টুকরো খবর
বরাকরে লাইনে ফাটল, ব্যাহত ট্রেন চলাচল
ডাউন লাইনে ফাটল। —নিজস্ব চিত্র।
রেললাইনে ফাটল দেখা দেওয়ায় প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হল পূর্ব রেলের আসানসোল ডিভিশনে। এর ফলে বিভিন্ন স্টেশনে তিনটি এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন আটকে পড়ে।আসানসোল ডিভিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বনাথ মুর্মু জানান, সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ বরাকর স্টেশন লাগোয়া পূর্ব কেবিনের কাছে ডাউন লাইনে প্রায় ছ’ইঞ্চি ফাটল দেখা দেয়। লাইনে কর্মরত গ্যাংম্যানেরা এই ফাটল দেখতে পেয়ে স্টেশন কর্তৃপক্ষকে খবর দেন। ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বরাকর স্টেশনে হাওড়াগামী শিপ্রা এক্সপ্রেস ও গোমো বর্ধমান লোকাল, মগমা স্টেশনে ডাউন কালকা মেল ও কালুবাথান স্টেশনে ডাউন দুন এক্সপ্রেস আটকে পড়ে। লাইন মেরামতির পরে সকাল ১১টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়। রেলের তরফে জানানো হয়, ঠান্ডা-গরমের জেরে লাইনের সংকোচন-প্রসারণে এই ফাটল দেখা দিয়েছিল।

কংগ্রেসের বিক্ষোভ
একাধিক দাবিতে ব্লক অফিসে অন্ডাল ব্লক কংগ্রেস কমিটির তরফে বিক্ষোভ দেখালেন কংগ্রেস সমর্থকেরা। বিডিও অনিন্দিতা দে’র হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়। ব্লক কমিটির সাধারণ সম্পাদক রবীন মিত্র জানান, একশো দিনের কাজ-সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পগুলির বন্ধ কাজ অবিলম্বে চালু করতে হবে। বিপিএল কার্ড সংশোধন করে প্রকৃত উপভোক্তাদের নাম তুলতে হবে। দীর্ঘদিন রেশন কার্ডে নাম নথিভুক্তকরণ বন্ধ থাকার জেরে অনেকেই গণবণ্টন ব্যবস্থার সুযোগ নিতে পারছেন না। বিডিও জানান, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি দাবিপত্রটি পাঠিয়ে দেবেন।

ছিনতাইয়ে ধৃত
বন্দুক দেখিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে রবিবার রাতে দুই দুষ্কৃতীকে ধরল জামুড়িয়া পুলিশ। ধৃতদের নাম শেখ আবুবকর ও শেখ মঙ্গল। পুলিশ জানিয়েছে, ৭ জানুয়ারি বিকেলে জামুড়িয়ার যাদুগোড়া এলাকায় রেলের একটি লেভেল ক্রসিংয়ে এক ব্যক্তির কাছ থেকে কয়েক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় তারা জড়িত।

নির্যাতন, ধৃত
দু’টি পৃথক বধূ নির্যাতনের অভিযোগে তিনজনকে সোমবার গ্রেফতার করল কুলটি পুলিশ। কুলটির সীতারমাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় নবকুমার ঘোষ নামের এক ব্যক্তিকে। অপর একটি মামলায় এক গৃহবধূর স্বামী ও দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম স্বামী মন্টু মাজি ও দেওর রাজা মাজি। তিন জনের বিরুদ্ধেই মারধরের অভিযোগ ছিল।

সহবাস, ধৃত
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকার সঙ্গে দিনের পর দিন সহবাস করার অভিযোগে এক ব্যক্তিকে ধরল জামুড়িয়া পুলিশ। তার নাম বিনোদ বাউড়ি। তিনি মদনপুরের বাউড়িপাড়ার বাসিন্দা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.