টুকরো খবর
পুকুর ভরাটের অভিযোগ

চেনা দায়। —নিজস্ব চিত্র।
পুকুর ভরাটের অভিযোগ উঠলো এক প্রোমোটারের বিরুদ্ধে। বর্ধমান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বড়নীলপুর শালবাগানের মুদিপাড়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রবিবার সন্ধ্যা নাগাদ প্রায় এক বিঘে আয়তনের এই পুকুরটিতে প্রায় ২৫ ট্রাক বালি ফেলা হয়েছে। আর একদিন সময় পেলেই পুকুরটিকে প্রোমোটারেরা ভরাট করে ফেলবে এই আশঙ্কায় তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই অবশ্য ভরাটের কাজে জড়িতরা পালিয়ে যায়। বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় বলেন, “পরিস্থিতির দিকে নজর রাখছি। বাসিন্দাদের বলেছি, ঘটনাটি সম্পর্কে উপযুক্ত সরকারি বিভাগে অভিযোগ নথিভূক্ত করতে।” এলাকার লিটন সাহা, পল্লব ভট্টাচার্যদের অভিযোগ, “স্থানীয় এক প্রোমোটারের মদতে এই পুকুর ভরাটের কাজ চলছিল।” তাঁরা আরও বলেন, “এলাকায় সমস্ত বৃষ্টির জল এই পুকুরে পড়ে। মাছ চাষও হয়। আমরা এই কাজে জড়িত চার জনের বিরুদ্ধে জেলা মৎস্য দফতর, জেলাশাসক, বর্ধমান পুরসভা ও থানায় অভিযোগ দায়ের করেছি।” এলাকার তৃণমূল নেতা অনন্ত পালের দাবি, “পুকুর ভরাটের বিরুদ্ধে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করার পরেই প্রমোটারেরা পালিয়ে যায়। তাঁরা যতক্ষন না বালি সরিয়ে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে ততক্ষণ বাসিন্দাদের সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাব।” জেলা মৎস্য দফতরের সহ-আধিকারিক দেবাশিস পালুই বলেন, “তদন্ত শুরু করেছি। কোনও পুকুরই ভরাট করা বেআইনি। যারা করেছে তাদের পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে বলা হবে।” বর্ধমান পুরসভার চেয়ারম্যান আইনূল হক বলেন, “অভিযোগের তদন্ত করছি।”

হাতি তাড়ানোর দাবি, অবরোধ সোনামুখীতে

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে হুলাপার্টির দলনেতাকে। —নিজস্ব চিত্র।
গ্রামবাসীদের দাবি মেনে হাতির দলকে তাড়াতে গিয়ে জখম হলেন হুলাপার্টির দলনেতা। সোমবার এই ঘটনার পর আপাতত হাতি তাড়ানো অভিযান স্থগিত করেছে বন দফতর। অন্য দিকে, অবিলম্বে হাতিদের এলাকা-ছাড়া করার দাবিতে এ দিনও সোনামুখীর বেশিয়া গ্রামের কাছে বাঁকুড়া-বর্ধমান রাস্তায় প্রায় ৭ ঘণ্টা অবরোধ করেন ক্ষতিগ্রস্তরা। রবিবার রাতে পিয়ারবেড়ার তেকোনা গ্রামে ২৮টি বাড়ি ভেঙে তাণ্ডব চালায় হাতির পাল। খাটের তলায় ঢুকে দুই বাচ্চা ও স্ত্রীকে নিয়ে প্রাণে রক্ষা পান বলে দাবি করেছেন শৈলেন বাউরি। শেখ জামিরুদ্দিন জানান, বাড়ি বাড়ি তাণ্ডব চলেছে। এমন অভিযোগেই চলে অবরোধ। সোনামুখীর রেঞ্জ অফিসার মোহন শীট বলেন, “১১৫টি দলমার ও ২৫টি ময়ূরঝর্নার হাতি নিয়ে আমরা নাজেহাল। ভোর থেকে হাতি তাড়ানো অভিযান শুরু হয়। হঠাৎ হুলাপার্টির দলনেতা রামেশ্বর হেমব্রমকে তাড়া করে একটি হাতি আছাড় মারে। তাঁকে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। আপাতত অভিযান বন্ধ।” বাঁকুড়া-র (উত্তর) ডিএফও এস কুলন ডেইভাল বলেন, “ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সাহায্য করা হবে।”

বিরল কচ্ছপ উদ্ধার
পাঁচটি বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ বা অলিভ রিডলে উদ্ধার করল রামনগর থানার পুলিশ। রবিবার রামনগর থানার দেউলিবাংলো এলাকার একটি খাল থেকে এগুলি উদ্ধার করা হয়। রামনগর থানার ওসি বিশ্বজিৎ হালদার জানান, পাচারের উদ্দেশেই কচ্ছপগুলিকে খালে লুকিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ কচ্ছপগুলি উদ্ধার করে সমুদ্রে ছেড়ে দেয়। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

ফের গন্ডার নিধন কাজিরাঙায়
ছবি: উজ্জ্বল দেব
ফের একে ৪৭-এর গুলিতে গন্ডার মরল কাজিরাঙায়। গত কাল রাতে ঘটনাটি ঘটেছে। বনবিভাগ সূত্রে খবর, বুড়াপাহাড় রেঞ্জের বড়হোলা বন শিবিরের কাছে গত রাতে গুলির শব্দ শোনা যায়। আজ সকালে তল্লাশি চালিয়ে জঙ্গলের ভিতরে এই পুরুষ গন্ডারটির খড়্গহীন মৃতদেহ মেলে। ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলের চারটি কার্তুজ ও .৩০৩ বোরের কার্তুজ মিলেছে। মিলেছে একটি কুঠারও। এই নিয়ে, এই নতুন বছরের প্রথম ২৮ দিনের মধ্যেই রাজ্যে ৪টি গন্ডারের মৃত্যু হল।

আলোচনাচক্র
সাপ নিয়ে তিনদিনের আলোচনাচক্র ও নাটকের আয়োজন করেছিল চাকদহ বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা এবং অবক্ষয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.