ক্ষতির বোঝা, বদলাতে পারে
জয়পুর সাহিত্য উৎসবের ঠাঁই

চিরেই ঠিকানা পাল্টাতে পারে জয়পুর সাহিত্য উৎসব। “আমরা সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছি। সাহিত্য উৎসব অন্যত্র নিয়ে যাওয়া হতেও পারে। কয়েক মাসের মধ্যেই সিদ্ধান্ত নেব”, বললেন উৎসবের প্রযোজক ‘টিমওয়ার্ক ফিল্মস’-এর কর্ণধার সঞ্জয় রায়।
ডিগ্গি প্রাসাদের মালিক রামপ্রতাপ সিংহ অবশ্য উৎসব ধরে রাখতেই চান। “দরকারে আরও জায়গা দেব,” বলছেন তিনি। কিন্তু জয়পুরেই পড়ে থাকতে হবে? দরকারে জৈসলমের বা জোধপুরে যাওয়া যায় না? এই প্রশ্নও ভাবাচ্ছে ‘টিমওয়ার্ককে’।
কারণ উৎসব এ বার লোকসানে। উদ্যোক্তাদের বক্তব্য, গত বার মাত্র ৪০ লাখ টাকা লাভ হয়েছিল। এ বার ৫.৮ কোটি টাকা ব্যয়, স্পনসরদের থেকে খরচ উঠেছে মাত্র ৩.৯৭ কোটি। শেষ মুহূর্তে তিন স্পনসর নাম তুলে নেওয়াতেই ক্ষতি। “যখন ওঁরা নাম তুললেন, অন্যদের কাছে যাওয়ার সময় ছিল না,” বললেন অন্যতম উদ্যোক্তা উইলিয়াম ডালরিম্পল। তাই তো এ বার সারা বছর ধরে কমিশনের ভিত্তিতে স্পনসরশিপ আর বিজ্ঞাপন জোগাড়ের দায়িত্ব কাউকে দেওয়ার কথা ভাবছেন তাঁরা।
পাঁচ দিনে প্রায় দুই লক্ষ দর্শক। দেশ-বিদেশ মিলিয়ে ২৮৫ জন লেখক। সঙ্গে দলাই লামার মতো নোবেল শান্তি পুরস্কারজয়ী ‘সেলিব্রিটি’। ডালরিম্পলের দাবি, এই সাহিত্য উৎসবের ভাবনা থেকেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, সিঙ্গাপুর-সহ তামাম দক্ষিণ এশিয়ায় অন্তত তিরিশটি সাহিত্য উৎসব জন্মেছে। তবু শেষ মুহূর্তে নাম তুলছেন কেন স্পনসর?
প্রকাশনায় বিশ্বব্যাপী মন্দা। ই-বইয়ের চাহিদা বাড়ছে। সেই মন্দাই কি তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম সাহিত্য উৎসবে প্রভাব ফেলল?
“একেবারেই না,” বলছেন অমৃতা চৌধুরী। হার্ভার্ড বিজনেস স্কুলে অমৃতা গত বছর তাঁর তিন মাস্টারমশাই তরুণ খন্না, ডেনিস ইও এবং হিলারি গ্লিনের সঙ্গে ‘জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল: বিয়ন্ড দ্য টেমপ্লেট’ নামে একটি ‘কেস-স্টাডি’ করেছিলেন। সেই সমীক্ষা এখন হার্ভার্ডে পড়ানো হয়। সেখানেই প্রথম বলা হয়েছিল, জয়পুর সাহিত্য উৎসবের ‘ব্র্যান্ড-আইডেন্টিটি’ এখন এক সন্ধিক্ষণে। উদ্যোক্তাদের নতুন করে চিন্তাভাবনার সময় এসেছে। “প্রকাশনা-ব্যবসার সঙ্গে সাহিত্য উৎসবের সম্পর্ক নেই। সারা পৃথিবীতেই উৎসবের বাজার এখন খারাপ। জামাইকায় দশ বছর হইহই করে চলার পর ‘কালাবাশ’ উৎসব বন্ধ হয়ে গিয়েছে স্পনসরের অভাবে,” প্রথমেই পরিষ্কার করে দিলেন অমৃতা।
অমৃতাদের সমীক্ষা জানাচ্ছে, জয়পুরের শক্তিমত্তার লৌহবাসরেই ছিল কালনাগিনীর ছিদ্র। প্রতিটি উৎসবের নিজস্ব ‘টেমপ্লেট’ বা ছাঁচ থাকে। কিন্তু জয়পুর সাহিত্য উৎসব চিরাচরিত লেখক-পাঠক সংযোগের ছাঁচে নিজেকে বন্দি রাখেনি। ব্রিটেনে হে ও এডিনবার্গের মতো বিশ্বখ্যাত সাহিত্য উৎসবেও প্রবেশমূল্য দিতে হয়। জয়পুরে প্রথম থেকেই সেটা নেই। সরকারি ভর্তুকিও নেয় না ওরা।” বলছেন অমৃতা।
টিকিট কলকাতা বইমেলাতেও নেই! আর এখানেই আসে ‘ব্র্যান্ড’-এর কথা। কলকাতা বইমেলার ‘ব্র্যান্ড আইডেন্টিটি’ হল ভিড়। আর জয়পুর সাহিত্য উৎসব মানে কখনও সলমন রুশদি, কখনও বা আশিস নন্দীকে নিয়ে বিতর্ক। এ বারেও মহাশ্বেতা দেবী, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, শোভা দে-র অধিবেশনে সবচেয়ে বেশি প্রশ্ন উঠল দিল্লি ধর্ষণ নিয়ে। “যে কোনও বিষয় নিয়ে আলোচনা করা যায়, সরাসরি প্রশ্ন তোলা যায়। জয়পুর নিছক সাহিত্য উৎসব নয়। সেটাই ‘ব্র্যান্ড আইডেন্টিটি’, সেই কারণেই এত সফল,” বললেন তরুণ খন্না। অর্থাৎ জয়পুর সাহিত্য উৎসবের ‘ব্র্যান্ড আইডেন্টিটি’তে ‘গণতান্ত্রিক অধিকার’ আছে। কিন্তু ‘গোলাপি শহর’ নেই। রাজস্থানে জানুয়ারিতে অনেক বিদেশি পর্যটক আসেন। তা হলে জয়পুর ছেড়ে অন্য শহরে গেলে ক্ষতি কী? স্পনসরও হয়তো নতুন চিন্তা করবেন। এ রকমই ভাবছেন ডালরিম্পলরা। উৎসবের টাইটেল স্পনসর ‘ডিএসসি’ সংস্থার চেয়ারম্যান সুনীলা নারুলার বক্তব্য, “যত দিন ‘এন্ট্রি ফি’ ছাড়া লোকের ঢোকার অধিকার থাকবে, তত দিন উৎসব স্পনসর করব।” অর্থাৎ সবাইকে সঙ্গে নিয়ে চলার ‘অল ইনক্লুসিভ’, ‘ইগালেটেরিয়ান ব্র্যান্ড-ইকুইটি’ই তাঁর কাছে প্রধান।
“এই যে পণ্যের গুণমান ছাড়িয়ে ব্র্যান্ডের অন্য পরিচিতি, এটাই মাঝে মাঝে সর্বনাশ ঘটায়”, অক্সফোর্ডে বিজনেস স্কুলের শিক্ষক ও ‘জাপানিজ ওয়াইফ’-এর লেখক কুণাল বসু এটাই বলছিলেন। “গোড়ায় কোকাকোলার পরিচিতি ছিল ‘হ্যাং ওভার’ কাটানোর পানীয় হিসেবে। যত দিন গিয়েছে, কোকের ‘ব্র্যান্ড-আইডেন্টিটি’ বদলেছে। মার্কিন জীবনযাত্রা ও কোক সমর্থক হয়ে উঠেছে। ইরাক-ইরান-আফগানিস্তান যেখানেই আমেরিকার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ক্ষোভের আগুন প্রথমে এসে লেগেছে কোকের গায়ে। জয়পুর নিয়ে ক্ষোভ নেই ঠিকই। কিন্তু স্পনসর আজকাল সরাসরি রিটার্ন চান,” বললেন কুণাল। কেস-স্টাডির লেখকেরা কী ভাবছেন? “কেস স্টাডি কখনও পথ দেখায় না। আমরা বলেছিলাম জয়পুর সাহিত্য উৎসবের ‘ব্র্যান্ড’ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মোড় কী ভাবে ঘুরবে, তা উদ্যোক্তাদেরই ভাবতে হবে,” হাসলেন অমৃতা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.