টুকরো খবর
ইটভাটায় বাজ পড়ে মৃত দুই শ্রমিক
বাজ পড়ে মৃত্যু হল দুই ইটভাটা শ্রমিকের। রবিবার রাতে হলদিয়ার কুকড়াহাটির ফকিরচক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকেরা হলেন পল্লব মণ্ডল (৩২) ও মনোরঞ্জন সামন্ত (২৮)। জখম হয়েছেন সমীর মণ্ডল নামে আরও এক শ্রমিক। সকলেরই বাড়ি এলাকারই কালিপুর বাঁচালু গ্রামে। এ দিন ওই তিন শ্রমিক ইটভাটায় কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে একটি টালির ছাউনির তলায় আশ্রয় নেন তাঁরা। সমীরবাবু একটি টায়ারের উপর বসে ছিলেন, বাকি দু’জন দাঁড়িয়ে। আচমকা বাজ পড়লে গুরুতর জখম হন পল্লব ও মনোরঞ্জন। জখম হন সমীরও। তিন জনকেই হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারা যান পল্লব ও মনোরঞ্জন। স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসাধীন সমীর। এ দিকে সোমবার ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকাহত হয়ে মারা গিয়েছেন পল্লবের বাবা আদিত্য মণ্ডল (৫২)। তাঁর বড় ছেলে প্রণব বলেন, “ মেজ ভাইয়ের মৃত্যর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাবা।” ওই ইটভাটার মালিক বিল্বপদ ভুঁইয়া জানান, মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও সমীরের চিকিৎসার খরচ দেবেন তিনি।

জমি নিয়ে বিবাদে ভাইকে খুন
জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে ভাইকে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার বাহারজলা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হাবিবুল মিদ্যা (৩৫)। আহত হয়েছেন আর এক ভাই সালাম মিদ্যা। তাঁকে কোলাঘাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোলাঘাটের বৈষ্ণবচক পঞ্চায়েত এলাকার বাহারজলা গ্রামের বাসিন্দা হাবিবুল পেশায় মোটর সাইকেল সারানোর মিস্ত্রি। পারিবারিক বাস্তুজমি নিয়ে হাবিবুলের সঙ্গে তাঁর দাদা মুজিবরের দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। হাবিবুর শ্বশুরবাড়ি, স্থানীয় শালুকা গ্রামে থাকতেন। সোমবার সকালে বাহারজলা গ্রামে নিজের বাড়িতে এসেছিলেন তিনি। সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁর দাদা মুজিবর ও কয়েকজন আত্মীয় মিলে আচমকা লোহার রড নিয়ে হামলা চালান ও হাবিবুলের মাথায় আঘাত করেন। বাধা দিতে গেলে আর এক ভাই সালাম মিদ্যাকে মারধর করেন মুজিবর ও তাঁর আত্মীয়রা। এরপর তাঁরা পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, হাবিবুলকে খুনের অভিযোগে তাঁর দাদা মুজিবর-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে তদন্ত চালানো হচ্ছে।

শিক্ষার অধিকার নিয়ে স্মারকলিপি
শিক্ষার অধিকার আইন সঠিক ভাবে প্রয়োগের দাবিতে কাঁথি মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি জমা দিল ওয়েস্ট বেঙ্গল এডুকেশন নেটওয়ার্ক বা ‘ওয়েবেন’-এর পূর্ব মেদিনীপুর জেলা মঞ্চের প্রতিনিধিরা। শিক্ষার অধিকার আইন মোতাবেক ২০১৩ সালের ৩১ মার্চের মধ্যে বিদ্যালয়গুলিতে শিশু বিকাশের উপযুক্ত পরিকাঠামো, শিক্ষাদানের সুনিশ্চিত ব্যবস্থা করার কথা সরকারের। কিন্তু বাস্তবে তা কার্যকরী হয়নি বলেই স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে। জেলা মঞ্চের আহ্বায়ক সমরবরণ মান্না বলেন, “কাঁথি মহকুমায় এখনও সমস্ত শিশু স্কুলে যাচ্ছে না। অধিকাংশ বিদ্যালয়ে গ্রন্থাগার, ছেলে-মেয়েদের পৃথক শৌচাগার, খেলার মাঠ, পানীয় জলের ব্যবস্থা-সহ প্রয়োজনীয় পরিকাঠামো নেই।”

প্রতিবাদে অনশন
এলাকার মন্দিরে রোগ সারিয়ে দেওয়ার নামে বুজরুকি চলছে বলে সিপিএম পরিচালিত ক্ষীরপাই পুরসভায় অভিযোগ জানিয়েছিলেন এক ব্যক্তি। পুরসভা তাতে কান না দেওয়ায় গৌতম পালোধী নামে সাত নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দা সোমবার থেকে অনশনে বসেছেন। পুরসভার বিরুদ্ধে দুর্নীতি-সহ আরও নানা অভিযোগ রয়েছে তাঁর। তিনি বলেন, “যতদিন না প্রশাসনের টনক নড়বে, ততদিন আমি অনশন চালিয়ে যাব।” পুরপ্রধান দুর্গাশঙ্কর পানের বক্তব্য, “মন্দির তোলা আমার কাজ নয়। দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত হবে।”

দিঘায় তলিয়ে মৃত্যু
ফের দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক। মৃতের নাম ফিরোজ আনসারি (২২)। বাড়ি উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার মানিকপীরে। ৬৩ জনের একটি দলের সঙ্গে রবিবার নিউ দিঘায় এসেছিলেন ফিরোজ। দুপুরবেলা সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। সঙ্গীরা ফিরোজকে খুঁজে না পেয়ে দিঘা থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার সকালে মাইতি ঘাটের কাছে ফিরোজের মৃতদেহ ভেসে ওঠে।

মূর্তি প্রতিষ্ঠা
সৈকতশহর দিঘার বাইপাস রাস্তার সংযোগস্থলে সোমবার স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করলেন আলম বাজার সারদা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী সারদাত্মানন্দ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.