টুকরো খবর
দুর্নীতির নালিশ, তদন্তের দাবি
তিস্তা সেচ প্রকল্পের দুর্নীতির অভিযোগগুলির উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে ফের সরব হল স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। মঙ্গলবার শিলিগুড়িতে সংগঠনের দার্জিলিং জেলার কনভেনশন হয়েছে। সেখানে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ছাড়াও সংগঠনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী উপস্থিত ছিলেন। মনোজবাবু জানান, দীর্ঘদিন ধরে চলে আসে এই প্রকল্পে কোটি টাকার দুর্নীতি হয়েছে। একসময় তদন্তে ইঞ্জিনিয়ার, অফিসার, ঠিকাদারদের যোগসাজশ সামনে আসে। কিন্তু তার পরেও বিভিন্ন সময়ে নানা এলাকায় দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে খবর আসছে। কনভেনশনে ঠিক হয়েছে, সেচমন্ত্রীর কাছে আমরা উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানাব। পাশাপাশি, রাজ্যে সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা নিয়ে স্থায়ী আদেশনামা, অনিয়মিত কর্মীদের স্থায়ীকরণ, সবর্স্তরে বোনাস এবং সুষ্টু বদলি নীতির দাবি কনভেনশন থেকে উঠে এসেছে। সেই সঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনে বাম মনোভাবাপন্ন সরকারি কর্মীদের সংগঠনের কাজকর্ম সম্পর্কে সংগঠনদের সদস্যদের সজাগ থাকতে বলা হয়েছে।

ফ্ল্যাটের বিবাদে হস্তক্ষেপ মন্ত্রীর
একটি অ্যাপার্টমেন্টের আবাসিকদের মধ্যে গণ্ডগোলের জেরে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিলিগুড়ির পুলিশ কলেজপাড়া এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করে। অভিযোগ উঠেছে, ওই ঘটনায় দুটি মামলা হলেও একটির ক্ষেত্রেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, কলেজপাড়ার ওই অ্যপার্টমেন্টে শনিবার রাতে আবাসিক ছবি ভট্টাচার্যের সঙ্গে সুব্রত হাইট ও অন্য তিনটি পরিবারের গণ্ডগোল হয়। বিষয়টি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব পর্যন্ত গড়ায়। তিনি বিষয়টি নিয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পুলিশ দু’জনকে গ্রেফতার করে। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার বলেন, “ওই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।” ছবিদেবীর অভিযোগ, বেশি রাতে অ্যাপার্টমেন্টের সামনে মিটিংয়ের নামে চিৎকার হচ্ছিল। তা নিয়ে প্রতিবাদ করতে গেলে তাঁদের উপরে হামলা হয়। সুব্রতবাবুদের পক্ষ থেকে থানায় পাল্টা অভিযোগ করা হয়েছে, তাঁরা একটি আলোচনায় বসেছিলেন। সে সময় তাঁদের উপরে হামলা হয়। মহিলাদের মারধর করা হয়। সুব্রতবাবু নির্মাণ বিভাগের শিলিগুড়ির এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার। তিনি বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি।

অবরোধ, বিক্ষোভ
কম্পিউটার বিকল বলে পর্ষদ কর্মীরা বিল জমা নিতে অস্বীকার করায় ক্ষুব্ধ গ্রাহকরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। মঙ্গলবার দুপুরে ডুয়ার্সের গয়েরকাটাতে। শিলিগুড়ি ও অসম গামী বহু গাড়ি টানা ৪৫ মিনিট ধরে আটকে পড়ে নাজেহাল হতে হয় চালক ও যাত্রীদের। অভিযোগ, গয়েরকাটার পর্ষদের দফতরে সপ্তাহে দুই দিন বিল জমা নেওয়া হয়। দুসপ্তাহ ধরে কম্পিউটার বিকল বলে কর্মীরা বিদ্যুতের বিল জমা নিতে অস্বীকার করছিলেন। নির্ধারিত সময় অতিক্রান্ত হলে ফাইন বাবদ বর্ধিত টাকা মকুব করা হবে কি না সে বিষয়ে স্পষ্ট কিছু জানাচ্ছিলেন না বলে অভিযোগ। তাই কয়েকশো বাসিন্দা বেলা সাড়ে ১১ টা থেকে রাস্তা অবরোধ করেন।

আজ পরীক্ষা
অসুস্থতা কাটিয়ে ওঠায় ময়নাগুড়ি কলেজের প্রথম বর্ষের ধর্ষিতা ছাত্রীর আজ, বুধবার মেডিক্যাল পরীক্ষায় উদ্যোগী হয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “মঙ্গলবার ওই ছাত্রীর মেডিক্যাল পরীক্ষার কথা ছিল। শারীরিক কিছু সমস্যা থাকায় সেটা সম্ভব হয়নি। সব কিছু ঠিকঠাক থাকলে বুধবার তা করানো হবে।” পুলিশ সুত্রে জানানো হয়েছে, গত ৯ জানুয়ারি ময়নাগুড়ি থানা এলাকার বড় কামাত গ্রামের বাসিন্দা প্রথম বর্ষের ওই কলেজ ছাত্রীকে বেড়াতে নিয়ে যাওয়ার অছিলায় নিজের নাম ভাঁড়িয়ে পিন্টু রায় পরিচয় দিয়ে এক যুবক ওই ছাত্রীকে অপহরণ করে। ৩৫ বছরের ওই যুবক এর পরে তাঁকে শিলিগুড়ির প্রধাননগরে নিয়ে গিয়ে ১০ জানুয়ারি পর্যন্ত ঘরে আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ।

ফের লুঠ কোচবিহারে
ফের ব্যাঙ্কের ভল্ট কেটে টাকা ৬ লক্ষাধিক টাকা লুঠের ঘটনা ঘটল কোচবিহার জেলায়। সোমবার রাতে দিনহাটার ভেটাগুড়িতে। উত্তরবঙ্গ ক্ষেত্রীয় ব্যাঙ্কের শাখায় জানলা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে ভল্ট কেটে ৬ লক্ষ ৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। মঙ্গলবার ব্যাঙ্ক খুলতে এসে কর্মীরা বিষয়টি বিষয়টি লক্ষ করেন।

১৮ই গোল্ড কাপ
১৮ জানুয়ারি শুরু হচ্ছে সুকনা গোল্ড কাপের আসর। সুকনা হাইস্কুল মাঠে নক আউট ফুটবল প্রতিযোগিতায় ৮ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল সুকনা স্পোর্টস অ্যান্ড গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সুরেন প্রধান জানান চ্যাম্পিয়ন ১ লক্ষ টাকা পাবে। রানার্স ৫০ হাজার টাকা। ২৪ টি দল অংশ নেবে। অসম রাইফেল, অসম পুলিশ, রানিগঞ্জ এসএসবি, জলন্ধর পুলিশ, শিলিগুড়ির বিবেকানন্দ ক্লাব, দার্জিলিঙের গোর্খা ফুটবল অ্যাকাডেমি খেলবে।

ধৃত ‘অপহরণকারী’
তরুণী অপহরণে অভিযুক্তকে ধরল পুলিশ। শুক্রবার পূর্ব চিকলিগুড়ির ওই তরুণী নার্সিং প্রশিক্ষণে যাওয়ার সময় নিখোঁজ হয়। আলিপুরদুয়ার শিলবাড়িঘাট এলাকার আজাদুল আলি তরুণীকে অপহরণ করে বলে তার পরিবার রবিবার থানায় অভিযোগ জানায়। আজ, বুধবার তরুণী সুস্থ হলে তাঁকে জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.