টুকরো খবর
এ বার টিভি-রেডিও ব্যবসা থেকে সরছে ফিলিপ্স
নিজেদের ‘অডিও-ভিডিও’ ব্যবসা পুরোপুরি বিক্রি করতে চলেছে ফিলিপ্স। এর ফলে এখন থেকে টিভি বা রেডিও, এমপিথ্রি-র মতো কোনও যন্ত্র তৈরি করবে না ডাচ সংস্থাটি। ১৫ কোটি ইউরোয় (১০৮০ কোটি টাকা) জাপানের ফুনাই ইলেকট্রিক-কে এই ব্যবসা বিক্রি করছে তারা। এর আগে গত বছরই টিভি ব্যবসা থেকে সরতে একটি যৌথ উদ্যোগ গড়ে ফিলিপ্স। তবে গত বছরের আর্থিক ফলাফলেও এই ব্যবসা থেকে লাভ হয় বলে জানিয়েছিল সংস্থা। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে ফিলিপ্স জোর দেবে গৃহস্থালির ভোগ্যপণ্য ও হেল্থ কেয়ার পণ্য তৈরির উপরেই। যার মধ্যে থাকবে টোস্টার, দাড়ি কামানোর যন্ত্র, জুস ও কফি তৈরির যন্ত্র ইত্যাদি। সংস্থার দাবি, এখন বেশির ভাগ ক্ষেত্রেই ইন্টারনেটের মাধ্যমেই গান শোনা বা ভিডিও গেম খেলার মতো কাজ করেন মানুষ। যার জেরে কমছে সংস্থার সিডি প্লেয়ার বা ডিভিডি-র বিক্রি। তাই এই সিদ্ধান্ত।

‘ইন্টিরিয়র’ মেলা
প্রদর্শনী: নেতাজি ইন্ডোরে শুরু হল অন্দরসজ্জার মেলা।
সূচনা করলেন পাওলি দাম। —নিজস্ব চিত্র
শহরে চলছে ছয় দিনব্যাপী ‘ইন্টিরিয়র’ মেলা। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে শুরু হওয়া এই মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ দিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পাওলি দাম। এ বছর মেলায় মোট ৮২টি স্টল থাকছে বলে আয়োজক সংস্থা সূত্রে জানা গিয়েছে।

মিত্তলের তেল ব্লক
নাইজেরিয়ার একটি তেল ব্লক ছাড়ল ওএনজিসি বিদেশ ও লক্ষ্মী মিত্তলের যৌথ উদ্যোগ ওএমইএল। হাতে থাকা দু’টি ব্লকেই খুব কম তেলের সন্ধান মেলে। অনুসারী শিল্পে ৬০০ কোটি ডলার লগ্নির প্রতিশ্রুতি রাখাও তাদের পক্ষে সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.