জতুগৃহ বাজার

বাজার অবস্থা ব্যক্তি বক্তব্য
কৃষ্ণনগর পাত্রবাজার বাজার এলাকায় কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। আচমকা আগুন ধরে গেলে নেভানো মুস্কিল। বিদ্যুতের তার রাস্তার উপরে জট পাকিয়ে ঝুলছে। গোপাল বিশ্বাস
পাত্রবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক
বাজারের রাস্তার দখল নিচ্ছে দোকান। সংকীর্ণ হয়েছে রাস্তা। পুরসভা বা প্রশাসন কারও কোনও উদ্যোগ নেই। বাজার এলাকা ভয়াবহ অবস্থায় রয়েছে। শিয়ালদহের ঘটনায় আতঙ্কিত।
গোয়াড়ি তহবাজার অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। ঘিঞ্জি এলাকায় বাজার। বিপজ্জনক ভাবে ঝুলছে বিদ্যুতের তার। অনির্বান সরকার
গোয়াড়ি তহবাজার কমিটির সম্পাদক
সরু রাস্তা ক্রমশ দখল হচ্ছে। দমকলের গাড়ি ঢোকার সমস্যা রয়েছে। শিয়ালদহের ঘটনা দেখে শিউড়ে উঠছি।
হেবজুর রহমান
কৃষ্ণনগর দমকলের ওসি
কৃষ্ণনগর শহরের বাজারগুলোর অবস্থা খুবই ভয়াবহ। সংকীর্ণ রাস্তা। সকলের সচেতন হওয়ার সময় এসেছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে সতর্ক দেওয়া উচিত।
নবদ্বীপ বড়বাজার এক বর্গ কিমি এলাকায় অন্তত দু’হাজার দোকান। নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা। অপরিকল্পিত ভাবে বেড়ে ওঠা বাজার ঘিঞ্জি হচ্ছে প্রতিদিন। গোটা বাজার এলাকা বিপজ্জনক হয়ে উঠেছে। উত্তম সাহা
নবদ্বীপ ব্যবসায়ী সমিতির সম্পাদক
অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাজারে নেই। বড় অগ্নিকাণ্ড হলে দমকলের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা। এলাকায় কিছু জলাধার নির্মাণের দাবি জানানো হয়েছে পুরসভা ও প্রশাসনের কাছে।
শক্তিপদ দে
নবদ্বীপ দমকলের ওসি
ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের ব্যাপারে উদাসীন। তাঁরা এ ব্যাপারে সচেতন না হলে বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে।
বহরমপুর ইন্দিরা মার্কেট মার্কেটে ১৭৮টি দোকান। পরিকল্পনাহীন ভাবে বিদ্যুতের তার নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার জট পাকিয়ে রয়েছে। কোনও জায়গায় ছাদ ফেটে তারের উপর জল চুঁইয়ে পড়ে। নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা। গৌরচন্দ্র বসাক
ইন্দিরা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি
১৭৮টি দোকানে দু’জন করে অন্তত সাড়ে তিনশো কর্মী রয়েছে। কিন্তু পুরসভা ও প্রশাসন তাঁদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বারবার অভিযোগ জানিয়েও মার্কেটের হাল ফেরেনি। অবিলম্বে ব্যবস্থা না নিলে আমাদেরও অবস্থা শিয়ালদহ মার্কেটের মতো হবে।
সুনীল কুমার ঘোষ
দমকল দফতরের বহরমপুর ডিভিশনাল অফিসার
পুরসভা বা প্রশাসন কেউই আমাদের কাছে কোনও অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে গোটা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.