টুকরো খবর
সোমেন-পত্নীর মানহানির মামলায় সমন পার্থকে
মানহানির একটি মামলায় তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল ব্যাঙ্কশাল আদালত। মামলাটি দায়ের করেছেন তৃণমূলেরই বিধায়ক শিখা মিত্র। সোমবার ব্যাঙ্কশাল আদালতের চতুর্দশ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়প্রকাশ রায় ওই সমন জারি করেন। বিচারক আগামী ৯ এপ্রিল পার্থবাবুকে তাঁর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মানহানির মামলায় এ দিন আদালতে সাক্ষ্য দেন তৃণমূল সাংসদ সোমেন মিত্রের স্ত্রী শিখাদেবী এবং অন্য এক সাক্ষী। শিখাদেবীর আইনজীবী সুশান্ত দত্ত জানান, গত জুলাইয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁর মক্কেল সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছিলেন, যাতে তাঁর সম্মানহানি হয়। শিখাদেবীও এ কথা বিচারককে জানিয়েছেন। তৃণমূলের ওই মহিলা বিধায়ক জানিয়েছেন, কেন তিনি মানহানির মামলা দায়ের করেছেন, এ দিন বিচারক তাঁর কাছে তা জানতে চেয়েছিলেন। শিখাদেবী বলেন, “আমি আগে বলেছিলাম, মুখ্যমন্ত্রী থাকাকালীন বিধানচন্দ্র রায় কোনও দিনই ‘টাকা নেই, টাকা নেই’ বলে মন্তব্য করেননি। কী ভাবে কাজ করতে হয়, সেটা উনি দেখিয়ে দিয়েছিলেন। আমার সেই উক্তির পরে পার্থবাবু এমন কিছু মন্তব্য করেন, যাতে আমার সামাজিক সম্মানহানি হয়।” জুলাইয়ে একটি বাংলা দৈনিকে শিখাদেবীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তাতে তাঁকে উদ্দেশ করে পার্থবাবুর কয়েকটি মন্তব্য ছাপা হয়। এই পরিপ্রেক্ষিতে মানহানির মামলা দায়ের করেন শিখাদেবী। তাঁর বক্তব্য ছিল, ওই সব মন্তব্যে তাঁর বিরুদ্ধে কুৎসা করা হয়েছে। পার্থবাবু বলেন, “দলই যা বলার বলবে।”

ফৌজি অস্ত্রের প্রদর্শনী ময়দানে
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য যে-সব অস্ত্র এবং অন্যান্য সমর-সরঞ্জাম কলকাতায় আনা হয়েছে, তা আলাদা ভাবে জনসাধারণকে দেখাতে চায় সেনাবাহিনী। ২-৩ ফেব্রুয়ারি ময়দানে সেনাবাহিনীর পোলো মাঠে ওই সরঞ্জাম প্রদশর্নীর জন্য রাখা থাকবে। সেনাবাহিনীর বেঙ্গল এরিয়ার প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ কে চৌধুরী সোমবার জানান, ওই সরঞ্জামের মধ্যে ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক অস্ত্রের সঙ্গে সঙ্গে মাইন-নিরোধক গাড়িও থাকছে। তাঁর কথায়, “মিলিটারি টাট্টু বা বিশেষ ফৌজি কসরতের প্রদর্শনী হবে ৩ তারিখে। সেখানে জওয়ানেরা হেলিকপ্টার থেকে প্যারাশু্যটের সাহায্যে নামবেন। যুদ্ধক্ষেত্রে লুকিয়ে থাকার জন্য কী করে পরিখা খোঁড়া হয়, হেলিকপ্টার থেকে সন্ত্রাসবাদীদের সঙ্গে কী ভাবে যুদ্ধ চালানো হয় দেখানো হবে তা-ও।” ওই ফৌজি কর্তা জানান, সেনাবাহিনীতে যোগ দিতে যুব সম্প্রদায় যাতে আরও বেশি করে উদ্বুদ্ধ হয়, সেই জন্যই এই অস্ত্র ও রণকৌশল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

খাদিম কাণ্ডে রিকশাচালকের সাক্ষ্য
ট্যাক্সিচালকের পরে খাদিম-কর্তা অপহরণ মামলায় সাক্ষ্য দিলেন এক রিকশাওয়ালা। এই মামলার দ্বিতীয় পর্যায়ের বিচারে রাজেন্দ্রপ্রসাদ মণ্ডল নামে ওই রিকশাচালক সোমবার আদালতে জানান, ২০০১ সালে শ্রাবণের এক দুপুরে অর্জুননগরে রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। তখনই বাঁ হাতে ব্যান্ডেজ বাঁধা, লম্বা ও ফর্সা একটি লোককে পায়জামা-পাঞ্জাবি পরা অবস্থায় নীল মারুতি গাড়ি থেকে নামতে দেখেন। বিচারক কাজী সফিউর রহমানের এজলাসে সরকারি আইনজীবী নবকুমার ঘোষের প্রশ্নের উত্তরে সাক্ষী বলেন, তিনি তাঁকে নিয়ে যাবেন কি না, লোকটি তা জানতে চান। তাঁকে নিজের রিকশায় নাগেরবাজারের কাজীপাড়ায় পৌঁছে দিয়ে রাজেনবাবু জানতে পারেন লোকটি খাদিম সংস্থার মালিক। ওখানে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সির চালকের কাছ থেকে ১০ টাকা নিয়ে লোকটি রিকশার ভাড়া মিটিয়ে দিয়ে ট্যাক্সিতে ওঠেন।

বইমেলায় সুনীল-স্মরণ
বইমেলা উপলক্ষে ‘বইয়ের জন্য হাঁটা’র সূচনা করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। বইমেলার দুঃসময়ে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পাশে থেকেছেন তিনি। সোমবার মেলাপ্রাঙ্গণে তাঁর স্মরণানুষ্ঠানে এ ভাবেই স্মৃতিচারণা করলেন গিল্ড-সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। স্মৃতিচারণা করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শুভাপ্রসন্ন ও বাংলাদেশের কবি বেলাল চৌধুরী। এ দিন মেলায় সুনীল কর্নারের উদ্বোধন হয়। সেখানে গিল্ডের তরফে সাজানো হয় কবি-সাহিত্যিকের পারিবারিক ও সাহিত্য-জীবনের ছবি। রবিবারের বইমেলা ছিল ছুটির মেজাজে। এ দিনের মেলা প্রাঙ্গণ ছিল প্রায় ফাঁকা।

অভিযুক্ত বিধায়ক
এক রাজমিস্ত্রিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। সোমবার, কাশীপুরে। পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা ও শ্রীরামপুরের ওই বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের হয়েছে। পাল্টা অভিযোগ জানান সুদীপ্তবাবুও। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের অভিযোগই নথিভুক্ত করা হয়েছে।

প্যাকিং বাক্স ঘিরে বোমাতঙ্ক
পিসবোর্ডের প্যাকিং বাক্স পড়েছিল ট্রলির উপরে। সোমবার, কলকাতা বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে। বিমানবন্দর সূত্রে খবর, বাক্সটি দেখে সন্দেহ হওয়ায় বোমা বিশারদদের এনে বাক্স পরীক্ষা করা হয়। মেলে টবে ছোট একটি গাছ।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.