‘ভারতীয় টেনিসে যা ঘটছে তাতে ম্যাচের ফল কোনও ব্যাপার নয়’
ডাবলসে জিতে উঠেই লিয়েন্ডার পেজ যেন এআইটিএ-র মুখপাত্র হয়ে উঠলেন। এগারো বিদ্রোহী প্লেয়ার জোটের প্রতি ফেডারেশনের স্পষ্ট বার্তা দেশের সর্বকালের সফলতম ডেভিসকাপারই দিয়ে দিলেন শনিবাসরীয় বিকেলে। আর কে খন্না টেনিস স্টেডিয়ামের প্রেসরুমে। গোটা দেশের মিডিয়ার সঙ্গে যেখানে হাজির ছিল আনন্দবাজারও।
ফের একজন নতুন পার্টনার নিয়ে আজকের ডাবলস ম্যাচ জেতা দেশের স্বার্থে গত এগারো মাসে তিনটে ডাবলস ম্যাচ তিনজনকে নিয়ে খেললাম। তবে আমার প্রত্যেক পার্টনারকে আমি সমান সম্মান করি। সে মহেশ, সোমদেব, রোহন, বিষ্ণু, পুরব, সনম যেই হোক না কেন। ভারতীয় দল গড়া নিয়ে আমি কখনও নাক গলাই না বলেই যাকে নিয়েই খেলি, আমরা জিতি। প্লেয়ারের এক মাত্র কাজ হল খেলা। দল নির্বাচনে মাথা গলানো তার কাজ নয়।

পুরব রাজার পারফরম্যান্স

অসাধারণ। (সজোরে টেবিল চাপড়ে) আমি গ্যারান্টি দিচ্ছি, পুরব এর পর কোনও ডেভিস কাপ বা এশিয়াডে খেলার সুযোগ পেলে আজকের চেয়ে আরও অনেক উঁচু লেভেলে খেলবে। ওর ভেতর আর কোনও টেনশন, নার্ভাসনেস থাকল না। এআইটিএ-র প্রশংসা করব যে, একটা ডেভিস কাপেই তিন-তিনজন তরুণ প্লেয়ারকে সুযোগ করে দিয়েছে।
এআইটিএ-র পতাকাও এ ভাবেই ওড়ালেন লিয়েন্ডার।
ডেভিস কাপে পূর্ণশক্তি নিয়ে নামতে না পারা
রঞ্জিত আর বিজয়ন্তও গতকাল সিঙ্গলসে খুব ভাল খেলেছে। ম্যাচের ফলটা কোনও ব্যাপারই নয় এই মুহূর্তে আমাদের দেশের টেনিসে যা সব ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে। রঞ্জিতরা তিনজন এই টাইয়ে নামার আগেই তো জিতে গিয়েছে। কারণ, ওরা দেশের ডাকে সাড়া দিতে এক সেকেন্ড দেরি করেনি। আজ বলছি, এই ডেভিস কাপে খেলতে না আসার জন্য ওদের তিনজনেরই সামনে যথেষ্ট হাতছানি ছিল। কিন্তু ওরা দেশের স্বার্থে সেই সবকে উপেক্ষা করার মতো সত্যিকারের মানসিক শক্তি দেখিয়েছে। এই বিজয়ন্ত গতকালের ম্যাচে ওর কোমর থেকে শরীরের পুরো নীচের অংশটা সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও দেশের স্বার্থে ও লড়াইয়ের ময়দান ছেড়ে পালায়নি। খেলতে খেলতেই লুটিয়ে পড়েছে কোর্টে। একে আমি, আপনি, আপনারা, গোটা দেশের মানুষ স্যালুট করব না? না কি ও কেন হেরে গেল সেই আলোচনাই করব? ওর ক্র্যাম্প হয়েছিল কেন জানেন? শরীরে জলের অভাবের জন্য নয়। কোনও নার্ভাসনেসের জন্য নয়। স্রেফ এত বড় লেভেলে আগে কোনও দিন না খেলার কারণে। এআইটিএ-র উচিত, এ রকম আরও অনেক বিজয়ন্তদের ডেভিস কাপ দলে রেখে ওদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া।

ভবিষ্যতে ডেভিস কাপ দল
যাদের নিয়েই দল গড়া হোক না কেন, প্রধান চার প্লেয়ারের সঙ্গে আরও চারজন, এমনকী সম্ভব হলে পাঁচজন প্লেয়ারকেও রিজার্ভে রাখা উচিত। বিশেষ করে হোম টাইয়ে। তা ছাড়া টিমগেমে কোনও ইন্ডিভিজুয়াল প্লেয়ারই অপরিহার্য নয়। আমাকেই তো সবার আগে সরিয়ে দেওয়া উচিত, যদি তাতে ভারতীয় দলের আরও ভাল হয়।

সেরা টিম নিয়ে ডাবলস খেলতে না পারার দুঃখ
সেরা ডাবলস টিম এটিপি ট্যুরে না পেলে অবশ্যই খারাপ লাগে। কিন্তু আমার খেলোয়াড় জীবনে সব সময় টেনিসের সর্বোচ্চ মঞ্চ হল ডেভিস কাপ, অলিম্পিক, এশিয়াড, কমনওয়েলথ গেমস। সেখানে আমি একে চাই, ওকে না পেলে খেলব না, কোনও দিন বলিনি। গত অলিম্পিকের সময়েও ডাবলস দল নিয়ে তীব্র বিতর্ক যখন চলছে তখনও বলেছিলাম, যে জুটির পদক জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা আছে, তাদেরই পাঠানো উচিত। সেই জুটিকেই বাছার পরেও ভারতীয় টেনিসে এমন কিছু খারাপ ঘটনা ঘটল যে, সেই টিম পাল্টে ফেলা হল। তবু দেশের স্বার্থে অলিম্পিকে খেলেছি। কিন্তু, এখনও ভারতীয় টেনিসে খারাপ ঘটনা ঘটছে। এটা দুর্ভাগ্যজনক।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.