মকর সংক্রান্তির মেলা দেখে বাড়ি ফেরার পথে এক যুবক গুলিবিদ্ধ হলেন। সোমবার রাতে বরাবাজারের রাইডি গ্রামের মোড়ে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম অক্ষয় সিং সর্দার। বাড়ি বরাবাজার থানার লালডি গ্রামে। প্রথমে তাঁকে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পুরুলিয়ার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার লালডি গ্রামের কাছে মকর সংক্রান্তির মেলা বসেছিল। অক্ষয়বাবু মেলা থেকে একা বাড়ি ফিরছিলেন। পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, ডাকু সিং নামের স্থানীয় এক দুষ্কৃতী কয়েক সঙ্গী নিয়ে আমার পথ আটকায়। টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে আমি বাধা দিই। তখন ডাকু কোমর থেকে পিস্তল বের করে। ছুটে পালাতে গেলে সে পিঠে গুলি চালায়। বাসিন্দারা দৌড়ে এলে ওরা পালায়।” পুলিশ জানিয়েছে, ডাকুর খোঁজে তল্লাশি চলছে।
|
পড়শির ধানের গোলায় আগুন লাগানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ইন্দাস থানার বেতালন গ্রামে রবিবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিজয় ভট্টাচার্য। সোমবার রাতে বাড়ি থেকে তাঁকে ধরা হয়। ব্যক্তিগত আক্রোশে তিনি আগুন লাগিয়েছিলেন বলে পুলিশের কাছে অভিযোগ হয়েছে। মঙ্গলবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হয়।
|
মঙ্গলবার থেকে ঝালদা সত্যমেলা প্রাঙ্গণে শুরু হল শহিদ বীর সত্যকিঙ্কর দত্ত স্মৃতি মেলা। প্রয়াত এই স্বাধীনতা সংগ্রামীর শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন বাসিন্দারা। এ দিন এই বীরের স্মৃতিতে পদযাত্রা হয়। |