বঙ্গোপসাগরের জল ফুঁড়ে বেরলো ‘বিও৫’। ভারতে তৈরি পরমাণুক্ষম ডুবোজাহাজ ‘আইএনএস আরিহান্ট’
থেকে সফল উৎক্ষেপণ হল নতুন এই ক্ষেপণাস্ত্রটির। রবিবার দুপুর একটা চল্লিশ নাগাদ, বিশাখাপত্তনমের
উপকূলে প্রায় ৫০ মিটার গভীর জল থেকে উঠে আসে ক্ষেপণাস্ত্রটি। এই উৎক্ষেপণের পিছনে রয়েছে
ডিআরডিও-র (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) ১৫ বছরের প্রয়াস। ছবি: এএফপি