টুকরো খবর
ড্রেজিং করা সংস্থাই টোল আদায় করুক হুগলি নদীতে
যে সংস্থা ড্রেজিং করে নাব্যতা বাড়াবে, জাহাজের কাছে টোল-ও আদায় করুক তারাই। সড়ক পরিবহণের ধাঁচে এ বার হুগলি নদীতেও এমন ব্যবস্থা চালুর জন্য রাজ্য ও কলকাতা পোর্ট ট্রাস্টের কাছে প্রস্তাব দেবে বেঙ্গল চেম্বার অফ কমার্স। বণিকসভার জাহাজ বিষয়ক কমিটির সদস্য এবং এসপিএস শিপিংয়ের এমডি রবি দে বলেন, “ওই প্রকল্প কী ভাবে কার্যকর করা যায়, তা ব্যাখ্যা করে শীঘ্রই রাজ্যকে লিখিত প্রস্তাব জমা দেব।” এসপিএস গোষ্ঠীর কর্ণধার বিপিন ভোরার দাবি, “মূলত টাকার অভাবে হুগলি নদীতে ড্রেজিং ঠিক মতো হয় না। টোল আদায়ের অধিকার দিয়ে বেসরকারি উদ্যোগে ড্রেজিং করালে কাজ হবে।” সম্প্রতি জার্মান সংস্থা ডোহলে ডোনাটিক-এর ভারতীয় শাখার সঙ্গে জোট বেঁধেছে এসপিএস শিপিং। রবিবাবু জানান, তাঁরা যৌথ ভাবে গঙ্গা দিয়ে পণ্য পরিবহণ পরিষেবা চালু করতে চাইছেন। পণ্য পরিবহণ খরচ জলপথে তুলনায় কম হওয়ায় চাহিদা ভাল, দাবি এসপিএস শিপিং-এর। নাবিক হওয়ার প্রশিক্ষণ দিতে ডোহলে-র সঙ্গে যৌথ উদ্যোগে দুর্গাপুরে শিক্ষা প্রতিষ্ঠান তৈরিরও পরিকল্পনা করেছে তারা। ডোহলে ডোনাটিকের এমডি ড্যানিয়েল চোপরার দাবি, বছরে ৩০০ জন প্রশিক্ষণ পাবেন।

২৫ হাজার কোটি ভর্তুকি ৩ তেল সংস্থাকে
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে নগদে ২৫ হাজার কোটি টাকার বাড়তি ভর্তুকি দেবে কেন্দ্র। সরকারি সূত্রে খবর, ডিজেল, রান্নার গ্যাস ও কেরোসিন কম দামে বিক্রি করে বিপুল আয় হারাচ্ছে আইওসি, বিপিসিএল এবং এইচপিসিএল। সেই ক্ষতির একাংশ পুষিয়ে দিতেই এই সিদ্ধান্ত। এর আগে তাদের ৩০ হাজার কোটি ভর্তুকি দিয়েছিল কেন্দ্র।

লেনদেন চালু হল এমসিএক্স এসএক্স-এ
সোমবার থেকেই লেনদেন চালু হল এমসিএক্স স্টক এক্সচেঞ্জে। বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এর পর এটি তৃতীয় সর্বভারতীয় শেয়ার বাজার। বাজার সুত্রের খবর, প্রথম দিন এমসিএক্সের আয় হয়েছে ১২.৫৩ কোটি টাকা। তবে বাজারের মূল সূচক এসএক্স-৪০ চালু হতে আরও দু’সপ্তাহ লাগবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.