টুকরো খবর |
পরিষেবা দিয়েও ডাক পেলেন না তমালিকারা
দেবমাল্য বাগচি • হলদিয়া |
‘আমরা-ওরা’র ছায়া পড়ল রাজ্যের শিল্প সম্মেলন ‘বেঙ্গল লিডস ২’-এর মঞ্চেও। সম্মেলন সুসম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়েও উদ্বোধনী অনুষ্ঠানে ন্যূনতম আমন্ত্রণ পেলেন না বামফ্রন্ট পরিচালিত হলদিয়া পুরসভার প্রতিনিধিরা। অথচ হলদিয়া পুরসভায় বিরোধী তৃণমূলের কাউন্সিলররা শিল্প সম্মেলনের উদ্বোধনে ছিলেন। মঙ্গলবার শুরু হওয়া এই শিল্প সম্মেলনে পানীয় জল থেকে শুরু করে মেলা প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব যথাযথ ভাবে পালন করছে হলদিয়া পুরসভা। শিল্প মেলার জন্য আসা পুলিশকর্মীদের থাকার জন্য পুরসভা একাধিক কমিউনিটি হলও দিয়েছে। শিল্প সম্মেলনের আয়োজক হলদিয়া উন্নয়ন পর্ষদের(এইচডিএ) সঙ্গে তিন বার বৈঠকেও বসেছেন পুর-কর্তৃপক্ষ। তার পরেও অনুষ্ঠানে ডাক না পেয়ে পুরপ্রধান তমালিকা পণ্ডাশেঠের প্রতিক্রিয়া, “আমন্ত্রণ পাইনি তাই যাইনি। কেন ডাকা হয়নি জানি না। তবে শিল্প সম্মেলন সুষ্ঠু ভাবে করতে যেটুকু করার তা করছি।” হলদিয়া পুরসভার বিরোধী দলনেতা তৃণমূল কাউন্সিলর দেবপ্রসাদ মণ্ডল বলেন, “এইচডিএ থেকেই আমন্ত্রণ দেওয়া হয়েছে। তবে পুরসভাকেও আমন্ত্রণ জানানো উচিত ছিল।” এইচডিএ-র চেয়ারম্যান পি উলগানাথন অবশ্য বলেন, “পর্ষদ নয়, আমন্ত্রণপত্র দিয়েছে রাজ্য শিল্পোন্নয়ন নিগম।” হলদিয়া পুরভোটে বামেদের জয়ের পর থেকেই তৃণমূলের তরফে লাগাতার অসহযোগিতার ছবি প্রকাশ্যে এসেছে। দিনের পর দিন পুরসভায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে নির্বাচিত বাম প্রতিনিধিদের। তার পরে এ দিনের অনুষ্ঠান ঘিরে অসৌজন্যের ছবি সামনে আসায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। উপ-পুরপ্রধান নারায়ণ প্রামাণিক বলেন, “আমাদের কাজ যতটা নিখুঁত ভাবে করা যায় করা হচ্ছে। মানুষ সব দেখছেন। তাঁরাই বিচার করবেন।”
|
ট্রেকার-লরি সংঘর্ষ, আহত
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ট্রেকার ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ১২ জন। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে পটাশপুর থানা থেকে একশো মিটার দূরে বাগুইচক মোড়ে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রেকারের চালক-সহ চার জন। তাঁরা পটাশপুর-২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। পরে তাঁদের এগরা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এগরা-মংলামারো রুটের একটি ট্রেকার, উল্টো দিক থেকে আসা একটি লরিকে ধাক্কা মারার ফলেই ঘটে দুর্ঘটনাটি। লরি চালক পলাতক। ঘটনার প্রতিবাদে ও নিয়ন্ত্রিত গতিতে যান চলাচলের দাবিতে এগরা-বাজকুল ও পটাশপুর-বালিচক রাস্তা আটকে প্রায় এক ঘণ্টা অবরোধ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে।
|
অবৈধ মদ বিক্রি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বেআইনি ভাবে মদের ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার চৌখালি গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বাবলু রাউত। মঙ্গলবার ধৃতকে তমলুক আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চণ্ডীপুরের চৌখালি বাজারে বেআইনি ভাবে মদের দোকান খুলে দেশি-বিদেশি বিভিন্ন রকমের মদ বিক্রি করতেন বাবলু। সোমবার রাতে ওই মদের দোকানে হানা দিয়ে অভিযুক্ত বাবলুকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় দেশি-বিদেশি বিভিন্ন ব্যান্ডের মোড়কে মদের বোতল।
|
স্বীকৃতির দাবি
নিজস্ব সংবাদদাতা • এগরা |
সদ্যোজাত সম্তানের স্বীকৃতির দাবিতে থানার দ্বারস্থ হলেন তরুণী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকার ইচ্ছাবাড়ি গ্রামে। বছর একুশের ওই তরুণীর দাবি, নিতাইচাঁদ দোলই নামে এক ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন দীর্ঘ দিন। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার পর আর তাঁকে বিয়েতে রাজি হননি ওই ব্যক্তি। অভিযুক্ত নিতাইচাঁদ স্থানীয় এলাকায় বিদ্যুৎ সরঞ্জামের ব্যবসা করে। ঘটনার পর থেকেই সে পলাতক। পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগকারিণীর প্রস্তাব খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
|
মৃত বেড়ে চার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কোলাঘাটে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক জনের মৃত্যু হল। মৃতের সংখ্যা বেড়ে হল চার। গত ৬ জানুয়ারি কোলাঘাট শহরের পাইকপাড়ি এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল দাসের বাড়ির রান্নাঘরে সিলিন্ডার থেকে গ্যাস ছড়ইয়ে আগুন লাগে। ঘটনার দিন বিকেলেই মৃত্যু হয় অনিলবাবুর স্ত্রী ইরাদেবীর। এরপর মারা যান অনিলবাবু ও রূপাদেবী। সোমবার সন্ধ্যায় মৃত্যু হয় বাড়ির পরিচারিকা ছায়া বাগের।
|
গণপিটুনিতে মৃত অজ্ঞাতপরিচয়
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
গণপিটুনিতে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটেছে নন্দকুমার থানার কল্যাণপুর গ্রামে। খবর পেয়ে সকালে পুলিশ গ্রামে গিয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দকুমার থানার কল্যাণপুর গ্রামের চালক পাড়ায় এক ব্যক্তির বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে ৩টা নাগাদ পাঁচ জন চোর ঢুকেছিল। বাড়ির এক বৃদ্ধা জানতে পেরে চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। বেগতিক দেখে চোরেরা পালানোর চেষ্টা করে। চার জন পালাতে পারলেও এক জনকে স্থানীয় বাসিন্দারা তাড়া করে ধরে বেধড়ক পেটায়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
|
সমুদ্র উৎসব শুরু
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
আজ, বুধবার নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সমুদ্র উৎসবের উদ্বোধন করবেন দিঘায়। কথা ছিল গত বছরের মতো এ বারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের উদ্বোধন করবেন। কিন্তু তিনি পশ্চিম মেদিনীপুরের বেলদায় অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। তাই ফিরহাদ হাকিমই উৎসবের উদ্বোধন করবেন।
|
সাহায্য |
সর্বশিক্ষা মিশনের অনুদানে প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার, ট্রাই সাইকেল, কানে শোনার যন্ত্র বিতরণ করা হল। মঙ্গলবার দাসপুরের খুকুড়দহ চক্রের(প্রাথমিক) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৬৮ জনের হাতে সামগ্রীগুলি দেওয়া হয়। |
|