টুকরো খবর
শিক্ষকদের সঙ্গে বৈঠক গৌতম দেবের
ব্রিজ কোর্সের ট্রেনিংয়ে পাহাড়ে যেতে আপত্তি থাকা সমতলের শিক্ষক প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে ওই বৈঠক হয়। দার্জিলিংয়ের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সমর চক্রবর্তী-সহ আধিকারিকরা ছিলেন। গৌতমবাবু বলেন, “শিলিগুড়ির বিভিন্ন স্কুলের ৫৬৩ জন শিক্ষককে পাহাড়ের দুটি মহকুমায় ব্রিজ কোর্সের ট্রেনিংয়ের সেন্টার পড়েছে। সেখানে যাওয়া নিয়ে অনেকের সমস্যা রয়েছে। তারা সে কথা জানিয়েছে। এ দিন সবাইকে নিয়ে বৈঠক করেছি। বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদের রাজ্য চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছি। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও কথা বলব। দ্রুত সমাধান সূত্র বেরিয়ে আসবে বলে আশা করছি।” প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, শিলিগুড়ির ৫৬৩ জন শিক্ষককে ব্রিজ কোর্সের দুই বছর ও এক বছরের ট্রেনিংয়ের জন্য দার্জিলিং ও কালিম্পংয়ের সেন্টারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ মে’র মধ্যে তাঁদের সেখানে যাওয়ার কথা। কিন্তু বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, সমতল থেকে পাহাড়ে যেতে অনেক সময় লাগবে। অনেক শিক্ষক অসুস্থ। অনেকে প্রতিবন্ধী। অনেক শিক্ষিকার ছোট সন্তান রয়েছে। সব দিক বিবেচনা করে তারা ওই সিদ্ধান্ত বদলের দাবি তুলেছেন। মন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন।

আন্দোলন করবে ভূমিরক্ষা কমিটি
চলতি মাসেই অধিগৃহীত জমির পুর্নবাসন দেওয়ার কথা থাকলেও তা নিয়ে এখনও কোনও আলোচনা না হওয়ায় চিন্তায় রয়েছেন কাওয়াখালির বাসিন্দারা। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কাওয়াখালি পোড়াঝাড় ভূমিরক্ষা কমিটির তরফ থেকে সাধারণ সম্পাদক যুগল কিশোর সরকার জানান, আগামী ২৪ মে এর মধ্যে সমস্যার সমাধান না হলে আন্দোলনে নামতে হবে। বিষয়টি এসজেডিএ-র চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে জানানো হচ্ছে। যুগলবাবু জানান, ২৪ জানুয়ারিতে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পুর্নবাসন প্যাকেজের জন্য চারমাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু তা নিয়ে এখনও কোন আলোচনা করা হয়নি। বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতমবাবু জানান, পুর্নবাসন প্যাকেজ নিয়ে কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা বিষয়টি দেখছি।

সুবর্ণজয়ন্তী উৎসব
পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন করা হল। শুক্রবার পর্ষদের দার্জিলিং জেলা অফিসের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদ হলে ওই উৎসব হয়। সেখানে শিল্পদ্যোগী ও হস্তশিল্পিদের ২৪ জনকে পুরস্কার দেওয়া হয় বলে সংস্থার দার্জিলিং জেলা আধিকারিক পার্থসারথী ভট্টাচার্য।

ধর্ষণের চেষ্টা
বাড়িতে একা পেয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে। শুক্রবার আলিপুরদুয়ারের পাটকাপাড়া এলাকায়। অভিযুক্ত যুবকের নাম ফাগু ওঁরাও। আলিপুরদুয়ার থানার আইসি মলয় মজুমদার জানান, ঘটনার পর থেকে ওই যুবক এলাকা ছেড়ে পালিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.