অবিশ্বাস্য ‘উত্থান’ সেরেনার
সংবাদসংস্থা • মেলবোর্ন |
মেলবোর্ন পার্কের ‘হাইসেন্স এরিনা’ মঙ্গলবার দেখল সম্ভবত টেনিসের ইতিহাসে সব সেরা ‘উত্থান’! সেরেনা উইলিয়ামসের প্রথম রাউন্ড ম্যাচের মাত্র ১৯ মিনিটের মাথায় গোড়ালি মারাত্মক ভাবে ঘুরে গিয়ে প্রচণ্ড চোট পাওয়ার পরেও তিনি কোর্টের ধারে চিকিৎসা করিয়ে খেলায় ফিরে রোমানিয়ান প্রতিপক্ষ এডিনা গালোভিস-কে ‘ব্যাগেল স্ল্যাম’ পরালেন! ৬-০, ৬-০। মাত্র ৫৪ মিনিটে। পনেরো গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা বলেন, “তা হলে ভবিষ্যতে আমার নাতি-নাতনিদের আর একটা দুর্দান্ত গল্প শোনাবার মতো আরও একটা পাতা আমার টেনিসজীবনে যোগ হল! তবে মনে করি, আমার একমাত্র কোনও বিরাট শারীরিক দুর্ঘটনা ঘটা ছাড়া টুর্নামেন্টের মাঝপথে আমি কোনও দিনই সরে দাঁড়াব না। আরে, আমি এখনও বেঁচে আছি।” |
চোট পেয়ে মাটিতে। ছবি: রয়টার্স |
সেরেনা যদি অসীম সাহস আর আত্মবিশ্বাসের প্রতিভূ হন এ দিন, তা হলে এক অবাক-ইতিহাস রচয়িতার নাম উ দি। গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসের মূল পর্বে খেলা চিনের পুরুষ টেনিস প্লেয়ার। যাঁর অস্ট্রেলীয় ওপেনে স্থিতি মাত্র ঘণ্টা আড়াইয়ের হলেও প্রথম রাউন্ডে হারের পর বলেন, “আমি রীতিমতো অবাক। নিজের দেশে ঘরোয়া টুর্নামেন্টে নামলে গ্যালারি থেকে প্রায় কারও সমর্থনই জোটে না আমার। কিন্তু বিদেশে ম্যাচ শেষে চিনের লাল পতাকা হাতে অসংখ্য সমর্থক আমাকে কোর্টের ধারেই ঘিরে ধরেছিল।”
|
পাকিস্তান নিয়ে বিক্ষোভ তুঙ্গে
নিজস্ব প্রতিবেদন |
ভারত-পাক সীমান্তে অশান্তির জের এ বার খেলার মাঠেও। দেশে ফিরতে হল হকি ইন্ডিয়া লিগে খেলতে আসা নয় পাকিস্তানি খেলোয়াড়কে। এমনকী মুম্বইতে পাকিস্তানের মহিলা ক্রিকেট দলেরও আসা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। মঙ্গলবার রাতে ভারতীয় ক্রিকেট মহলের একাংশ আসন্ন মহিলা বিশ্বকাপে পাকিস্তানের খেলার সম্ভাবনা উড়িয়ে দিলেও দুই দেশের ক্রিকেট বোর্ড মঙ্গলবার রাত পর্যন্ত সম্ভাবনা জিইয়ে রাখল।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিল আইসিসি-কে। কিন্তু প্রশ্ন উঠে গেল, ক্রিকেটের বিশ্ব নিয়ামক সংস্থা পাকিস্তানের ম্যাচের ভেনু অন্যত্র সরাতে রাজি হলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাদের ভারতে আসার অনুমতি দেবে? যে নীতিতে পাকিস্তানের হকি খেলোয়াড়দের মাঠে নামতে দেওয়া হল না, সেই একই নীতিতে আটকে যেতে পারে পাকিস্তানি মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপে অংশগ্রহনও। বুধবারই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা ক্রিকেটের বিশ্ব নিয়ামক সংস্থার। আসন্ন মহিলাদের বিশ্বকাপের সব খেলাই হওয়ার কথা মুম্বইয়ে। কিন্তু পাকিস্তানের মেয়েরা মাঠে নামলে তাতে অশান্তির হুমকি দিয়েছে কিছু রাজনৈতিক সংগঠন। |