ত্রিপুরার গণ্ডাছড়া
শ্লীলতাহানির অভিযোগ উঠল এসডিও, এসডিপিও-র বিরুদ্ধে
রাজ্যের এক রিটার্নিং অফিসার এবং এক পুলিশ অফিসারের বিরুদ্ধে কয়েক জন উপজাতি মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাস্থল ত্রিপুরার একটি প্রত্যন্ত এলাকা, গণ্ডাছড়া।
আসন্ন নির্বাচন উপলক্ষ্যে রাজ্যের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে কারণে পুলিশের টহলদারি আরও জোরদার হয়েছে ত্রিপুরার গ্রাম, শহর-সহ প্রত্যন্ত পাহাড়ি এলাকাতেও। পুলিশের মতে, এলাকাটি শহর থেকে প্রায় দু’শো কিলোমিটার দূরে, সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় মাঝেমধ্যে জঙ্গিদের আনাগোনাও হয় এ পথ ধরেই। ফলে ‘নিরাপত্তা’-র বিষয়টিতে পুলিশকে একটু বেশি ‘সজাগ’ থাকতে হয় এ ধরনের জঙ্গি-উপদ্রুত এলাকায়। ধলাই জেলার এসপি এল ডার্লং জানান, সে দিনও গণ্ডাছড়ায় টহলদারি চালাচ্ছিল রাজ্য পুলিশের একটি ‘ফ্লাইং স্কোয়াড’। ‘ফ্লাইং স্কোয়াড’-এ ছিল এসডিপিও রণধীর দেববর্মা। নেতৃত্বে ছিলেন গণ্ডাছড়ার মহকুমা শাসক তথা ত্রিপুরা বিধানসভা নির্বাচনের এক রিটার্নিং অফিসার, সন্দীপ মহান্ত। জেলা পুলিশ প্রধান ডার্লং বলেন, ‘‘শুনেছি, কিছু ভুলত্রুটি ওরা করে ফেলেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’
অভিযোগ, রবিবার রাতে গাড়ি করে স্থানীয় কিছু পুরুষ-মহিলা বাড়ি ফিরছিলেন। রাতের অন্ধকারে গণ্ডাছড়ার কালাঝারি পাহাড়ে পথ আটকায় টহলদারি পুলিশ বাহিনি। কর্তব্যরত পুলিশবাহিনির কয়েকজন মত্ত অবস্থায় ছিল। তল্লাশির নামে রণধীর দেববর্মা এবং সন্দীপ মহান্ত বেশ কয়েক জন মহিলা যাত্রীর সঙ্গে ‘অশোভন’ আচরণ করে বলে অভিযোগ। তা ছাড়া, তল্লাশির সময়ে কোনও মহিলা পুলিশ না থাকায় ঘটনায় প্রাথমিক ভাবে ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়েন গাড়ির যাত্রীরা। কিছুক্ষণ তাঁরা চুপচাপ থাকলেও পরে প্রতিবাদ করেন। প্রতিবাদের সম্মুখীন হয়ে ‘ফ্লাইং স্কোয়াড’-এর ওই দুই অফিসার যাত্রীদের আরও হেনস্থা করার হুমকি দেন বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়ির অধিকাংশ যাত্রীই এলাকায় শাসক দলের কর্মী-সমর্থক বলে পরিচিত। সিপিএম সূত্রের খবর, এই ঘটনার প্রেক্ষিতে সিপিএমের স্থানীয় নেতা ললিত মোহন ত্রিপুরা রাজ্য নির্বাচনী দফতরে ‘ফ্লাইং স্কোয়াডের’ ওই দুই অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁর অভিযোগ, গণ্ডাছড়ার রিটার্নিং অফিসার এবং এসডিপিও গাড়ির বেশ কয়েক জন উপজাতি মহিলা যাত্রীর শ্লীলতাহানি করেছেন। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের এক নেতার কথায়, ‘‘শাসক দলের পুলিশ যদি শাসক দলের কর্মী-সমর্থকদেরই শ্লীলতাহানি করে, তবে রাজ্যের পুলিশের হাতে সাধারণ মানুষের নিরাপত্তা তো চূড়ান্ত বিপন্ন।’’ প্রসঙ্গত, আসন্ন নির্বাচনের কারণে রাজ্যজুড়ে নিরপত্তাকর্মীদের উপস্থিতিও বেড়ে গিয়েছে।
এ দিকে, গণ্ডাছড়ার ঘটনায় প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে। রাজ্য নির্বাচন দফতর ধলাইয়ের জেলাশাসক অভিষেক সিংহকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। আগরতলায় রাজ্য নির্বাচন দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি দিল্লিতে নির্বাচন সদনেও জানানো হয়েছে।
পরিস্থিতি পর্যালোচনা করে ঘটনার দ্রুত তদন্ত করে রিপোর্ট চেয়েছে কমিশন। ত্রিপুরায় নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার মুখেই এই ধরণের ঘটনায় অস্বস্তিতে প্রশাসনও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.