টুকরো খবর
উদ্বোধনে ‘আমরা-ওরা’ বিতর্ক মালদহে
আজ, বুধবার মালদহে তিনটি পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলারই বাসিন্দা রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র, পযর্টনমন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী। অথচ ওই অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি, জেলা কংগ্রেসের দুই সাংসদ কাউকেই না ডাকায় প্রশ্ন উঠেছে। সরকারি অনুষ্ঠানে ‘আমরা ওরা’ এই ভাগ নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস। ‘অস্বস্তিতে’ জেলা তৃণমূল। কৃষ্ণেন্দুবাবু বলেন, “অনুষ্ঠানের কার্ড কলকাতা থেকে ছাপানো হয়েছে। কেন সভাধিপতি এবং সাংসদের নাম নেই তা বলতে পারব না। এর আগে অনেক সরকারি অনুষ্ঠানে আমার নাম ছাপা হয়নি। আমাকে আমন্ত্রণও জানানো হয়নি। আমি মনে করি মিলেমিশে কাজ করা উচিত। সভাধিপতি এবং সাংসদের নাম দেওয়া উচিত ছিল।” তাঁর যুক্তি, জনস্বাস্থ্য কারিগরি দফতরের এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র কলকাতা থেকে সংশ্লিষ্ট দফতরের তরফে ছাপা হয়েছে। তাই তিনি এ ব্যাপারে কিছু বলতে পারবেন না। মালদহের কোতুয়ালি নেতাজি ক্লাব সংলগ্ন মাঠে ইটাকোলা, সাহাজালালপুর এবং বরাচক পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন হবে। সরকারি অনুষ্ঠানের কার্ডে তার নাম না-থাকায় অসন্তুষ্ট জেলাপরিষদের সভাধিপতি উজ্জল চৌধুরী। তিনি বলেন, “জেলার সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে সভাধিপতির নাম রাখা উচিত ছিল।” জেলা কংগ্রেস সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর অভিযোগ, রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসও সিপিএমের মতো ‘আমরা ওরা’ সংস্কৃতি চালু করেছে। তিনি বলেন, ‘‘এটাই প্রথম নয়। আগেও অনেক সরকারি অনুষ্ঠানে সাংসদ হিসাবে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। মানুষ এর জবাব দেবেন।”

সম্মানহানির নালিশ, চিঠি শিক্ষক নেতাকে
সম্মানহানির অভিযোগ তুলে দলের শিক্ষক সংগঠনের এক নেতার বিরুদ্ধে আইনজীবীর চিঠি পাঠালেন কোচবিহার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন তথা তৃণমূল নেত্রী কল্যাণী পোদ্দার। গত ১০ মে তৃণমূল শিক্ষা সেলের মাধ্যমিক সংগঠনের দিনহাটার ওই নেতা তথা গোপালনগর হাইস্কুলের শিক্ষক সত্যজিৎ কার্জিকে আইনজীবী মারফত কল্যাণীদেবী চিঠি পাঠিয়েছেন। ওই শিক্ষক নেতার আইনজীবী অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। গোটা ঘটনায় দলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। কল্যাণীদেবী বলেন, “সাংবাদিক বৈঠক করে আমার বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেছেন ওই শিক্ষক নেতা। দিনহাটার একটি লোকাল কেবল চ্যানেলে তা দেখানোও হয়। তাতে আমার সম্মানহানি হয়েছে। তার জেরেই আইনজীবীর চিঠি পাঠাতে হয়েছে।” কল্যাণীদেবীর আইনজীবী কৃষ্ণকিশোর সাহা বলেন, “প্রমাণ ছাড়াই আর্থিক দুর্নীতির মত ভিত্তিহীন অভিযোগ করেছেন সত্যজিৎবাবু।” ২৭ এপ্রিল দিনহাটায় সাংবাদিক বৈঠক করে সংসদ চেয়ারপার্সনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি-সহ বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ তোলেন সত্যজিৎ কার্জি। তিনি বলেন, “আইনজীবীর চিঠি পেয়েছি। যা বলার আমার আইনজীবী বলবেন।” সত্যজিৎবাবুর আইনজীবী রতন রায় বলেন, “চিঠির বয়ান স্পষ্ট নয়। অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণও নেই।”

আত্মহত্যার চেষ্টা
ধর্ষণের চেষ্টার পরে অপমান সহ্য করতে না পেরে এক বধূ আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে ঘটনাটি ঘটে বালুরঘাট থানার শিবপুরে। ওই দিন সন্ধ্যায় বাগানে সব্জি তুলতে যায় ওই গৃহবধূ। এক প্রতিবেশী তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। বধূর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হলে অভিযুক্ত পালিয়ে যায়। বাসিন্দাদের নিয়ে ওই বধূ অভিযুক্তের বাড়িতে গেলে ওই বাড়ির লোকজন গৃহবধূকে অপমান করে বলে দাবি। বাড়িতে ফিরে বিষ খেয়ে ওই বধূ আত্নহত্যার চেষ্টা করে বলে থানায় অভিযোগ করা হয়েছে।

ঝড়ে ক্ষতি ইটাহারে
সোমবার রাতে উত্তর দিনাজপুরের ইটাহারে ঝড়ে কমপক্ষে ৫০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইটাহারের মারনাই এলাকায় সোমবার রাতে ঝড়-বৃষ্টি শুরু হয়। মারনাইসহ বিস্তীর্ণ এলাকায় ঝড়ে এলাকার কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গাছের ডাল ভেঙে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গিয়েছে। ইটাহারের বিডিও প্রেমা ছেত্রী সেরিং বলেন, “মঙ্গলবার দুপুরে এলাকাতে ব্লকের আধিকারিকদের পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে প্রায় পঞ্চাশটি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রান পাঠানোরও ব্যবস্থা হয়েছে।”

দিল্লিতে ধর্না, সিদ্ধান্ত
দিল্লিতে ধর্নায় বসার সিদ্ধান্ত নিল ছিটমহল উদ্বাস্তু সমিতি। মঙ্গলবার হলদিবাড়ি রবীন্দ্রভবনে অনুষ্ঠিত এক নাগরিক কনভেনশনে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ৩০ মে সমিতির সদস্যরা দিল্লি যাবেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লির যন্তরমন্তরে ধর্না হবে। এ দিন সম্মলনে ছিটমহল উদ্বাস্তু সমিতির উত্তরবঙ্গের পাঁচটি জেলার প্রতিনিধিরা অংশ নেন। ভারতে ছিটমহলগুলির উদ্বাস্তুর সংবিধানিক স্বীকৃতি, গণনায় অন্তর্ভুক্তির দাবি করা হয়। সংগঠনের মুখপাত্র জগদীশ রায় প্রধান বলেন, “কাজ না হওয়ায় ধর্ণায় বসা হবে।”

কোচবিহারে শুরু শিবমেলা
কোচবিহারে পাঁচ দিন ব্যাপী শিবমেলা শুরু হয়েছে। শহর লাগোয়া খাগরাবাড়ি শিবযজ্ঞ মন্দির কমিটির উদ্যোগে গত সোমবার মেলাটি শুরু হয়েছে। আগামী ১৭ মে পর্যন্ত মেলা চলবে। উদ্যোক্তারা জানান, আজ বুধবার মন্দিরে কুমারী পুজো হবে। এছাড়াও পাঁচদিন ব্যাপী যজ্ঞ চলবে। মেলায় রকমারি পণ্যের পসরা নিয়ে বসেছেন দোকানীরা। উদ্যোক্তাদের তরফে বিশ্বজিৎ শঙ্কর ভট্টাচার্য জানান, মেলায় বিভিন্ন এলাকা থেকে বাসিন্দারা আসেন।

স্মারকলিপি পেশ
বিদ্যুতের দেওয়ার দাবিতে মঙ্গলবার হলদিবাড়ির বিডিওকে স্মারকলিপি দিলেন প্রাণমজুমদার গ্রামের বাসিন্দারা। ভিযোগ, দীর্ঘদিন আগে খুঁটি বসিয়ে তার টেনে বাড়িতে মিটার বসানো হয়েছে। কিন্তু সংযোগ দেওয়া হয়নি। বিডিও দিব্যেন্দু মজুমদার জানান, এ নিয়ে আলোচনা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.