টুকরো খবর
গোপীনাথপুরে বাড়ি হচ্ছে ইন্দিরা আবাসে
ইন্দিরা আবাস প্রকল্পে বাড়ি তৈরির তোড়জোড় শুরু হয়েছে খড়্গপুর-২ ব্লকের গোপীনাথপুরে। মোট ৭টি পরিবারকে বাড়ি তৈরি করে দেবে প্রশাসন। ইতিমধ্যেই ৬টি বাড়ির অনুমোদন মিলেছে। আর একটি পরিবারের জন্য যাতে ‘স্পেশাল বিআরজিএফ’ তহবিল থেকে অর্থ মঞ্জুর করা হয়, সে জন্য পদক্ষেপ করা হয়েছে। শীঘ্রই উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়া হবে বলে বিডিও সোমা দাস জানিয়েছেন। কিছু দিন আগে গোপীনাথপুরের তফসিলি অধ্যুষিত পাড়ায় কয়েকটি বাড়ির খড়ের চালে মাঝেমধ্যে আগুন লাগছিল। আইআইটি-র বিশেষজ্ঞেরা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিশেষ বিক্রিয়াতেই এই আগুন লেগেছে। ওই সময় গ্রামে গিয়ে প্রশাসনিক কর্তারা নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মধ্যেই ছিল ইন্দিরা আবাসে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি। এখন গ্রামে পুকুর সংস্কারের কাজ চলছে।

হাসপাতাল থেকেই মাধ্যমিক
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাধ্যমিক পরীক্ষা দিল এক ছাত্রী। পূজা আচার্য নামে ওই পরীক্ষার্থী গোয়ালতোড়ে থানার ছাতনির বাসিন্দা। তার মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র নয়াবসত হাইস্কুলে। শুক্রবার ভূগোল পরীক্ষা চলাকালীনই পেটে ব্যথা হয় পূজার। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলেও পরে তাকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। শনিবার হাসপাতালের শয্যায় বসেই পরীক্ষা দেয় পূজা। পূজার মা মিনতিদেবী বলেন, “আজ ও নিজের মনের জোরে পরীক্ষা দিল।”

বিপ্লবী স্মরণে
বিপ্লবী বিমল দাশগুপ্তের প্রয়াণ দিবস পালন করল তাঁর স্মৃতি রক্ষা কমিটি। রবিবার মেদিনীপুর শহরে বিপ্লবীর পূর্ণাবয়ব মূর্তি সংলগ্ন এলাকায় স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার অন্যত্রও এই বিপ্লবীকে স্মরণ করা হয়। ১৩ বছর আগে ৩ মার্চ মৃত্যু হয়েছিল বিমলবাবুর। পরাধীন দেশে অবিভক্ত মেদিনীপুরের কুখ্যাত জেলাশাসক পেডিকে হত্যায় অগ্রণী ছিলেন তিনি। মেদিনীপুরে এ দিনের অনুষ্ঠানে বিপ্লবী-পুত্র রণধীর দাশগুপ্ত, রণজিৎ দাশগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন দীপক বসু, হরিপদ মণ্ডল।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট
মেদিনীপুর জেলা স্পোটর্স ডেভেলপমেন্ট অ্যাকাডেমির উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হল রবিবার। উদ্বোধন করেন অ্যাকাডেমির চেয়ারম্যান দীপক সরকার। গড়বেতা, বেলদা, চন্দ্রকোনা রোড, মেদিনীপুর, খড়্গপুর, জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা খেলতে এসেছিলেন। টুর্নামেন্ট কমিটির যুগ্ম কনভেনর জয়ন্ত মাইতি ও সুভাষ পণ্ডিত জানান, সবমিলিয়ে ৩৬টি দল খেলেছে। রাতেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

ভাঙল অবৈধ নির্মাণ
রবিবার খড়্গপুর শিল্পতালুকে যাওয়ার রাস্তার উপর থাকা একটি অবৈধ নির্মাণ ভেঙে দিল পুলিশ-প্রশাসন। সকাল থেকে ওই নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। অনভিপ্রেত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ সূত্রে খবর, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক যাওয়ার রাস্তার উপর একটি গেট ও তার পাশে প্রাচীর ছিল। এটি অবৈধ নির্মাণ।

পথে এসএফআই
সংগঠনের তহবিল ভরাতে অর্থ সংগ্রহে কৌটো নিয়ে পথে নামল এসএফআই। রবিবার জেলার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি হয়েছে। ঝাড়গ্রাম শহরের কর্মসূচিতে ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সৌগত পণ্ডা। মেদিনীপুর-সহ বিভিন্ন এলাকা থেকেও এ ভাবে অর্থ সংগ্রহ করা হয়। রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে এই কর্মসূচি বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.