মোহনবাগানের নির্বাসন
বদলে গেল জরিমানায়
|
|
রতন চক্রবর্তী, নয়াদিল্লি: বত্রিশ বছরের বন্ধুত্ব মুছে দিল সব নিয়ম-কানুন!
মোহনবাগানের ১২৪ বছরের ইতিহাসে নজিরবিহীন নির্বাসন উঠে গেল মঙ্গলবার। ভারতীয় ফুটবল ইতিহাসে নতুন নজির তৈরি করে।
ডার্বি ম্যাচে দল তুলে নেওয়ার জন্য আড়াই বছরের শাস্তি তো উঠলই। বাগান কর্তারা একান্তে বারবার দাবি করা সত্ত্বেও নির্বাসন পুরোপুরি উঠে যাওয়ার যে সম্ভাবনাকে সোমবার রাত পর্যন্ত অবাস্তব বলে মনে হচ্ছিল, পনেরো ঘণ্টা পরে তা-ও অবিশ্বাস্য ভাবে বাস্তব। |
|
টোলগে বললেন,
কীসের অবনমন
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বহু কাঠখড় পুড়িয়ে ফের আই লিগের দুনিয়ায়। কিন্তু স্বস্তির দিনেও গঙ্গাপারের ক্লাবে নতুন প্রশ্ন উঠছে, আই লিগে ফেরা গেলেও অবনমন বাঁচবে তো?
এবং বাঁচা মোটামুটি নিশ্চিত।
লিগ টেবিলের সবচেয়ে নীচে থাকা দুই দল ভাইচুং ভুটিয়ার ইউনাইটেড সিকিম ১৫ ম্যাচে ১০ পয়েন্ট। সালগাওকর ১৪ ম্যাচে ১০। মোহনবাগানের হাতে সেখানে ১৬ ম্যাচ। অঙ্কের হিসেবে পাওয়া যেতে পারে ৪৮ পয়েন্টও। তবে বাস্তবে অতটা না হলেও, ২৫-৩০ আশা করাই যাই। আর সেটা হলেই অবনমনের কাঁটাতার টপকানো যাবে।
বাগানের কোচ থেকে ফুটবলার সবাই মোটামুটি এই থিওরিতে আত্মবিশ্বাসী। |
|
আমাদের কলঙ্কটা তো থেকেই গেল |
সুব্রত ভট্টাচার্য: আনন্দ না দুঃখ, ঠিক কোন অভিব্যক্তি দিয়ে লেখাটা শুরু করা উচিত বুঝতে পারছি না।
বিশ্বাস করুন, মোহনবাগান নির্বাসিত হওয়ার দিন থেকে আজ পর্যন্ত এক রাতও ঠিক করে ঘুমোতে পারিনি। দীর্ঘ চল্লিশ বছর ধরে ক্লাবের সঙ্গে আমি জড়িয়ে। ক্লাবের কলঙ্ক নিয়ে সমাজের নানা জায়গায় আমাকেও কথা শুনতে হয়েছে, জবাবদিহি করতে হয়েছে। |
|
|
যাক আমরা
দ্বিতীয় ডিভিশনে নামছি না |
|
|
ইস্টবেঙ্গল কর্তা বললেন,
টেবলের তলা দিয়ে লেনদেন |
|
আবেগের বিস্ফোরণ বাগানে |
|
রাখে ধোনি
মারে কে,
সিরিজ এখন ১-১ |
|
|
টুকরো খবর |
|
|