মেয়েদের সুরক্ষায় বিশেষ বাহিনী মেট্রোয়
ভিড়ে ঠাসা মেট্রোর কামরায় এক তরুণীকে ক্রমাগত উত্ত্যক্ত করছিল দুই যুবক। হঠাৎ পাশ থেকে জনা তিনেক মহিলা কলার চেপে ধরলেন ওই দু’জনের। শুধু তা-ই নয়, পরের স্টেশন আসতেই টানতে টানতে নামিয়ে নিয়ে গেলেন ওই দু’জনকে। পরে জানা গেল, ওই তিন জন মহিলা সাদা পোশাকের পুলিশ।
মেট্রো রেল-কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক কালে মেট্রোয় চলাফেরার পথে এমনটা আকছার দেখা যাচ্ছে। ঘটনাচক্রে, শুক্রবার সন্ধ্যায় গিরিশ পার্ক স্টেশনে এক মহিলার চিৎকার শুনে ইভটিজার ধরেছেন আরপিএফ জওয়ানেরা। মেট্রো রেল সূত্রের খবর, ভিড়ে ঠাসা ট্রেনে প্রায়ই নানা ধরনের হয়রানির শিকার হতে হয় মহিলাদের। কখনও কটূক্তি বা কুপ্রস্তাব, কখনও বা শরীরে হাত দেওয়ার মতো ঘটনাও ঘটে। এর আগে এমন অভিযোগ মিললেও এতটা তৎপর হননি মেট্রোর কর্তারা। তা হলে এখন হঠাৎ তৎপরতা কেন, প্রশ্ন উঠেছে তা নিয়ে।
মেট্রোর একটি সূত্রের ব্যাখ্যা, সম্প্রতি দিল্লি-কাণ্ডের পরে কলকাতাতেও মহিলাদের সুরক্ষা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। চলন্ত মেট্রো এবং স্টেশনেও ইভটিজিং ও শ্লীলতাহানির ঘটনা ঘটছে। পুলিশ সূত্রের খবর, কয়েক সপ্তাহ আগে চলন্ত মেট্রোয় এক মহিলাকে কুপ্রস্তাব দিয়েছিল সল্টলেকের বাসিন্দা এক তরুণ। তাতেই থেমে থাকেনি সে। ওই মহিলা মহাত্মা গাঁধী রোড স্টেশনে নেমে গেলেও সে পিছু নেয়। মহিলার স্বামী বিষয়টির প্রতিবাদ করলে তাঁকে মারধরও করে ওই যুবক।
তা হলে এখন কি সেই ছবিটা কিছুটা বদলাবে?
মেট্রো-কর্তৃপক্ষ জানিয়েছেন, ট্রেনে এখন মোতায়েন থাকছে আরপিএফের মহিলা-বাহিনীর বিশেষ দল। প্রতিটি দলে এক জন মহিলা এএসআই-সহ দশ জন জওয়ান থাকবেন। গোটা ট্রেনের বিভিন্ন কামরায় ছড়িয়ে থাকবেন তাঁরা। শুধু তা-ই নয়, অভিযোগ জানাতে হেল্পলাইনও চালু করা হয়েছে। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, “৯০০৭০৪১৭৮৯ এবং ৯০০৭০৪১৯০৮ নম্বরে ফোন করে মহিলারা এ সংক্রান্ত অভিযোগ থাকলে জানাতে পারেন।”
কিন্তু মেট্রো স্টেশনে তো মোবাইলের টাওয়ার থাকে না, সে ক্ষেত্রে মহিলারা অভিযোগ জানাবেন কী করে, প্রশ্ন উঠছে তা নিয়ে।
এক মেট্রোকর্তার ব্যাখ্যা, অনেক স্টেশনেই এখন মোবাইলের টাওয়ার মিলছে। তা না-পেলে কর্তব্যরত জওয়ানকে জানানো যাবে। তা ছাড়া, সরাসরি অপরাধের শিকার না-হলেও এই ধরনের ঘটনা সম্পর্কে জানানো যাবে। পাশাপাশি, মেট্রোকর্তাদের দাবি, মহিলা জওয়ানেরা চলন্ত মেট্রোয় তৎপর থাকছেন। কোনও ঘটনা ঘটলে দুষ্কৃতী ধরা পড়বেই। প্রত্যুষবাবুর দাবি, “মেট্রোয় মহিলাদের নিরাপত্তা দিতে আমরা তৎপর। পুরুষ জওয়ানেরা নিরাপত্তা দিতে প্রতি স্টেশনেও নজরদারি চালান।”
নারী-নিরাপত্তার পাশাপাশি আয় বাড়াতেও নজরদারি চালাচ্ছে মেট্রো। বিনা টিকিট বা কম ভাড়া দিয়ে বেশি দূর যাওয়া আটকাতে বিশেষ দল নামানো হয়েছে। স্টেশন চত্বর নোংরা করলেও হাতেনাতে ধরছেন জওয়ানেরা। কর্তৃপক্ষ জানিয়েছেন, জানুয়ারির শেষ সপ্তাহে এমন নানা অভিযোগে ৮৯ জনকে পাকড়াও করা হয়েছে। সম্প্রতি স্টেশন চত্বর নোংরা করার জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। সূত্রের দাবি, এই অভিযান চালালে স্টেশন চত্বর যেমন সাফ থাকবে, তেমন আবার আয়ও বাড়বে মেট্রোর। প্রত্যুষবাবু বলেন, “মেট্রো এই শহরের গর্ব। তাকে পরিষ্কার রাখতে আমরা বদ্ধপরিকর।”
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.