বিনোদন অবশেষে ‘বিশ্বরূপম’ নিয়ে জট খুলল,
বাদ দেওয়া হবে সাতটি বিতর্কিত দৃশ্য

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ‘বিশ্বরূপম’-বির্তকের অবসান। শনিবার, সংখ্যালঘু নেতৃত্বের সঙ্গে পাঁচ ঘণ্টার বৈঠক শেষে পরিচালক কমলহাসন জানালেন, তাঁদের দাবি মেনে বাদ দেওয়া হবে ছবিটির সাতটি দৃশ্য। বাকি বিতর্কিত অংশের সংলাপ শোনানো হবে না।
গত কালের ত্রিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ না হওয়ায় সংখ্যালঘু নেতৃত্বের সঙ্গে এ দিন ফের বৈঠকে বসেন কমল। গত কালের মতোই এ দিনও দু’পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আর রাজাগোপাল।
সংবাদমাধ্যমের সামনে কমলহাসন। ছবি: পি টি আই
মুম্বইয়ে ‘বিশ্বরূপম’-এর প্রচার কাজ সেরে ইতিমধ্যেই চেন্নাইয়ে ফিরে এসেছেন কমল। সূত্রের খবর, তামিলনাড়ুতে ‘বিশ্বরূপম’-এর মুক্তি নিয়ে জয়ললিতার সাহায্যের আশ্বাসে আপাতত নিশ্চিন্ত কমল। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত ভাবে ধন্যবাদ জানাতে খুব শিগগির মুখ্যমন্ত্রীর বাসভবনেও যাবেন তিনি।
শুক্রবারই ‘বিশ্বরূপম’-এর মুক্তি প্রসঙ্গে বৈঠক করেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক জন নেতা, কমলহাসনের ভাই চন্দ্রহাসন এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিব। বৈঠক শেষে চন্দ্রহাসন সাংবাদিকদের জানান, সংখ্যালঘু নেতৃত্ব ‘বিশ্বরূপম’-বির্তক সংক্রান্ত বৈঠকে কমলের উপস্থিতি চাইছেন। চন্দ্র আরও জানান, সংখ্যালঘু নেতারা চান ছবিটির কিছু অংশ বাদ দেওয়া হোক। তবে কমলহাসনের অনুপস্থিতিতে কোনও পক্ষই কোনও সিদ্ধান্তে উপনীত হতে চাননি। শনিবারের বৈঠকেই ‘বিশ্বরূপম’-বিতর্কের ইতি ঘটবে বলে আশা রেখেছিলেন সকলেই। বৈঠকের শুরুতে কমল বলেছিলেন “আমার মনে হয় না ছবিটির কোনও অংশ বাদ দেওয়ার প্রয়োজন আছে। আমি আমার সংখ্যালঘু ভাইদের সঙ্গে এ বিষয়ে কথা বলব।” শনিবারের বৈঠক শেষে কমলের আশাভঙ্গ হলেও ‘বিশ্বরূপম’-বিতর্কের অবসান হল বলে ধরে নেওয়াই যায়।
ছবিটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে তৎপর মালয়েশিয়া সরকারও। সামনের সপ্তাহেই ‘বিশ্বরূপম’-এর পরিবেশকদের সঙ্গে বৈঠকে বসবেন সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁরা আশাবাদী যে, পরিবেশকদের সঙ্গে এই বৈঠকেই মিলবে সমাধান সূত্র। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন হুসেন এ দিন বলেন, “পরিবেশক সংস্থার মালিক আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা একটা সমাধান বের করবই।”

গুলাম আলির জলসা বন্ধ
স্থানীয় এক রাজনৈতিক দলের হুমকি মুখে বন্ধ হল পাকিস্তানি গজল গায়ক গুলাম আলির জলসা। প্রয়াত গায়ক জগজিৎ সিংহের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ ফেব্রুয়ারি তারিখে একটি জলসার আয়োজন করেছিল মুম্বইয়ের একটি বেসরকারি সংস্থা। সেই জলসাতেই গজল গাওয়ার কথা ছিল গুলাম আলির। কিন্তু রাজনৈতিক হুমকির মুখে জলসা বাতিল করেছে মুম্বইয়ের ওই সংস্থাটি।


তিন কন্যা
এক ফ্রেমে সত্যজিৎ রায়ের তিন নায়িকা। কলকাতা বইমেলায় এক
আলোচনা সভায় অর্পণা, মাধবী এবং শর্মিলা। শনিবার। —নিজস্ব চিত্র



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.