মহিলাদের বাধায় পুলিশের হাত থেকে পালাল দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
তোলাবাজির অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করার সময় মহিলাদের কয়েকজন বাধা দিলে পুলিশের নাগাল এড়িয়ে চম্পট দিল ওই দুষ্কৃতী। বলাই দে নামে দুষ্কৃতীকে ধরতে পুলিশ এলাকায় তল্লাশি চালালে তাদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুললেন বাসিন্দাদের একাংশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১টা নাগাদ অশোকনগর থানার বসাকবাড়ি এলাকায়। পরে পুলিশের বিশাল বাহিনী গিয়ে ওই এলাকা থেকে বিকাশ কীর্তনিয়া ও গৌরাঙ্গ সাহা নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে একটি নাই এমএম পিস্তল, একটি ওয়ানশটার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তে পুলিশ জেনেছে বিকাশ সম্পর্কে বলাইয়ের মামা। বাসিন্দাদের বাধার ব্যাপারে স্থানীয় তৃণমূল বিধায়ক ধীমান রায়ের অভিযোগ, “বলাইকে পুলিশ ধরে ফেলেছিল। কিন্তু স্থানীয় কিছু সিপিএম সমর্থক মহিলা তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায়। এতে বোঝা যায়, দুষ্কৃতীরা তাদের আশ্রয়েই রয়েছে।” অশোকনগর-কল্যাণগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সিপিএমের শর্মিষ্ঠা দত্ত বলেন, “অশোকনগরের মানুষ জানেন, দুষ্কৃতীরা এখন কোন দলের আশ্রয়ে রয়েছে। তৃণমূলের সঙ্গেই দুষ্কৃতীদের দেখা যায়। আমাদের সঙ্গে নয়।” পুলিশ জানিয়েছে, বলাইকে অস্ত্র কিনে দেওয়া থেকে নানা কাজে টাকা জোগাত গৌরাঙ্গ। |
রক্তাক্ত যুবককে হাসপাতালে পাঠাল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
শীতের রাতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠাল পুলিশ। সোমবার গভীর রাতে বসিরহাট কলেজের সামনে টাকি রোডে ওই ঘটনা ঘটে। বছর পঁচিশের ওই যুবকের নাম বিশ্বজিৎ শর্মা বলে পুলিশ জানিয়েছে। বাড়ি বসিরহাটের রঘুনাথপুরে। সেখানে গিয়ে পরিবারের কাছে পুলিশ জানতে পেরেছে, বিশ্বজিৎ স্থানীয় একটি কেবল নেটওয়ার্কে কাজ করেন। পুলিশের বক্তব্য, সোমবার কাজ সেরে বাড়ি ফেরার পথে কোনওভাবে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন তিনি। |
দুর্ঘটনায় মৃত ছাত্র
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
বাসের ধাক্কায় মৃত্যু হল দ্বিতীয় শ্রেণির ছাত্রের। ঘটনাটি ঘটে মঙ্গলবার হাবরা থানার মছলন্দপুরের রাজবল্লভপুরে বসিরহাট-মছলন্দপুর সড়কে। মৃতের নাম প্রীতম দেওয়ান (৭)। |
তল্লাশি চালিয়ে ১০০ লিটার চোলাই মদ ও চোলাই তৈরির সরঞ্জাম আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বনগাঁর জয়পুরে। দু’জন চোলাই কারবারীকে গ্রেফতারও করা হয়েছে। |