বিনোদন টুকরো খবর

যন্ত্র আর রাগসঙ্গীতের যুগলবন্দি উত্তরপাড়ায়
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে সম্প্রতি দু’দিন ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল উত্তরপাড়া শিল্পী সঙ্ঘের উদ্যোগে। উত্তরপাড়া গণভবনে ওই অনুষ্ঠান হয়। শ্রোতাদের সাড়া ছিল রীতিমতো চোখে পড়ার মত। অনুষ্ঠানে প্রারম্ভিক পর্বে বিশিষ্ট বাঁশিবাদক রণ মজুমদার তাঁর সুরে শ্রোতাদের আবিষ্ট করে রাখেন। তাঁর সঙ্গে তবলা সঙ্গতে ছিলেন প্রদ্যুৎ মুখোপাধ্যায়। দুই শিল্পীর যুগলবন্দি এক অন্যমাত্রায় পৌঁছে দেয় উপস্থাপনাকে। যে অভিজ্ঞতা সচারচর শ্রোতাদের অধরা থাকে। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে ছিলেন মোহনবীণায় বিশ্বমোহন ভাট। তবলায় সঙ্গত করেন কুমার বসু। তাঁদের প্রায় দু’ঘন্টার অনুষ্ঠান মন্ত্রমুগ্ধ করে রাখে শ্রোতাদের। বিশ্বমোহনবাবু এবং কুমারবাবুর বোঝাপড়া ছিল দেখার মতো। রাগসঙ্গীতে এক অন্যন্য অভিজ্ঞতার মুখোমুখি হন শ্রোতারা। দ্বিতীয় দিন এক অন্য মাত্রায় শ্রোতাদের কাছে ধরা দেন নজরুল। ‘রাগে-রঙে রবীন্দ্র-নজরুল’ শিরোনামে অনুষ্ঠান পরিবেশন করেন সরোদ শিল্পী দেবজ্যোতি বসু এবং মনোময় ভট্টাচার্য। ভাবনা এবং উপস্থাপনায় শ্রোতাদের ভাল লাগে এই অনুষ্ঠান। এর পরে শুভমিতার গান মন মাতিয়ে দেয় শ্রোতাদের। উদ্যোক্তা সংস্থার পক্ষে অনাথ চট্টোপাধ্যায় বলেন, “টিকিট বিক্রি বাবাদ প্রাপ্য অর্থ থেকে হরিহর চট্টোপাধ্যায় স্মৃতি পলি ক্লিনিকের ব্যবস্থাপনায় দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করা হয়। স্বাস্থ্যপরীক্ষা, রামকৃষ্ণ মঠ ও মিশনের মাধ্যমে আমরা অর্থপ্রদান-সহ নানা সেবামূলক কাজ নিময়িত করে আমাদের সংস্থা।”

ছবির মেলা চলবে
তাঁর আঁকা ২২৯টি ছবি নিয়ে টাউন হলে ১৫ দিনের প্রদর্শনী শেষ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। আরও সাত দিন মেয়াদ বাড়িয়ে তা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। শিল্পী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদর্শনী সূচনার দিন ও মাঝে আরও এক দিন ঘুরে আসেন। তিনি জানিয়েছেন, ১-৩ লক্ষ টাকা দামের ছবি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে, তা তাঁর দলের পঞ্চায়েত ভোটের খরচ তুলতে ব্যবহৃত হবে। প্রদর্শনীর মেয়াদ বাড়ায় ছবি দেখার ও বিক্রির সুযোগ যে বাড়ল সে বিষয়ে নিশ্চিত আয়োজকেরা।

মৃত্যু অভিনেত্রীর
মারা গেলেন ভিডিও জকি ও অভিনেত্রী সোফিয়া হক। বয়স হয়েছিল ৪১ বছর। বহু দিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। ১৯৯০-এর দশকে এক গানের চ্যানেলের দৌলতে তাঁর মুখ প্রথম চেনেন দর্শকরা। ক্যাডবেরির বিজ্ঞাপনে দেখা গিয়েছিল, এক উচ্ছ্বল তরুণী নাচতে নাচতে মাঠের মধ্যে ঢুকে পড়ছে। এখনও সোফিয়ার সেই বিজ্ঞাপনে প্রতিদিন ‘লাইক’ করেন কত শত মানুষ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.