আজকের শিরোনাম
আজ দেশের ১২৬টি বিমানবন্দরে নির্বাচন
আজ সারা দেশের ১২৬টি বিমানবন্দরে শ্রমিক সংগঠনের নির্বাচন। ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সকাল ৭টা থেকে, চলবে সন্ধে ৭টা পর্যন্ত। আজ রাত ৯টার মধ্যে ফলাফল ঘোষণা হবে। তার পরই ঠিক হবে সারা দেশে বিমানবন্দরে কোন দল শ্রমিক সংগঠনের দায়িত্বে থাকবে। ২০০৮ সালে বামপন্থী সংগঠন বিপুল ভোটে জয়লাভ করেছিল। এ বারের নির্বাচনে তৃণমূল ও কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠন এক জোট হয়ে লড়ছে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরেও ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। অন্যান্য দিনের তুলনায় আজ বিমানবন্দর চত্বরের নিরাপত্তা বেশ খানিকটা বেশি। নির্বাচনের জন্য সেখানে মোতায়েন রয়েছে পুলিশবাহিনী, সিআইএসএফ এবং বিএসএফ জওয়ানরা। দমদম বিমানবন্দরে নির্বাচন ঘিরে অশান্তির আশঙ্কাতেই নিরাপত্তা বলয় এত জোরদার করা হয়েছে। এমনকী বৈধ বোর্ডিং পাশ ছাড়া যাত্রীদেরও বিমানবন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সারা দেশে বিমানবন্দরের মোট ভোটারের সংখ্যা প্রায় ৩৭ হাজার। যার মধ্যে দমদম বিমানবন্দরে রয়েছে প্রায় ২ হাজারের কাছাকাছি। ফলে দেশের সব বিমানবন্দর কোন শ্রমিক সংগঠন পরিচালনা করবে তা অনেকটাই নির্ভর করবে কলকাতার ভোটের উপর। আর এ নিয়ে ভোটারদের ভয় দেখানো বা প্রভাবিত করার অভিযোগ পাল্টা অভিযোগের পালা শুরু হয়েছে। বামপন্থী সংগঠনের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে যে, ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে বিরোধীরা।

তমলুকে লরি-জিপের সংঘর্ষে নিহত পুলিশকর্মী
৪১ নম্বর জাতীয় সড়কে টহল দেওয়ার সময় পুলিশ জিপ ও লরির মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন নামে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। আরও একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই লরি নিয়ে পালিয়ে যায় চালক ও খালাসি। তবে লরির নম্বরটি পুলিশের তরফ থেকে সমস্ত চেক পোস্টগুলিতে জানানো হয়েছে।

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অটোচালক
গত কাল রাতে এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির দায়ে একজন অটোচালককে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। বয়ানে ছাত্রীটি জানিয়েছে, রাতে বাড়ি ফেরার সময় অটোর সামনের আসনে চালকের পাশে বসেছিল সে। সে সময় চালক তার শ্লীলতাহানি করে। ঘটনার প্রতিবাদ করায় সে অটো নিয়ে পালাতে যায়, সে সময় পুলিশ গ্রেফতার করে তাকে। আজ অভিযুক্তকে আদালতে তোলা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.