আজ বিজয় হাজারে কোয়ার্টার ফাইনাল
উথাপ্পাদের পাত্তা দিচ্ছে না বাংলা
বিন উথাপ্পা। বিনয় কুমার। সি এম গৌতম। কেউ ভারতীয় দলের প্রাক্তন। কেউ বা ভারত ‘এ’ খেলে উঠেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিছু দিন আগে। এবং এঁরা বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠেছেন প্রবীণ কুমারের উত্তরপ্রদেশকে রীতিমতো চুরমার করে।
এমন ‘হেভিওয়েট’ প্রতিপক্ষের বিরুদ্ধে একটু-আধটু আতঙ্ক থাকা স্বাভাবিক। কিন্তু ঘটনা হচ্ছে, বাংলা শিবিরে আতঙ্কের ছিটেফোঁটাও নেই।
খুব সহজে, উথাপ্পাদের পাত্তাই দিচ্ছে না বাংলা!
আজ, বিশাখাপত্তনমের পোর্ট মাঠে উথাপ্পাদের কর্নাটকের বিরুদ্ধে শেষ চারে ওঠার যুদ্ধে নামছে বাংলা। উইকেটে ঘাস আছে, বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল কিছুটা টার্নেরও আশা করছেন। কিন্তু বিপক্ষ-বিচারে? ফোনে লক্ষ্মীর নির্লিপ্ত গলা, “ওদের ইন্ডিয়া প্লেয়ার থাকলে আমাদেরও আছে। আমার টিমের ম্যাচ উইনারদের সংখ্যাটা গুনে দেখুন। আমরা কিন্তু গত বারের চ্যাম্পিয়ন।” কারও নাম-মাহাত্ম্য দেখার এতটুকু ইচ্ছে নেই। বরং বাংলা অধিনায়কের সাফ জবাব, “ওদের উথাপ্পা, বিনয় কুমার আছে তো কী হল? আমি কোনও দিন কোনও প্রতিপক্ষকে ছোট করি না। কিন্তু বিশাল ফুলিয়েফাঁপিয়েও দেখি না। নক আউটে আরও বেশি ফোকাসড থাকো। ব্যস।”
মঙ্গলবার বিশাখাপত্তনমে পৌঁছে প্র্যাকটিস করা যায়নি। এ দিন গেল। এবং টিম যা নামছে তা মোটামুটি এ রকম: ওপেনিংয়ে ঋদ্ধিমান সাহার সঙ্গে শ্রীবৎস গোস্বামী। তিনে সুদীপ চট্টোপাধ্যায়। চার থেকে সাতমনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্ল, অনুষ্টুপ মজুমদার, অর্ণব নন্দীরা। সৌরাশিস লাহিড়ির খেলার সম্ভাবনা কম। পেস অ্যাটাকে সামি আহমেদের সঙ্গে বীরপ্রতাপ সিংহ। লক্ষীর কথায়, “গত বার যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল, তার মধ্যে শুধু দাদা নেই। আর দিন্দাকে পাচ্ছি না। কিন্তু টিমটার ক্ষমতা আছে এ বারও চ্যাম্পিয়ন হওয়ার।”

সচিনকে বাঘ বললেন হেডেন
সচিনের ছোটখাটো শরীরটার মধ্যে আস্ত একটা বাঘ আস্তানা গেড়ে বসে রয়েছে, এমনটাই ধারণা দীর্ঘকায় প্রাক্তন অস্ট্রেলীয় ব্যাটসম্যান ম্যাথু হেডেনের। সম্প্রতি সচিন তেন্ডুলকরকে নিয়ে প্রকাশিত এক বইয়ে এই মন্তব্য করেছেন হেডেন। লিখেছেন, “দেখতে ছোটখাটো হলে কী, সচিন তেন্ডুলকর ক্রিকেটে যে বিশাল একটা ব্র্যান্ড, তা কল্পনারও অতীত। যারা ওর বিরুদ্ধে মাঠে নেমেছে, তারা জানে, ওর মধ্যে একটা বাঘ রয়েছে।” অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জন বুকানন লিখেছেন, “সচিন পরিসংখ্যানে রিকি পন্টিংয়ের চেয়ে এগিয়ে। সচিন স্পিন বোলিংয়ের বিরুদ্ধে অনেক ভাল ব্যাটসম্যান।” সচিনের মানসিক শক্তিরও প্রশংসা করেন বুকানন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.