আদালতকে সাধুবাদ দিয়েও নিরাপত্তা-সংশয়ে বিরোধীরা
বশেষে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার রাস্তা পরিষ্কার হল। এই কারণেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে স্বাগত জানিয়েছে বিরোধীরা। তাদের দাবি, হাইকোর্টের নির্দেশের ফলেই রাজ্য সরকারকে পঞ্চায়েত ভোট দ্রুত করার রাস্তায় হাঁটতে হচ্ছে। তবে একই সঙ্গে বাম এবং কংগ্রেস, দুই বিরোধী শিবিরেরই সংশয়, কেন্দ্রীয় বাহিনী ছাড়া পঞ্চায়েত ভোট কতটা সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়া সম্ভব?
সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ের মধ্যেও বিরোধীদের অবশ্য আশায় রাখছে ভোটের সময়টা। সারদা-কাণ্ডের প্রভাব জারি থাকতে থাকতেই ভোট করতে হবে আদালতের নির্দেশে। যে অস্বস্তির কথা মেনে নিয়ে তৃণমূলেরই এক প্রবীণ নেতা বলছেন, “বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, না হোমগার্ড, সেটা একটা দিক। কিন্তু অন্য দিকটা হল, সারদা নিয়ে বিরোধীদের প্রচারের মোকাবিলা করতে হবে আমাদের!”
রায়কে সাধুবাদ জানিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন, “পঞ্চায়েত ভোট নিয়ে বঙ্গবাসীর দুশ্চিন্তা দূর হল। এখন দ্রুত নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা উচিত।” রায়কে স্বাগত জানালেও পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। ডিভিশন বেঞ্চের রায় ঘোষণার পরে সুব্রতবাবু ও তাঁর দফতরের কর্মীরা মিষ্টিমুখও করেছেন! তার উল্লেখ করে প্রদীপবাবুর বক্তব্য, “মহামান্য হাইকোর্টের প্রতি সম্মান দেখালে সরকার প্রথমেই নির্বাচনটা মেনে নিত। ডিভিশন বেঞ্চে যেত না। বরং, এ দিন পঞ্চায়েতমন্ত্রী যা করেছেন তাতে ওঁদের সঙ্কীর্ণ রাজনৈতিক মনোভাবই প্রকাশিত হয়েছে!”
মিষ্টিমুখ। মঙ্গলবার নিজের দফতরে পঞ্চায়েত মন্ত্রী। —নিজস্ব চিত্র।
আদালতের নির্দেশে খুশি হয়েও পঞ্চায়েতমন্ত্রী এ দিন ফের অভিযোগ করেছেন, সিপিএম-কংগ্রেস-সহ বিরোধীরা পঞ্চায়েত ভোট বিলম্ব করার ষড়যন্ত্র করছিল। বিমানবাবুর প্রতিক্রিয়া, “চক্রান্ত আর ষড়যন্ত্র শব্দ দু’টি বর্তমান সরকারের প্রতিনিধি ও শাসক দলের মুখপাত্রের সব থেকে পছন্দের শব্দ। যে কোনও বিষয়েই ওঁরা চক্রান্তের গন্ধ পান!” পঞ্চায়েতমন্ত্রীকে বিমানবাবুর কটাক্ষ, “পরামর্শ তো দূরের কথা, এই সরকার সর্বদল বৈঠক পর্যন্ত করে না! ফলে অন্য দলের নেতাদের মুখ দেখতে হয় টিভিতে!” প্রদীপবাবুর জবাব, “আমরা ষড়যন্ত্র করিনি। ষড়যন্ত্র করার লোকই নই! এঁদের এই সঙ্কীর্ণ রাজনৈতিক মানসিকতা দেখে সংশয়, এঁরা কতটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করাবেন!”
তবে আদালতের রায়ে ভোটের রাস্তা খুললেও কেন্দ্রীয় বাহিনীর সাহায্য ছাড়া রাজ্যের হাতে অবাধ নির্বাচন সম্ভব কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বিরোধী শিবিরে। আদালতের রায়ের উপরে কোনও মন্তব্য করতে না-চাইলেও এই সংশয়ের কথা বলেছেন প্রদীপবাবু। একের পর এক ঘটনায় রাজ্য পুলিশের পক্ষপাতমূলক ভূমিকা যে ভাবে প্রকাশ্যে আসছে, তার কথাও বলেছেন। একই যুক্তি দিয়েছেন কংগ্রেসের মানস ভুঁইয়া এবং বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। রাজ্য পুলিশের পক্ষে কি পঞ্চায়েত ভোট অবাধ ও সুষ্ঠ ভাবে করা সম্ভব? বিমানবাবুর জবাব, “যে ভাবে পুলিশের একাংশ তৃণমূলের নির্দেশ মেনে চলছে, ধনেখালির ঘটনায় সিবিআই নির্দেশ হল, আরামবাগ থানার পুলিশ ব্যাগের মধ্যে বোমা ভরে আমাদের পার্টি অফিসে ঢুকিয়ে দিয়ে মামলা করল, তাতে এই পুলিশের পক্ষে অবাধ নির্বাচন পরিচালনা করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু আমরা আশা করছি, কমিশন অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনা করবে।”
কেন্দ্রীয় বাহিনী না-থাকলে কি বিরোধীরা সব জায়গায় মনোনয়নপত্র জমা দিতে পারবে? বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের বক্তব্য, “যে ভাবে শাসক দলের নেতা-মন্ত্রীরা বার্তা দিচ্ছিলেন, তাতে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন কি না, তা নিয়ে আশঙ্কা রয়েছে। তবে বিষয়টি কমিশনের এক্তিয়ারে। আশা করি, তারা দেখবে।” সূর্যবাবুর মতে, সর্বত্র সশস্ত্র বাহিনী দিয়ে ভোট করার কথা বলা হয়েছে। তিন দিনে ভোট করলে তা সম্ভব। সরকার প্রয়োজনে পাশের রাজ্য থেকে বাহিনী নিতে পারে। তাতেও না হলে তখন কেন্দ্রীয় বাহিনী। কারণ, কেন্দ্রীয় বাহিনী চাইতে গেলে কেন্দ্রকে বলতে হবে। এই অবস্থায় আপাতত রাজ্যে যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাদের কাজে লাগানো যেতে পারে। তবে দীর্ঘ টানাপোড়েনের পরে রাজ্য সরকার পঞ্চায়েত ভোট করার দিকে যে এগোচ্ছে, সেই প্রসঙ্গে সূর্যবাবুর মন্তব্য, “শুভবুদ্ধি আবার কখন অস্তমিত হবে, তা জানি না!”
তিন দফায় ভোট হবে জেনে খুশি কংগ্রেস। কবে, কোথায় ভোট হবে, তা নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে কমিশনের কাছে তারা চিঠিও দিচ্ছে। প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল এ দিন সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে অভিযোগ জানিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.