টুকরো খবর
জলসঙ্কট মেটাতে বৈঠক
দক্ষিণ ২৪ পরগনার তিনটি পুরসভা বজবজ, পুজালি এবং মহেশতলায় পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা অবরোধ, থানা ঘেরাও করে প্রতিবাদ জানান। এই সমস্যার সমাধানে শুক্রবার মহাকরণে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের ঘরে জরুরি বৈঠক ডাকা হয়। এই বৈঠকে তিনটি পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার কমিশনার-সহ পদস্থ কর্তারা। ওই অঞ্চলে বেশ কিছু গভীর নলকূপ বসাতে নির্দেশ দেন পুরমন্ত্রী। এতে কত টাকা লাগবে, তার একটি প্রস্তাব শনিবারের মধ্যে জমা দেওয়ার জন্য পুরসভার চেয়ারম্যানদের নির্দেশ দেন তিনি। বজবজ, পুজালি এবং মহেশতলা পুরসভা এলাকায় গার্ডেনরিচ থেকে পাইপ লাইন দিয়ে পানীয় জল সরবরাহ করা হয়। প্রায় এক বছর ধরে জলের সরবরাহ কমে গিয়েছে। জলের সঙ্কট দেখা দিয়েছে। পুজালি পুরসভা কংগ্রেস পরিচালিত। বজবজ এবং মহেশতলা তৃণমূল এবং কংগ্রেসের জোটের পরিচালিত। এ দিন পুরমন্ত্রী বলেন, “আমরা গভীর নলকূপ তৈরির জন্য টাকা বরাদ্দ করছি। পুরসভার চেয়ারম্যানদের তা জানিয়ে দিয়েছি।”

দা’য়ের কোপে জখম ৪, ধৃত যুবক
এক দোকানির বাড়িতে ঢুকে তাঁর পরিবারের চার জনকে কাটারি দিয়ে কোপানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার দুপুরে বনগাঁর কুঠিবাড়ি এলাকার ঘটনা। ধৃতের নাম তুহিন সেন। সে ওই এলাকারই বাসিন্দা। পুলিশে দায়ের করা অভিযোগে ওই দোকানি জানিয়েছেন, নেশাগ্রস্ত অবস্থায় ওই যুবক তাঁর দোকানে একটি জিনিস কিনতে এসেছিল। দোকানে তা না থাকায় তিনি দিতে পারেনি। সেই কারণে রাগ প্রকাশ করে তুহিন পাশেই তাঁর বাড়িতে ঢুকে ওই কাণ্ড ঘটায়। ওই ঘটনার পরে এলাকার লোকজনই তুহিনকে ধরে ফেলে। এক বালিকা-সহ জখম চার জনকে বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়। কী কারণে ওই যুবক এমন কাণ্ড ঘটাল তা খতিয়ে দেখছে পুলিশ।

দুর্ঘটনায় যুবকের মৃত্যু গোপালনগরে
সব্জি বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। জখম হন তাঁর দুই সঙ্গী। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে গোপালনগরের ১৬ নম্বর রেলগেটের কাছে বনগাঁ-বাগদা সড়কে। পুলিশ জানায়, মৃতের নাম শুভজিৎ পাল (১৮)। বাড়ি বনগাঁর সুভাষ পল্লি এলাকায়। তিনিই মোটরবাইক চালাচ্ছিলেন। দ্রুত গতিতে ট্রাকটিকে পাশ কাটানোর সময়ে ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান শুভজিৎ। বেশ কিছু ক্ষণ তাঁর দেহ আটকে ওই রাস্তার ধার থেকে বেআইনি পার্কিং হটানোর দাবিতে অবরোধ করেন স্থানীয় লোকজন। পুলিশ গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ ওঠে।

অস্বাভাবিক মৃত্যু
আবাসিক হোটেল থেকে গলায় ফাঁস লাগানো এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বজিৎ বারিক (২৬)। বাড়ি ফলতার পাটোল গ্রামে।

অবরোধে ট্রেন স্তব্ধ বারাসতে
আপ হাসনাবাদ লোকাল দেরিতে চলায় শুক্রবার রাতে বারাসত স্টেশনে প্রায় দেড় ঘণ্টা রেল অবরোধ করা হয়। ঝড়বৃষ্টির জন্য এমনিতেই ট্রেন চলাচল ব্যাহত হচ্ছিল। তার উপরে অবরোধে হাসনাবাদ ও বনগাঁ শাখার সব ট্রেন আটকে পড়ে। লাঠি চালিয়ে অবরোধ হটিয়ে দেয় পুলিশ। পুলিশের লাঠিতে এবং পালাতে গিয়ে আছাড় খেয়ে জখম হন কয়েক জন। যাত্রীদের অভিযোগ, এই শাখায় দেরিতে ট্রেন আসাটা রোজকার ঘটনা। রাত ১০টায় বারাসতে ঢোকার কথা ছিল হাসনাবাদ লোকালের। কিন্তু ট্রেনটি দীর্ঘ ক্ষণ দেরি করায় জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.