খিদের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে

২০১২ ২০১৩
লক্ষ্য ছিল: গ্রামের মেয়েদের ক্ষমতায়ন, দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ

জেলায় স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ২০১১-১২ সালে খাতায় কলমে ছিল ২০,৪৭০। ২০১২-১৩ সালের জানুয়ারি পর্যন্ত সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২২,১৯৪-এ। যদিও এর ক’টি সত্যিই কাজ করছে, ক’টি নাম-কা-ওয়াস্তে তার কোনও হিসেব নেই।
প্রতিজ্ঞা: নারীর বিরুদ্ধে হিংসা বন্ধ হবে, সেই সময় এসে গিয়েছে

২০১১ নারীর বিরুদ্ধে অপরাধের মামলা হয়েছিল ৯৬১টি। চার্জশিট গঠন হয়েছে ৮৩৭টি ক্ষেত্রে। ২০১২-এ মামলা হয়১২৯৬টি। চার্জশিট গঠন হয় ৯৬১টির। এ বছর ৭ ফেব্রুয়ারির মধ্যেই ২৩০টি মামলা। চার্জশিট গঠন হয়েছে ১৯২টি।



মৈত্রী দাস,
নারীদের অধিকার সংক্রান্ত যে কোনও পদক্ষেপ ঘিরেই দ্বিচারিতা হয়েছে। সুরক্ষা সংক্রান্ত প্রতিশ্রুতিও ঠিকভাবে কার্যকর হবে না।
ইন্দ্রানী মিশ্র,
মহিলা বিল পাশ করা, গ্রামীণ মহিলাদের আর্থিক ভাবে স্বয়ংসম্পূর্ণ করা সফল হয়েছে। মহিলা সুরক্ষার পদক্ষেপও কার্যকর হবে।
অজয় নন্দ,
মহিলা নির্যাতন সংক্রান্ত মামলা দ্রুত নিস্পত্তি করতে উদ্যোগী হয়েছি। মহিলাদের চলাফেরার জন্য উপযুক্ত পরিবেশ বজায় রাখব।
নয়না সাহা,
গ্রামীণ মহিলাদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতে সমস্যা হত। তা মিটেছে। নারী-সুরক্ষায় প্রশাসনকে সজাগ হতে হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.