারের সঙ্গে সেই লক্ষ্যে নামবেন। জাহির বলেন, “এখন ফিটনেসের দিক থেকে অনেকটা আত্মবিশ্বাসী। তবে অনেক দূর যেতে হবে। ফর্ম ফেরাতে আর জাতীয় দলে ফিরতে আইপিএলের পর প্রচুর পরিশ্রম করতে হবে।”

ফাইনালে মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি
সিএবি অনূর্ধ্ব-১৭ সাব জুনিয়র ক্রিকেটের ফাইনালে উঠল মেনল্যাল্ড সম্বরণ অ্যাকাডেমি। রবিবার সেমিফাইনালে তারা ৬ উইকেটে হারায় মঞ্জুরানি মজুমদার সিসিসি শিলিগুড়িকে। এ দিন টসে জিতে ব্যাটিং নিলেও নির্ধারিত ৪৫ ওভারে শিলিগুড়ির দলটি অলআউট হয়ে যায় ৯৯ রানে। বিধ্বংসী বোলিং সত্যেন্দ্রনাথ মুর্মুর (১৯ রানে ৫ উইকেট)। জবাবে চার উইকেটে ১০৪ রান তুলে ম্যাচ পকেটে পুরে নেয় মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি। জয়ী দলের হয়ে ৫৬ রানে অপরাজিত থাকে সোহেল আহমেদ খান। ফাইনালে তাদের প্রতিপক্ষ নৈহাটি সিসিসি।

দীপিকার জোড়া রুপো
তিরন্দাজি বিশ্বকাপের প্রথম পর্বে ভারতের হতাশা কিছুটা মেটালেন দীপিকা কুমারী। সাংহাইয়ে বিশ্বের তিন নম্বর দীপিকা রবিবার দুটো রুপো জেতেন। শনিবার ভারতের মহিলা কম্পাউন্ড দল প্রথম বিশ্বকাপ পদক জেতার (ব্রোঞ্জ) নজিরের পর এ দিন দুটো ইভেন্টে সোনা জেতার সুযোগ ছিল দীপিকার। কিন্তু মেয়েদের ব্যক্তিগত রিকার্ভ ফাইনালে বিশ্বের প্রাক্তন এক নম্বরকে ৪-৬ হারান টিম অলিম্পিক চ্যাম্পিয়ন ও তিরন্দাজি বিশ্বকাপে তিন বারের সোনাজয়ী কোরিয়ার ওক হি ইয়ুন। রিকার্ভ মিক্সড টিম ফাইনালেও জয়ন্ত তালুকদার ও দীপিকার জুটি সেরা হওয়ার সুযোগ ফসকায়। তাদের আট পয়েন্টে হারিয়ে সোনা জেতেন আমেরিকার ব্র্যাডি এলিসন ও খাতুনা লোরিগ।

চিনের প্রাচীরে ধাক্কা সিন্ধুদের
সুদিরমান কাপে সাইনা নেহওয়াল, জ্বালা গাট্টাদের অভাব হাড়ে হাড়ে টের পেল ভারতীয় দল। মিক্সড টিম ব্যাডমিন্টনে গ্রুপের প্রথম ম্যাচে চিনের কাছে ০-৫ উড়ে গেল ভারত। প্রাক্তন এক নম্বর ইহান ওয়াংয়ের বিরুদ্ধে নেমে পিভি সিন্ধুই যা একটু লড়লেন (২১-১৯, ১৬-২১,১৪-২১)। বাকিরা সেটুকু প্রতিরোধও দেখাতে পারেননি। প্রথম ম্যাচে তরুণ কোনা ও অশ্বিনী পোনাপ্পা ১০-২১, ১৩-২১ হারেন। দ্বিতীয় টাইয়ে বিশ্বের ১১ নম্বর পারুপাল্লি কাশ্যপ বিশ্বের দু’নম্বর চেন লঙ-এর কাছে হারেন ১১-২১, ৯-২১। পুরুষদের ডাবলস ও মেয়েদের ডাবলসেও হারল ভারত। সাইনার পায়ের আঙুলে চিড় ধরায় এই টুর্নামেন্টে নামেননি। জ্বালা গাট্টা খেলেননি পছন্দের পার্টনার না পাওয়ায়।

ল্যাম্পার্ডের ঠাট্টা
হোসে মোরিনহোর ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান এই সপ্তাহে। স্প্যানিশ মিডিয়ার মতে কোনও ক্ষতিপূরণ ছাড়াই চলতি সপ্তাহে রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন মোরিনহো। শুক্রবার রাতে কোপা দেল রে হারের পরে এই মরসুম ট্রফিশূন্য ভাবেই শেষ হল রিয়াল মাদ্রিদের। পরের মরসুমে যে ক্লাবে মোরিনহো যেতে পারেন, সেই চেলসির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আবার নিশ্চিত তাঁর রেকর্ড সামনের কয়েক মরসুম অক্ষত থাকবে, যদি না তাঁর ক্লাব লিওনেল মেসিকে সই করায়। ঠাট্টা করেই ল্যাম্পার্ড বলে দেন, “লিওনেল মেসিকে সই না করালে আশা করছি আমার রেকর্ড অক্ষত থাকবে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.