আজকের শিরোনাম
গ্রেফতার ওমপ্রকাশ চৌতালা
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে আজ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা ও তাঁর ছেলে বর্তমান বিধায়ক অজয় চৌতালাকে দোষী সাব্যস্ত করল সিবিআই আদালত। গ্রেফতার করা হয় তাঁর আরও ৫৩ জন সহযোগীকে। এর আগে ২০০০-এ শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চৌতালাকে গ্রেফতার করে পুলিশ। ২০০৮-এর ৬ জুন চৌতালা ও দুর্নীতিতে অভিযুক্ত অন্যান্যদের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। ২২ জানুয়ারি অভিযুক্তদের সাজা ঘোষণা করবে দিল্লি আদালত।

খড়দহে ভয়াবহ ডাকাতি
খড়দহে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ভোর রাতে বাড়িতে হানা দেয় ৯জনের সশস্ত্র ডাকাত দল। দরজা ভেঙে অবাধে লুটপাঠ চালিয়ে চম্পট দেয় তারা। প্রায় ৩ লক্ষাধিক টাকার জিনিসপত্র খোয়া গেছে বলে জানা গিয়েছে। শুধু লুটপাঠই নয় বাড়ির লোকজনকে রীতিমত খুনের হুমকিও দিয়েছে ডাকাতদল। ডাকাতিতে বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় বাড়ির দু’জন মহিলাকে। গুরুতর আহত অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। খোদ অর্থমন্ত্রীর এলাকায় এই ধরণের ঘটনা ঘটায় পুলিশি গাফিলতির অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হাওড়া স্টেশনে অস্ত্র উদ্ধার
আজ হাওড়া স্টেশন থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করল আরপিএফ ও জিআরপি। জামালপুর এক্সপ্রেসে অস্ত্রগুলি আনা হচ্ছিল বলে জানালেন জিআরপিএফের দু’জন কনস্টেবল। সন্দেহভাজন এক যাত্রীকে ধাওয়া করে আরপিএফ ও জিআরপি। ১ নম্বর প্ল্যাটফর্মে ব্যাগ ফেলে পালায় যুবকটি। ব্যাগ থেকে উদ্ধার হয় ১৭টি ওয়ান শার্টার ও কয়েক রাউন্ড কার্তুজ। মুঙ্গের থেকে এই আগ্নেয়াস্ত্র আনা হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। অস্ত্রপাচারকারীদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.