হাতির হামলায় মৃত্যু আটিয়াবাড়ি বাগানে,
ক্ষতিপূরণ চেয়ে মার তিন কর্তাকে
হাতির হানায় মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে বাগান ম্যানেজারদের মারধর করল শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ডুয়ার্সের কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে। বুধবার রাত আটটা নাগাদ চা বাগান পাহারা দেওয়ার সময় হাতির হানায় এক অস্থায়ী শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আর এক শ্রমিক। ঘটনার পর দেরিতে আসায় বনদফরের গাড়ি ভাঙচুর করে শ্রমিকরা।
কালচিনির ওসি রিংচেন লামা ভুটিয়া জানান, একটি হাতি চা বাগানের ১৬ নম্বর সেকশনে হামলা চালিয়ে জেরম মিঞ্জ (২৫) নামে এক অস্থায়ী শ্রমিককে মেরে ফেলে। ঘটনায় অদিল ওরাঁও নামে এক শ্রমিক জখম হন। ঘটনার পর বন দফতর না আসায় জনতা উত্তেজিত হয়ে পড়ে। পরে রাত ১২টা নাগাদ বন দফতরের একটি গাড়ি এলে কাচ ভাঙে জনতা। এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ শ্রমিকরা জড়ো হয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। পরে ফ্যাক্টরির ভেতরে অফিসে ঢুকে এক সিনিয়র ম্যানেজার, তিন ম্যানেজারকে মারধর করে বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি সামলায়। বেলা সাড়ে ১১টা নাগাদ ম্যানেজারদের উদ্ধার করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জ অফিসার বিষ্ণু রায় জানান, হাতির আক্রমণের পর দেরিতে যাওয়ার অভিযোগে শ্রমিকরা বন দফতরের একটি গাড়ির লাইট ও কাচ ভেঙে দিয়েছে। আইন মেনে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ, জখমের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

ম্যানেজারকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। নিজস্ব চিত্র।
সিনিয়র ম্যানেজার ত্রিযুগনারায়ণ পান্ডে জানিয়েছেন, রাতে চা বাগানের পাইপ লাইন পাহারা দেওয়ার সময় হাতির আক্রমণে জেরমের মৃত্যু হয়। অদিল জখম হয়। সেই সময় বাগানের তরফে গাড়ি করে তাঁদের মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এ দিন সকালে শ্রমিকরা ফ্যাক্টরি অফিসে চেয়ার ছুড়ে ফেলে সবাইকে বাইরে বেরিয়ে যেতে বলে। প্রতিবাদ করলে ডেপুটি ম্যানেজার অম্লানকুসুম গড়াই, জ্যোতি প্রসাদ ঘোষ এবং সহকারী ম্যানেজার নিত্যানন্দ মাহাতকে মারধর করা হয় ঢিল মেরে আমার মাথার পিছন দিক ফাটিয়ে দেয় কিছু শ্রমিক আমার সাথে ধস্তাধস্তি করে গালার সোনার চেন ছিনিয়ে নেয় পরে শ্রমিকরা আমাকে অফিসে নিয়ে গিয়ে জানায় মৃত জেরমের পরিবারকে ২ লক্ষ টাকা চাবাগানের তরফে ক্ষতিপূরণ দিতে হবে বিষয়টি আমি উর্দ্ধত্বন কর্তৃপক্ষকে জানিয়েছি পরে পুলিশ এসে আমাদের ঘেরাও মুক্ত করেচিকিসার জন্য আলিপুরদুয়ার মহকুমায় ভর্তি হলে আমাদের কোচবিহারে রেফার করা হয়। চা বাগানের আইএনটিইউসির সভাপতি বলিরাম বড়াইক জানা, চাবাগানে রাতে যারা পাহারার কাজ করে বাগান থেকে তাঁদের কোনো সার্চ লাইট বা পটকা দেওয়া হয়না বার বার চাবাগানে হাতির হামলা ঘটছে এদিন শ্রমিকরা উত্তেজিত হয়ে ম্যানেজারকে ঘেরাও করে কাজ বন্ধ রাখে মৃত অস্থায়ী শ্রমিকের পরিবারকে চাবাগান থেকে ২ লক্ষ টাকা ক্ষতি পূরণ দাবি করা হয়েছে তাছাড়াও হাওয়াই চটি, ছাতা, জ্বালানি কাঠের সমস্যা রয়েছে ম্যানেজারদের মারধরের অভিযোগ ভিক্তিহীন তৃণমূল কংগ্রসের চা শ্রমিক সংগঠনের নেরা অনিরুদ্ধ গোস্বামী জানান হাতির হানায় অস্থায়ী শ্রমিকের মৃতুর জেরে উত্তেজনা ছড়িয়েছে আমারা সাংগঠনিক ভাবে কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসব।

ময়াল উদ্ধার
জনবসতির কাছে একটি নালার পাশ থেকে ময়াল উদ্ধার করল বনদফতর। বৃহস্পতিবার দুপুরে সাঁওতালডিহি থানার কাঁকি বস্তি থেকে ওই পূণর্র্বয়স্ক ময়ালটি উদ্ধার হয়। সাপটি দেখতে পেয়ে প্রথমে বাসিন্দারা বনকর্মীদের খবর দেন। রঘুনাথপুরের রেঞ্জ অফিসার সোমনাথ চৌধুরী জানান, ময়ালটি প্রায় নয় ফুট লম্বা। সাপটিকে রেঞ্জ কার্যালয়ে আপাতত রাখা হয়েছে। আজ শুক্রবার, সুরুলিয়ার মিনি জু-তে পাঠানো হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.