টুকরো খবর |
বিজেপির হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ভুয়ো আর্থিক সংস্থার বিরুদ্ধে এ বার জেলা জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিল বিজেপি। মঙ্গলবার দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় জানান, আগামী ২৭ জানুয়ারি খড়্গপুরে এক সভা হবে। সেখানে উপস্থিত থাকার জন্য দলের নেতা তথাগত রায়, শমীক ভট্টাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। তুষারবাবু বলেন, “ভুয়ো আর্থিক সংস্থাগুলোর বিরুদ্ধে গত ৩ জানুয়ারি আমরা মেদিনীপুরে সভা করেছিলাম। জেলাশাসককে স্মারকলিপিও দেওয়া হয়। জেলাশাসক চিঠিতে জানিয়েছেন, আমাদের দাবির বিষয়ে বর্ধমান ডিভিশনের কমিশনারকে জানানো হয়েছে।” জেলা বিজেপি মনে করে, ভুয়ো আর্থিক সংস্থার বিরুদ্ধে এখনই পদক্ষেপ না নিলে আগামী দিনে বহু মানুষ সমস্যায় পড়বেন।
|
শহরে ঘুড়ি উৎসব
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দিনভর ঘুড়ি কাটা-কাটির খেলা চলল মেদিনীপুর, খড়্গপুর ও আশপাশে। শহরের পুরনো পাড়াগুলোয় ঘুড়ি নিয়ে যুবকদের উৎসাহ ছিল বেশি। পৌষ সংক্রান্তির পরের দিন বড়াম পুজো। এই দিনই ঘুড়ি ওড়ানোর চল রয়েছে মেদিনীপুরে। সেই মতো মঙ্গলবার সকাল থেকেই শহরের মানিকপুর, বক্সিবাজার প্রভৃতি এলাকায় যেন উৎসব শুরু হয়। চলে ঘুড়ি খেলা। বিগত মসয়ে পৌষ সংক্রান্তির এক মাস আগে থেকেই ঘুড়ি ওড়ানো শুরু হত। এখন আর সেই রেওয়াজ নেই।
|
গড়বেতায় মেলা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গড়বেতার ভেদুয়াতে মেলা শুরু হল মঙ্গলবার। মেলা চলবে তিনদিন। মেলার নাম ভেদাসিনির মেলা। বহু প্রাচীন এই মেলাকে ঘিরে বিভিন্ন দোকানপাট আসে এলাকায়। আশপাশের বহু গ্রাম থেকে মানুষ ভিড় জমান এই মেলায়। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই হাতে হাত মিলিয়ে মেলা পরিচালনা করেন। মঙ্গলবার মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চঞ্চল রায় ও অসীম ওঝা।
|
কলেজ ক্রীড়া |
শুরু হল মেদিনীপুর বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজে দু’দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। মঙ্গলবার প্রতিযোগিতার সূচনা করে কলেজের অধ্যক্ষ জ্যোর্তিময় নন্দী। |
|