পঞ্চায়েত ভোটের আগে বনধে অচল নামনি অসম
তৃতীয় দফার পঞ্চায়েত নির্বাচনের আগের দিন নামনি অসমে অশান্তি অব্যহত। স্বশাসিত পরিষদে ভোটের দাবিতে ও পঞ্চায়েত নির্বাচন বাতিল করার জন্য আন্দোলন চালানো রাভা-হাসোং যৌথ সংগ্রাম মঞ্চ এলাকা জুড়ে বনধের ডাক দিয়েছে। আন্দোলনকারীরা আজ দুধনৈয়ের সিংরি বাজারের কৃষি ভবনে আগুন লাগিয়ে দেয়। বকোর বোন্দাপাড়া ও ছয়গাঁওয়ের খড়খড়ি এলাকায় দু’টি কয়লাবাহী ট্রাকও পুড়িয়ে দেয় তারা। হাতিপার, মাছেনোখুয়া, শেখাপারিতে তিনটি প্রাথমিক স্কুল তথা নির্বাচনী বুথে আগুন লাগানো হয়। দমকল আসার আগে, তিনটি স্কুলেরই সিংহভাগ পুড়ে যায়।
পুড়ে গিয়েছে কয়লাবাহী ট্রাক। রাভা আন্দোলনকারীরা এই ট্রাকটি জ্বালিয়ে দেয়।
সোমবার, অসমের গোয়ালপাড়ার বোন্দাপাড়া এলাকায়। ছবি: উজ্জ্বল দেব
গত এক সপ্তাহে ১৩টি ভোটগ্রহণ কেন্দ্র-সহ ২২টি সরকারি অফিস, ২৪টি স্কুল, একটি সিআরপি শিবিরে আগুন লাগানো হয়েছে। সমগ্র রাভা-হাসোং স্বশাসিত পরিষদ এলাকা জুড়ে সব দোকানপাট বন্ধ। ৩৭, ৫১ ও ৬২ নম্বর জাতীয় সড়কও দিনভর প্রায় যানশূন্য ছিল। ব্যাঙ্ক, সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আজ বেশ কিছু ক্ষেত্রে নির্বাচনী আধিাকারিকদের বুথে যেতে বাধা দেওয়া হয়। কেড়ে নেওয়া হয় ব্যালট। কামাখ্যা-যোগীঘোপা লাইনে সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। এই পথের সব ট্রেন রঙিয়া জংশন হয়ে নিউ বঙ্গাইগাঁও ঘুরে যাচ্ছে। সারা অসম রাভা ছাত্র সংগঠনের বক্তব্য, স্থানীয় মানুষ সর্বাত্মকভাবে তাঁদের সঙ্গ দেওয়ায় এই এলাকায় নির্বাচন করার পরিকাঠামো ভেঙে পড়েছে। অন্যায়ভাবে পঞ্চায়েত ভোট চাপিয়ে দেওয়া সাধারণ মানুষ মেনে নেননি। আগামীকাল ভোট বয়কট করে, সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা অবধি ‘জনতা কার্ফু’ জারি করেছে যৌথ সংগ্রাম মঞ্চ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.