টুকরো খবর
কলকাতা ডার্বি হয়তো ২৩ মে
প্রশাসনের অনুমতি মিললে কলকাতা ডার্বি হতে পারে ২৩ মে। যুবভারতীতে ফ্লাডলাইটে বড় ম্যাচ করতে চাইছে আইএফএ। ডার্বি-সহ কলকাতা লিগে তিনটি ম্যাচ বাকি রয়েছে। যা মে মাসেই শেষ করতে চায় আইএফএ। গত বছর অগস্টে শুরু হয়েছিল কলকাতা প্রিমিয়ার লিগ। এত দীর্ঘ স্থানীয় লিগ কখনও হয়নি। শেষ ম্যাচ হয়েছে ২ মার্চ। তার পর প্রায় আড়াই মাস পর ১৬ মে মোহনবাগান-প্রয়াগ এবং ১৯ মে ইস্টবেঙ্গল-প্রয়াগ ম্যাচের সম্ভাব্য দিন ঠিক করেছে আইএফএ। ওই দুটি ম্যাচ কল্যাণীতে করার চেষ্টা চলছে। এ দিকে, বারাসত স্টেডিয়ামের নতুন টার্ফ ফিফার সার্টিফিকেট পেলে পরের মরসুমে আই লিগ ম্যাচ সেখানে হবে।

সালগাওকরের কোচ ডেরেক
সালগাওকরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করলেন ডেরেক পেরেরা। শেষ চার বছর পুণে এফসি’র দায়িত্বে ছিলেন তিনি। এ বার সালগাওকরের কোচ হয়ে নিজের রাজ্যে ফিরতে চান ডেরেক। গোয়ার ক্লাবটির জার্সি গায়ে ১৯ বছর ফুটবল খেলেছেন তিনি। বৃহস্পতিবার সালগাওকর সচিব রাজ গোমস গোয়া থেকে ফোনে বললেন, “ডেরেকই আমাদের পরের মরসুমের কোচ। কথাবার্তা পাকা হয়ে গিয়েছে।” টোলগের ফের চোট: নেপালের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে ১-২ হারল মোহনবাগান। ম্যাচে আবার চোট পান টোলগে। ৭ মে চার্চিল ব্রার্দাসের বিরুদ্ধে বদলার ম্যাচে টোলগেকে পাওয়া যাবে কি না তা জানা যাবে শুক্রবার ডাক্তারি পরীক্ষার পর। এ দিকে শনিবার গোয়ায় ডেম্পোর বিরুদ্ধে চিডিকে সামনে রেখে এক স্ট্রাইকারে খেলার চিন্তা রয়েছে মর্গ্যানের। ইস্টবেঙ্গলের এই মুহূর্তে লক্ষ্য রানার্স হওয়া।

সিএসজেসি-র নতুন কর্মসমিতি
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের নতুন কর্মসমিতি নির্বাচিত হল। সাধারণ সভার পর নির্বাচিত হলেন, প্রেসিডেন্ট: এস সাবানায়কন (দ্য হিন্দু)। ভাইস প্রেসিডের্ন্ট ধীমান সরকার (হিন্দুস্থান টাইমস), অমিতাভ দাশশর্মা (দ্য হিন্দু) তপন দাম (প্রতিদিন)। সচিব: পুর্ণেন্দু চক্রবর্তী (বাংলা স্টেটসম্যান)। সহ সচিব: অর্চিমান ভাদুড়ি (টাইমস অব ইন্ডিয়া), কোষাধ্যক্ষ: রতন চক্রবর্তী (আনন্দবাজার)। কর্মসমিতি মানিক বন্দ্যোপাধ্যায় (এপি), প্রবাল চক্রবর্তী (ইউএনআই), শুভ্র মুখোপাধ্যায় (গণশক্তি), অরূপ পাল (চ্যানেল টেন)।

ইস্টবেঙ্গলের সামনে কম্বাইন্ড ইউনিভার্সিটি
সিএবি প্রেসিডেন্টস একাদশকে (১৫৯) ৭ উইকেটে হারিয়ে পি সেন ট্রফির শেষ আটে গেল কম্বাইন্ড ইউনিভার্সিটি দল (১৬২-৩)। ছাত্র দলের হয়ে ৩ উইকেট নেন সৈকত দাস। ব্যাটে সফল রোমিত সেনগুপ্ত (৫০)।

খেলরত্ন দৌড়ে সোমদেব
অর্জুন পুরস্কারের জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকে ফের সুপারিশ গেল জাতীয় ফুটবল দলের গোলকিপার সুব্রত পাল ও বাংলার টিটি তারকা মৌমা দাসের নাম। রাজীব খেলরত্ন-র জন্য এআইটিএ পাঠাল সোমদেব দেববর্মনের নাম। গত কমনওয়েলথ ও এশিয়ান গেমস সিঙ্গলসে সোনা জেতায়। বাংলার প্রাক্তন টিটি খেলোয়াড় ও কোচ অরূপ বসাকের নাম গিয়েছে ধ্যানচাঁদ পুরস্কারের জন্য। টেনিস তারকা বিজয় অমৃতরাজের নামও রয়েছে ধ্যানচাঁদ পুরস্কারের দৌড়ে। ডেভিস দলের বর্তমান কোচ জিশান আলি আছেন অর্জুনের লড়াইয়ে।

মোরিনহোর দর
আমরা তো বার্সার মতো সাত গোল খাইনি! টুইটারে সেটাই বলছেন রিয়াল কোচ মোরিনহো।
হোসে মোরিনহোকে কোচের দায়িত্বে ফেরাতে রিয়াল মাদ্রিদকে ১২ মিলিয়ন পাউন্ড দিতে হবে চেলসিকে। গত মরসুমে লা লিগা জেতার পরে রিয়াল মাদ্রিদের নতুন চুক্তি সই করেন মোরিনহো। যার মধ্যে ১২ মিলিয়নের ‘বাই আউট ক্লজ’ রাখা আছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতলে বিনা অর্থেই রিয়াল ছাড়তে পারেন বলে মোরিনহোর কথা হয় ক্লাবের প্রেসিডেন্ট ফিওরেন্তিনো পেরেজের সঙ্গে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় আগামী মরসুমে মোরিনহোকে চেলসিতে আনতে হলে রোমান আব্রামোভিচকে আরও তিন বছরের দাম দিতে হবে রিয়ালকে।

গল্ফের চিনা বিস্ময়
আগাস্টা মাস্টার্সে কাট পেয়ে ইতিহাস গড়েছিল চিনের চোদ্দো বছরের গল্ফার গুয়ান তিয়ানলাং। কিন্তু ইউরোপীয় ট্যুরের সর্বকনিষ্ঠ গল্ফার হওয়ার রেকর্ড গুয়ানের থেকে কেড়ে নিল তারই দেশের বারো বছরের কিশোর য়ি ও-চেং। ১৩ বছর ১৭৭ দিন বয়সে গত বছর চিন ওপেনে প্রথম ইউরোপীয় ট্যুরে নেমে গুয়ান ট্যুরের সবথেকে কম বয়সি গল্ফার হিসাবে রেকর্ড গড়েছিল। এ বার চিন ওপেনেই ও-চেং খেললেন ১২ বছর ২৪২ দিন বয়সে। এখানেই প্রথম রাউন্ডে দুই-আন্ডার ৭০ স্কোর করে একাদশ স্থানে আছেন কলকাতার শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া।

শীর্ষে গ্যাটিং
ঐতিহাসিক ‘মেরিলিবোন ক্রিকেট ক্লাব’-এর প্রেসিডেন্ট হলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইক গ্যাটিং। তাঁর নেতৃত্বেই ১৯৮৭-র বিশ্বকাপ ফাইনালে ওঠে ইংল্যান্ড। কিন্তু ইডেনে অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়ার কাছে হারেন। সংস্থার বর্তমান প্রেসিডেন্ট মাইক গ্রিফিথ উত্তরসূরি বাছেন গ্যাটিংকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.