টুকরো খবর
বহিষ্কারের মুখে ইয়েদুরাপ্পা-ঘনিষ্ঠ
লালকৃষ্ণ আডবাণীর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে এ বারে দল থেকে বহিষ্কারের মুখে বি এস ইয়েদুরাপ্পা- ঘনিষ্ঠ কর্নাটকের বিজেপি নেতা। কর্নাটকে মুখ্যমন্ত্রী থাকার সময় ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠ নেতা ও রাজ্যের বিধান পরিষদের সদস্য লেহার সিংহই ছিলেন দিল্লির নেতাদের সঙ্গে প্রধান যোগসূত্রকারী। ইয়েদুরাপ্পা দল ছাড়লেও তিনি তাঁর সঙ্গে যাননি। বরং ইয়েদুরাপ্পার হয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে গোপন যোগাযোগ রেখে এসেছেন। সম্প্রতি আডবাণী নিজের ব্লগে যেভাবে দুর্নীতির প্রসঙ্গ তুলে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণ করেছেন, তার বিরোধিতা করে পাল্টা সোচ্চার হয়েছেন লেহার। আডবাণীও নানা সময়ে দুর্নীতির সঙ্গে আপস করেছেন, এই অভিযোগ তুলে একটি খোলা চিঠিই লিখে বসেছেন তিনি। লেহারের বক্তব্য, ইয়েদুরাপ্পাকে নিয়ে আডবাণী কঠোর। অথচ দুর্নীতিগ্রস্ত শিবু সোরেনের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি। লেহারকে দল তাঁকে সাময়িক বহিষ্কার করার নোটিস দিয়েছে। ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে দল থেকে বহিষ্কারও করা হতে পারে লেহারকে।

পাপ্পু যাদবকে বেকসুর খালাস করল হাইকোর্ট
পূর্ণিয়ার সিপিএম বিধায়ক অজিত সরকারের খুনে অভিযুক্ত, প্রাক্তন সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদবকে পটনা হাইকোর্ট শুক্রবার মুক্তি দিল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ এক রায়ে পাপ্পু-সহ তিনজনকে সব রকম অভিযোগ থেকে রেহাই দিয়েছে। পর্যাপ্ত প্রমাণের অভাবেই এই রায় বলে বিচারপতি ভি এন সিংহ ও কে কে লালের ডিভিশন বেঞ্চ জানিয়েছে। ১৯৯৮ সালে পূর্ণিয়ার তিন বারের সিপিএম বিধায়ক বাড়ি থেকে ১৫ মিনিটের দূরত্বে বিকেল পাঁচটায় খুন হন। ওই দিন একই সঙ্গে খুন হয়েছিলেন তাঁর সঙ্গী এক নেতা এবং গাড়ির চালক। বিহার সিপিমের রাজ্য সম্পাদক বিজয় কান্ত ঠাকুর জানিয়েছেন, “আদালতের এই রায় দলের সমর্থকরা মেনে নিতে পারছে না। আমরা সিবিআই তদন্ত চাইছি।” অন্য দিকে, অজিত সরকারের স্ত্রী মাধবী সরকার বলেছেন, “ওই বিধায়কের জন্য পূর্ণিয়ায় অনেক অসামাজিক কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সেই কারণে মানুষ তাঁকে ১৯৮০ সাল থেকে জিতিয়ে এসেছেন। সেটাই ছিল অনেকের মাথা ব্যাথার কারণ। তাঁকে সরিয়ে দেওয়ার জন্যই খুন করা হয়েছিল।” এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন বলে মাধবী দেবী জানিয়েছেন।

সিবিআই কর্তা গ্রেফতার
সিবিআই সদর দফতরের সামনে ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন ওই সংস্থার সুপার বিবেক দত্ত ও ইনস্পেক্টর রাজেশ। কয়লা কেলেঙ্কারির তদন্তে সিবিআই দলের নেতৃত্বে আছেন বিবেক। সিবিআই জানিয়েছে, এই ঘুষের সঙ্গে কয়লা কেলেঙ্কারির কোনও যোগ নেই। জমি নিয়ে বিবাদ মিটিয়ে দেওয়ার নাম করে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন বিবেক ও রাজেশ। বিষয়টি জানতে পেরে তাঁদের উপরে নজর রেখেছিল সিবিআইয়ের ভিজিল্যান্স দফতর। বিষয়টির উপরে নজর রাখছিলেন খোদ ডিরেক্টর রঞ্জিত সিন্হাও। ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হন রাজেশ। পরে বিবেককেও গ্রেফতার করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কয়লা কেলেঙ্কারির তদন্তে নিযুক্ত কোনও অফিসারকে সরাতে পারবে না সিবিআই। সিবিআই জানিয়েছে, বিবেকের বিষয়টি আদালতকে জানানো হবে। আদালতের নির্দেশ অনুযায়ী কাজ হবে।

লালুর সভার হিসেব তলব
লালু প্রসাদের দল আরজেডি-র ‘পরিবর্তন র্যালি’-র জন্য কত খরচ হয়েছে জানতে চেয়ে আয়কর দফতর থেকে চিঠি দেওয়া হল। জনসভার খরচের সবিস্তার রিপোর্ট দিতে বলা হয়েছে আরজেডি নেতৃত্বকে। প্রসঙ্গত, গত নভেম্বরে নীতীশ কুমারের দল জেডিইউ-এর ‘অধিকার র্যালি’-র হিসেবও আয়কর দফতর জানতে চেয়েছিল। এই মাসের ১৫ তারিখে লালুর দল পরিবর্তন জনসভা করে। সেখানে বিপুল পরিমাণে খরচ করা হয়। বিভিন্ন জেলা থেকে সমর্থকদের নিয়ে আসার জন্য ‘পরিবর্তন জনসভা স্পেশাল’ নাম দিয়ে ১৩টি ট্রেন ভাড়া করা হয়। আয়কর দফতর জানতে চেয়েছে, রেল দফতরকে কত টাকা দেওয়া হয়েছে। রেল ছাড়াও বাস বা অন্য গাড়ির জন্য কত খরচ করা হয়েছে। ব্যানার, হোর্ডিং, অস্থায়ি স্টল, সমথর্কদের খাওয়ানোর জন্য কত খরচ হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে। আরজেডি-র পক্ষ থেকে পরিবর্তন জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইলিয়াস হোসেন বলেন, “আয়কর দফতরকে সব তথ্য জানাব।”

স্টেইনস হত্যা, ধৃত আরও ২
অস্ট্রেলীয় যাজক গ্রাহাম স্টেইনস হত্যা মামলায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। ১৯৯৯ সালে ওড়িশার কেওনঝড় জেলার মনোহরপুর গ্রামে নিজের গাড়িতে শুয়েছিলেন স্টেইনস ও তাঁর দুই নাবালক পুত্র। তাঁদের তিন জনকেই জীবন্ত পুড়িয়ে মারা হয়। বজরং দলের সদস্য দারা সিংহ-সহ তেরো জনের সাজা হয়েছে। সিবিআই সূত্রের খবর, শুক্রবার কেওনঝড়েরই গয়ালমুন্ডা ও ভালুঘেরা গ্রাম থেকে গ্রেফতার করা হয় দুই অভিযুক্ত ঘনশ্যাম মোহান্ত ও রঞ্জন মোহান্তকে।

মিটল বয়স-বিতর্ক
রাজ্যসভা ভোটের জন্য পেশ করা মনোনয়নে প্রধানমন্ত্রীর বয়সে ভুল থাকার কথা স্বীকার করে নিল প্রধানমন্ত্রীর সচিবালয় (পিএমও)। মনোনয়নে মনমোহন সিংহের বয়স ৮২ বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু, ২০০৭ সালের মনোনয়নে নিজের বয়স ৭৪ বলে উল্লেখ করেছিলেন তিনি। ছ’বছর ব্যবধানে প্রধানমন্ত্রীর বয়স আট বছর বাড়া নিয়ে প্রশ্ন উঠেছিল। নির্বাচন কমিশনে নয়া হলফনামায় ভুল শুধরেছে পিএমও।

দুর্ঘটনায় মৃত্যু
জাতীয় সড়কে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তির মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে কাজিরাঙার বুড়াপাহাড় রেঞ্জে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ৩৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

মোদীর জন্য গান
হাতে আর মাত্র এক বছর। তার পরই লোকসভা নির্বাচন। আর তাই এখন থেকেই আটঘাট বেঁধে নামতে চলেছে বিজেপি। সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর জন্য এ বার বাঁধা হয়েছে একটি নতুন গান। ‘নমো নমো’ নামের ওই গানটি আগামী ৩১ মে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হতে চলেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.