টুকরো খবর
নতুন টার্মিনাল চালু ফের পিছোল দশ দিন
ফের পিছোল সময়সীমা। ঠিক ছিল, ১ মার্চ কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে উড়ান চালু হবে। সেই সময়সীমা আরও দশ দিন পিছিয়ে দিলেন বিমানবন্দর কর্তৃপক্ষ। ঠিক ছিল, ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন টার্মিনালের জন্য কর্তৃপক্ষ ইউজার্স ডেভেলপমেন্ট ফি (ইউডিএফ) চালু করবেন। কিন্তু ১৫ তারিখ দেখা যায়, নয়া টার্মিনালে পরিকাঠামো স্থানান্তরিত করতে প্রস্তুত নয় কোনও বিমানসংস্থা। তখন দিল্লি থেকে ইউডিএফ নেওয়ার দিন পিছিয়ে করা হয় ১ মার্চ। কর্তৃপক্ষের চেয়ারম্যান বেদপ্রকাশ অগ্রবাল বলেন, “ঠিক হয়েছে, ১১ মার্চ থেকে ওই ফি নেওয়া হবে। আশা করছি, ১০ মার্চের মধ্যে প্রতিটি সংস্থাই নতুন টার্মিনাল থেকে উড়ান চালু করবে।” নতুন টার্মিনালে জরুরি সমস্ত পরিকাঠামো তৈরি হয়ে গেলেও কয়েকটি সংস্থা সেখানে যেতে গড়িমসি করছে বলেও অভিযোগ কর্তৃপক্ষের। বিমানসংস্থাগুলির যুক্তি, নতুন টার্মিনালে যে ব্যবস্থায় যাত্রীদের মাল চিহ্নিত করে বিমানে তোলা হবে সেই ব্যাগেজ রিকনসিলিয়েশন সিস্টেম (বিআরএস) এখনও তৈরি নয়। সোমবার কর্তৃপক্ষ এবং বিমানসংস্থার কর্তারা ঘুরে দেখেন টার্মিনাল। মঙ্গলবার এ নিয়ে বৈঠক হয়েছে। বুধবার বিআরএস পরীক্ষা হয়। যে বিমানসংস্থাগুলি নিয়মিত উড়ান চালায়, তাদের সবাইকে নিয়ে গঠিত এয়ারলাইন্স অপারেটিং কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন সর্বেশ গুপ্তের কথায়, “যাত্রীদের সুবিধার জন্য বিআরএস পুরো প্রস্তুত না হওয়া পর্যন্ত এখান থেকে উড়ান চালাতে রাজি হইনি।” এখন ঠিক হয়েছে, আন্তর্জাতিক সমস্ত উড়ান প্রথমে সরিয়ে আনা হবে নয়া টার্মিনালে। পরে এক এক দিন এক একটি সংস্থাকে অভ্যন্তরীণ উড়ান সরিয়ে আনতে বলা হবে।

পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ডে কাকলিকে তলব কমিশনে
পার্ক স্ট্রিটে গণধর্ষণের ঘটনায় অভিযোগকারিণী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে। তার ভিত্তিতে রাজ্য মানবাধিকার কমিশনে হাজির হওয়ার জন্য কাকলিদেবীকে ডেকে পাঠানো হয়েছে। বুধবার ওই সাংসদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ১২ মার্চ বেলা ১২টায় তাঁকে হাজিরা দিতে হবে। কাকলিদেবীকে ডেকে পাঠানোর বিষয়টি নিয়ম মেনে লোকসভার স্পিকারকেও জানিয়ে দিয়েছে কমিশন। কাকলিদেবী অবশ্য এ দিন বলেন, “চিঠি পাইনি। পেলে ভাবব।” অভিযোগ, ২০১২ সালের ২৮ ডিসেম্বর পার্ক স্ট্রিটে ধর্ষিতা সম্পর্কে ওই সাংসদ মন্তব্য করেন, “ওটা ধর্ষণের ঘটনাই নয়। ওই মহিলা আর তাঁর খদ্দেরদের মধ্যে গোলমাল।” কাকলিদেবীর ওই মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। সাংসদের বক্তব্য নিয়ে কলকাতা পুলিশের কাছে রিপোর্ট চায় কমিশন। কিন্তু পুলিশ রিপোর্ট দেয়নি। কমিশন নিজেদের উদ্যোগে কাকলিদেবীর মন্তব্যের ভিডিও ফুটেজ সংগ্রহ করে। তারা প্রাথমিক ভাবে মনে করছে, সাংসদের ওই মন্তব্যে ওই অভিযোগকারিণীর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ১২ মার্চ কাকলিদেবীর উপস্থিতিতে কমিশনের সদস্যেরা ভিডিও ফুটেজ দেখবে। কাকলিদেবীর কাছে তাঁর বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে।

স্টোভ ফেটে আগুন, আহত তিন
শিয়ালদহের সূর্য সেন বাজারে ভোরের অগ্নিকাণ্ডের পরে রাতে আগুন গিরিশ পার্কের বহুতলের একটি ফ্ল্যাটে। বুধবার রাত ৮টা নাগাদ গিরিশ পার্ক থানা এলাকার সরকার বাই লেনের একটি বহুতলের ফ্ল্যাটে আগুন লাগে। দমকল জানায়, রান্না করতে গিয়ে স্টোভ ফেটে আগুন লেগে যায়। জখম হন তিন জন। পুলিশ জানায়, আহতেরা হলেন বেদপ্রকাশ জয়সোয়াল, তাঁর স্ত্রী কবিতা এবং তাঁদের আত্মীয়া নির্মলা দেবী। তাঁরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা ওই ফ্ল্যাটের মহিলাদের চিৎকার শুনে ছুটে গিয়ে আগুনের শিখা দেখতে পান। দমকলের তিনটি ইঞ্জিন আসে। বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেয়। আহতদের বার করে আনে। পুলিশ জানায়, স্টোভ ফেটে প্রথমে আগুনের কবলে পড়েন কবিতাদেবী। তাঁর শরীরের অনেকটাই পুড়ে যায়। স্ত্রীকে বাঁচাতে গিয়ে ভীষণ ভাবে জখম হন বেদপ্রকাশও। নির্মলাদেবী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।

চুরির চেষ্টা, গ্রেফতার ২

হাতসাফাই: ধর্মতলায় সাজানো বাগান থেকে রেলিং চুরির চেষ্টা। নিজস্ব চিত্র।
পুরসভার জলের পাইপ, লোহার রেলিং চুরির চেষ্টার অভিযোগে বুধবার বৌবাজার থানার পুলিশ দুই যুবককে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃত দু’জনের নাম মহম্মদ সুনীল (২৩) ও মহম্মদ আলি (৩৯)। দু’জনেই বৌবাজার থানা এলাকার বাসিন্দা। সিইএসসি-র সদর দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে কলকাতা পুরসভার একটি ছোট্ট পার্ক রয়েছে। ওই পার্কটির ভিতরে একটি জলের ফোয়ারা ছিল, যেটি বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। এ দিন সন্ধে নাগাদ ওই দুই যুবক পার্কে ঢুকে জলের পাইপগুলি খোলার চেষ্টা করছিল। অভিযোগ, ধৃতদের সঙ্গে একটি সাইকেলভ্যানও ছিল। ওই ভ্যানে করেই জলের পাইপ, ভাঙা রেলিং চুরি করে পালানোর মতলব ছিল তাদের। কিন্তু বিষয়টি সিইএসসি-র নিরাপত্তাকর্মীদের নজরে আসায় তাঁরা বৌবাজার থানায় খবর দেন। পুলিশ এসে ওই দুই যুবককে গ্রেফতার করে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.