‘মেসি টপকাতেই বুঝেছিলাম এ বার অবসর নিতে হবে’
রাজপুত্র। শিল্পী। আইকন।
বৃহস্পতিবার ফুটবল থেকে অবসর ঘোষণার পরে এই তিনটে শব্দেই ব্রিটিশ প্রচারমাধ্যম সম্বোধন করল ডেভিড বেকহ্যাম-কে। বছরের পর বছর সমর্থকদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। তাই প্রিয় ‘বেকস’ বুট তুলে রাখার সিদ্ধান্ত নেওয়ায় তাঁর অগুনতি ভক্তের মধ্যে অবসাদের ছায়া। ট্যুইটারে আছড়ে পড়তে থাকে একটাই প্রশ্ন হঠাৎ এ ভাবে ফুটবলকে বিদায় জানানো কেন?
শুধু মোমের পুতুল নয়। ব্যাঙ্ককে মাদাম তুঁসো মিউজিয়ামে
বেকহ্যামের মূর্তির পাশে ‘ঘনিষ্ঠ’ ভক্ত। ছবি: রয়টার্স
কিছু দিন আগেই বলেছিলেন, ২০১৪ বিশ্বকাপে খেলতে চান। অথচ গত কাল অবসর ঘোষণার প্যারিসের লে ব্রিস্টল হোটেলে ব্রিটিশ সংবাদমাধ্যমকে মজা করে সেই বেকহ্যামই বলেন, “চ্যাম্পিয়ন্স লিগে যখন মেসি আমায় টপকে বেরিয়ে যাচ্ছিল, তখনই বুঝে গেলাম এ বার আমাকে অবসর নিতে হবে। তবে নিজেকে নিয়ে আমার গর্বেরও শেষ নেই। কত ট্রফিই তো জিতলাম ফুটবলজীবনে।” সঙ্গে যোগ করেন, “বছরের পর বছর আমার চোখের সামনেই তো কত বিখ্যাত ফুটবলার খেলা ছেড়ে দিল। জানতাম আমাকেও এক দিন ছাড়তে হবে। আজ এই মুহূর্তটাই সেটা ঘোষণা করার সেরা সময় বলে মনে হল।” পেশাদারি ফুটবলজীবনের শেষ মরসুমে প্যারিস সাঁ জাঁ-র হয়ে ফরাসি লিগ জেতাটা তাঁর কাছে আলাদা তৃপ্তি। বেকস মনে করছেন, এটা হওয়ায় মাথা উঁচু করেই তিনি ফুটবল-সরঞ্জাম চিরকালের জন্য আলমারিতে তুলে রাখতে পারলেন। “স্বপ্ন ছিল, বড় কোনও ক্লাবে খেলে অবসর নেব। ভাল লাগছে প্যারিস সাঁ জাঁ আমায় সেই সুযোগটা দেওয়ায়। আর ফরাসি লিগ জিততে পারাটা বলতে পারেন বোনাস।”
তাঁর আগে কোনও ইংরেজ ফুটবলারের বিশ্বের চারটি দেশে (ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র) চারটি ভিন্ন ক্লাবের হয়ে খেতাব জেতার কৃতিত্ব নেই। “সব ফুটবলারেরই স্বপ্ন থাকে ট্রফি জেতা। ম্যাঞ্চেস্টার ইউনাইউটেড থেকে প্যারিস সাঁ জাঁ, সব ক্লাবেই সাফল্য পেয়েছি,” বলেছেন বেকহ্যাম। যদিও নিরানব্বইয়ে ম্যান ইউ-কে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো বা রিয়াল মাদ্রিদকে লা লিগা জেতানো নয়। বেকহ্যামের জীবনে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দিনগুলো। “দেশের হয়ে ১১৫ বার খেলতে পারার গর্বের সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না,” বলেন তিনি।
অবসরের পরে তাঁর স্বামীর জন্য স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম রোমাঞ্চকর অভিযানের পরিকল্পনা করছেন। “আমি সব সময় গর্বিত ডেভিডের জন্য। ফুটবলার ছাড়াও ডেভিড এক জন নিষ্ঠাবান স্বামী,” বলেন স্পাইস গার্ল ভিক্টোরিয়া। কিন্তু নানাবিধ হেয়ারস্টাইল ও ফ্যাশন স্টেটমেন্ট টপকে বেকহ্যাম মনে থাকবেন এমন একজন ফুটবলার হিসাবে, যিনি মাঠে দলের জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন। যে ব্যাপারে বেকহ্যামের মন্তব্য, “আমি চাই সবাই আমায় মনে রাখুক এমন এক জন ফুটবলার হিসাবে যে সারা জীবন আবেগ নিয়ে খেলাটা খেলেছে।”

বেকসের জন্য
পেলে: ফুটবল খুব ভাল এক জন প্লেয়ারকে হারাল। ডেভিড, আশা করছি অবসরের পরে জীবন ভাল মতোই উপভোগ করবে।
রাফায়েল নাদাল: শুধুমাত্র মাঠের ভেতর নয়। মাঠের বাইরেও বেকহ্যাম এক জন সুপারস্টার। আমার সব শ্রদ্ধা আর ভালবাসা রইল বেকহ্যামের সঙ্গে।
সেপ ব্লাটার: বিশ্ব ফুটবলের এক জন আইকন অবসর নিল। একটা অধ্যায়ের শেষ হল। অনেক তরুণ ফুটবলারকে উদ্দীপ্ত করেছে বেকহ্যাম।
পল স্কোলস: ফুটবলের জন্য একটা দুঃখের দিন। বেকহ্যামের সঙ্গে খেলতে পারায় আমি দারুণ গর্বিত।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.