আজকের শিরোনাম
আইপিএল কাণ্ড: চহ্বাণের দোষ স্বীকার, তদন্তে অগ্রগতি পুলিশের
পেপসি আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে নতুন দিশার সন্ধান পেল দিল্লি পুলিশ। একাধিক ম্যাচে স্পট ফিক্সিংয়ের দায়ে শান্তাকুমারন শ্রীসন্থ-সহ রাজস্থান রয়্যালসের বাকি দুই বোলার অজিত চান্ডিলা ও অঙ্কিত চহ্বাণকে গতকালই গ্রেফতার করে পুলিশ। ধরা পড়ে ১১ জন বুকিও। আজ সকাল থেকেই দফায় দফায় অভিযুক্ত তিন ক্রিকেটারকে জেরা করে দিল্লি পুলিশের একটি বিশেষ দল। জেরার মুখে ভেঙে পড়েন অঙ্কিত চহ্বাণ। লোভের বশেই এই কাজ করেছেন বলে জেরায় স্বীকার করেন তিনি। অন্যদিকে সূত্রের খবর অনুযায়ী, গোটা ঘটনারই দায়ভার জামাইবাবুর ওপর চাপিয়ে দেন শ্রীসন্থ। তাঁর জামাইবাবু জনার্দন তাঁকে ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে পুলিশি তদন্তে আজই ধরা পড়েছে বুকিদের অন্যতম ‘চাঁই’ প্রাক্তন ক্রিকেটার অমিত সিংহ। ২০০৯-১২ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন অমিত। অন্যদিকে তামিলনাড়ুতে তল্লাশি চালিয়ে আরও ৬ জন বুকিকে আটক করেছে পুলিশ। তাদের থেকে উদ্ধার হয়েছে ১৪ লক্ষ টাকা সহ-অনেকগুলি মোবাইল ও ল্যাপটপ।
প্রসঙ্গত এই গোটা ফিক্সিং কাণ্ডেই দাউদ ইব্রাহিমের হাত রয়েছে বলে সন্দেহ করছে দিল্লি পুলিশ। স্পট ফিক্সিংয়ের ‘মাস্টারমাইন্ড’ সুনীল দুবাই ওরফে সুনীল রামচন্দানির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বুকি সোনু ও বীরেন্দ্রকে জেরা করে পুলিশ জানতে পেরেছে সুনীল দুবাইয়ের বর্তমান ঠিকানা দুবাইয়ের বিলা চেম্বার ৩১৭। ভারতে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০০৭ থেকেই বেটিং সিন্ডিকেটের সঙ্গে জড়িত সুনীলের খোঁজ শুরু করেছিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।
চলতি আইপিএলের আরও ১৫টি ম্যাচের ওপর নজর রয়েছে দিল্লি পুলিশের। নজর রয়েছে আরও ১০ বুকি ও কয়েকজন ক্রিকেটারের ওপরেও।

শিক্ষিকার মারে মৃত্যু ছাত্রের
ব্যাগ ছোঁড়াছুঁড়ির জন্য ‘কঠোরতম’ শাস্তি পেতে হল আট বছরের এক শিশুকে। শিক্ষিকার বেদম প্রহারে মৃত্যু হল দক্ষিণ চব্বিশ পরগনার নির্দেশখালি গ্রামে শিশুশিক্ষা কেন্দ্রের তৃতীয় শ্রেণীর ছাত্র বাপি মণ্ডলের। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন ১৫ মে শ্রেণিকক্ষে বন্ধুদের সঙ্গে ব্যাগ ছোঁড়াছুঁড়ি করার অপরাধে ওই ছাত্রের মাথা দেওয়ালে ঠুকে দেন শিক্ষিকা চম্পারানি মণ্ডল। শুধু তাই নয়, তিনি বাপির কানেও আঘাত করেন বলে অভিযোগ ছাত্রের পরিবারের। গুরুতর জখম অবস্থায় বাপিকে প্রথমে ভর্তি করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। অবস্থার আরও অবনতি হওয়ায় সেখান থেকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয় তাকে। আজ ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয় তার। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষিকাকে গ্রেফতার করে পুলিশ। আজ এই ঘটনার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এটি একটি ঘৃণ্যতম অপরাধ। ওই শিক্ষিকার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

গণশক্তির বিরুদ্ধে মানহানির মামলা
গণশক্তি পত্রিকার বিরুদ্ধে আজ মানহানির মামলা করতে চলেছেন বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী। গত ৮মে গণশক্তির সাতের পাতায় তাঁর নামে মিথ্যা খবর ছাপা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর ব্যক্তিগত ব্যবহারের গাড়িটি সারদার কর্ণধার সুদীপ্ত সেনের কাছ থেকে পাওয়া উপহার বলে খবর বেরোয় এই দৈনিক মুখপত্রে। কিন্তু কৃষ্ণা দেবী জানান এই গাড়ির রেজিস্ট্রেশন তাঁদের নামেই, মাসিক কিস্তি-সহ যাবতীয় তথ্যপ্রমাণও তাঁদের কাছে আছে। ১০ মে কৃষ্ণা দেবীর আইনজীবী ৭২ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে নোটিশ পাঠান। ১১ মে এই নোটিশ গ্রহণ করে গণশক্তি। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও পত্রিকার তরফ থেকে কোনও জবাব না পাওয়ায় আজ কলকাতা হাইকোর্টে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করতে চলেছেন কৃষ্ণা দেবী।

দুর্ঘটনায় মৃত ১ ছৌ শিল্পী, আহত ২০
পুরুলিয়ার দুলাল ডি রোডে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন একজন ছৌ শিল্পী। গুরুতর জখম হয়েছেন আরও ২০ জন। বাঁকুড়ায় অনুষ্ঠান করতে যাচ্ছিলেন ছৌ শিল্পীদের একটি দল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তাঁদের টাটা ৪০৭ গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহতদের বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মালবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা চলছে। এঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.