আজকের শিরোনাম
কলেজ নির্বাচন ঘিরে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক পুলিশকর্মীর
গতকাল রাতে গার্ডেনরিচ সংলগ্ন পাহাড়পুর রোডের একটি নির্মীয়মান বাড়িতে বড়সড় বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছে ৩ জন। তাদের চিকিত্সার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে সেখানে একটি ছোটখাটো অস্ত্র কারখানার হদিস পেয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর বোমা-সহ বোমা তৈরির মশলা ও অস্ত্রশস্ত্র। পুলিশের অনুমান দীর্ঘ দিন ধরেই এই বাড়িটিতে এ সব কাজ হত এবং বোমা বাঁধার সময় এই বিস্ফোরণ ঘটে। আহতদের প্রত্যেকের নাম এর আগেও বহু বার বিভিন্ন অপরাধে জড়িয়েছে। এদের মধ্যে ২ জনের বাড়ি পাহাড়পুর রোডে এবং অন্য এক জনের বাড়ি ফতেপুরে। ঘটনাস্থলে ডিসি পোর্ট পৌঁছোন। কোনও বড় অস্ত্রপাচার চক্রের সঙ্গে আহতদের যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর রণজিত্ শীলের ছেলে অভিজিত্ শীলের। সে নিজেও তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী বলে জানা গিয়েছে।
মূলত হরিমোহন কলেজের ছাত্র নির্বাচন ঘিরে এলাকায় সন্ত্রাস তৈরি করতেই বোমা তৈরি এবং অস্ত্র সরবরাহ করার কাজ চলছিল। সকালের ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা ছিলই। কিন্তু দেখতে দেখতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অস্ত্রশস্ত্র-বোমা নিয়ে রাস্তায় প্রকাশ্যে দাপিয়ে বেড়ায় তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের সদস্য এবং স্থানীয় বেশ কিছু দুষ্কৃতীরা। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালানো হয় এবং এতে স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর তাপস চৌধুরী গুরুতর আহত হন। তাঁকে সিএমআরআই-তে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় উঠে আসছে স্থানীয় দুষ্কৃতী মোক্তারের নাম। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রহীন। পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। কার্যত নীরব দর্শকের ভূমিকায় রয়েছে পুলিশ এমনটাই অভিযোগ তাঁদের। আগে থেকে খবর থাকা সত্ত্বেও কেন সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না, তা নিয়েও রয়েছে ক্ষোভ। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছে বলেন, ঘটনার পেছনে রয়েছে সিপিএম এবং কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশ নিরপেক্ষ ভাবে তার তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশেষ পুলিশবাহিনী।
এ দিকে পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে আহত অভিজিত্ শীল কার্যত পুলিশের কাছে স্বীকার করেছে, যে তারা ‘ক্লাব দখল করে’ বোমা বানাচ্ছিল। সেই সময় প্রথম বোমাটির বিস্ফোরণ ঘটে। যাতে অভিজিত্-সহ ৩ জন আহত হয়। সে নিজেও ৪০ শতাংশ পুড়ে গিয়েছে। আপাতত এসএসকেএম-এর বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।

মুখ্যমন্ত্রীর আলোচনার আশ্বাসে উঠল লেপচাদের অনশন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে গত ৬ দিন ধরে চলা অনশন লেপচারা তুলে নিল। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ মন্ত্রী গৌতম দেব কালিম্পঙের অনশন মঞ্চে এসে লেপচা পর্ষদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। লেপচা পর্ষদের তরফ থেকে জানান হয়েছে, মুখ্যমন্ত্রী নিজেও টেলিফোন মারফত যোগাযোগ করেন এবং লেপচা উন্নয়ন পর্ষদ গঠন করার বিষয়ে পুনরায় আলোচনার আশ্বাস দেন। তার পরই ৬ দিনের অনশন তুলে নেন তাঁরা।

ক্যানাল ইস্ট রোডে কাঠের গুদামে আগুন
গত কাল গভীর রাতে ক্যানাল ইস্ট রোড সংলগ্ন সাহেববাগান অঞ্চলে ঘনবসতিপূর্ণ এলাকার একটি কাঠ চেরাইয়ের গুদামে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ১৫ ইঞ্জিন এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তত্পরতায় বস্তি অঞ্চলে আগুন ছড়ায়নি। প্রাথমিক ভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.