টুকরো খবর
মুম্বই রোডে ট্রাকের ধাক্কায় মৃত্যু আমতার ৩ জনের
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দম্পতি-সহ তিন জনের। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে বাগনানের দেউলটির কাছে মুম্বই রোডে। মৃতেরা হলেন নিতাই পাত্র (৬০) তাঁর স্ত্রী রেখা পাত্র (৫৫) এবং সন্ধ্যা আদক (৫২)। তিন জনেরই বাড়ি আমতার ফতেপুর রথতলার কাছে পাত্রপাড়ায়। পুলিশ জানিয়েছে, সকলেই খুব ভোরে কোলাঘাটে গিয়েছিলেন রূপনারায়ণ থেকে মিন ধরতে। ভোর সাড়ে ৫টা নাগাদ ফিরছিলেন। দেউলটি স্টেশনে এসে ট্রেন ধরার কথা ছিল তাঁদের। মুম্বই রোডের ধার দিয়ে আসার সময়ে পিছন থেকে একটি ট্রাক তাঁদের ধাক্কা মেরে পালায়। বাগনান গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন। নিতাইবাবুদের সঙ্গে মিন ধরে ফিরছিলেন আরও তিন জন। তাঁরা অল্পের জন্য বেঁচে গিয়েছেন। তাঁদেরই একজন কুব্জা বাগ বলেন, “ট্রাকটি খুব জোরে আসছিল। হঠাৎই একটি লরিকে ওভারটেক করার জন্য সেটি ফুটপাথের উপরে উঠে আসে। আমরা চেঁচিয়ে ওদের সাবধান করলাম। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।” দুর্ঘটনার খবর পেয়ে এ দিন পাত্রপাড়ায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল কংগ্রেস নেতা পিন্টু পাড়ুই বলেন, “পরিবারগুলি খুব গরিব। আমরা ওদের পাশে আছি। ওদের যদি কিছু অর্থ সাহায্য করা যায় সেই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে ফ্যাক্স করেছি।”

৪টি বাড়ি ভাঙচুর জয়পুরের গ্রামে
বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে হাওড়ার জয়পুরের কাশমলি পঞ্চায়েত এলাকার নিগনান গ্রামে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, চারটি বাড়িই তাঁদের দলের কর্মী-সমর্থকদের। সিপিএম এবং কংগ্রেস যৌথ ভাবে হামলা চালিয়ে সেগুলি ভেঙে দিয়েছে। তৃণমূল নেতা সেলিমূল আলমের কথায়, “সোমবার বিকেলে হাওড়া লোকসভার উপ-নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীর সমর্থনে বালি এলাকায় একটি মিছিল বেরিয়েছিল। তাতে যোগ দিতে আমাদের দলের অধিকাংশ কর্মী-সমর্থক চলে যান। সেই সুযোগে সিপিএম এবং কংগ্রেস-আশ্রিত দুষ্কৃতীরা নিগনান গ্রামে হামলা চালায়।” অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে কংগ্রেস-সিপিএম দু’দলই। তাদের বক্তব্য, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। উত্তেজনা থাকায় মঙ্গলবার এলাকায় পুলিশ পিকেট বসে। পুলিশ জানিয়েছে, তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত চলছে বলে জানান অফিসারেরা।

বালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাত বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশে দিল জনতা। সোমবার ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের লোকনাথে। পুলিশ জানায়, ধৃত বিশ্বজিৎ মান্নার সেলুন রয়েছে। লজেন্সের লোভ দেখিয়ে বালিকাকে সেখানেই ডেকে নিয়ে সে ধর্ষণ করে বলে অভিযোগ। মঙ্গলবার থানায় অভিযোগ হয়। ঘটনার শুনে উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে মারধোর করে পুলিশে দেয়। বালিকাকে পরীক্ষার জন্য চন্দননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত ৩০
কনেযাত্রী-বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে আহত হলেন ৩০ জন। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কুলপির জুমাইলস্কর-নিশ্চিন্তপুর রোডে জামতলা মোড়ের কাছে। আহতদের কুলপি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে ২৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বচ্ছতাই সম্পদ
ছবি: দেশকল্যাণ চৌধুরী
আমানত সংগ্রহ করছেন কল্পনা পাচাল। তাঁর মতো ৪২ জন এজেন্ট গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে সঞ্চয় জমা নেন, ঋণ দেন, সুদও সংগ্রহ করেন। বাগনান ১ ব্লক মহিলা বিকাশ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির এই এজেন্টরা চড়া কমিশনের প্রলোভন সত্ত্বেও সারদা গোষ্ঠীর মতো সংস্থাগুলিতে যাননি। “আমাদের সোসাইটি কোথায় লগ্নি করে, কত লাভ করে, আমাদের কাছে পরিষ্কার। ওরা যে টাকা তোলে তা কোথায় যায়, আমরা তা কিছুই জানি না,” বললেন ওঁরা। কল্পনাদের রোজগার মাসে চার থেকে সাত হাজার টাকা। অনাস্থা, অস্থিরতার এই সময়ে তাঁদের সংস্থাতেই টাকা রাখছেন এলাকার মেয়েরা।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.