তৃণমূল নেতাকে গুলি, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • রিষড়া |
এক তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে রিষড়ার বারুজীবী বাজার এলাকার বাসিন্দা স্বপন পাল নামে ওই তৃণমূল নেতা গুলিবিদ্ধ হন। তিনি রিষড়া অঞ্চল যুব তৃণমূল সভাপতি। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার শুভব্রত সেনগুপ্ত নামে এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। তার বাড়ি কোন্নগরের নবগ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ির কাছে দাঁড়িয়ে কয়েক জনের সঙ্গে কথা বলছিলেন স্বপনবাবু। সেই সময়ে জনা কয়েক দুষ্কৃতী তাঁকে লক্ষ করে ওয়ান শটার থেকে গুলি ছুড়ে পালায়। স্বপনবাবুর পিছন দিকে এবং ডান হাঁটুতে গুলি লাগে। তাঁকে প্রথমে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। ঘটনার তদন্তে নেমেছেন হুগলি জেলার রিষড়া থানার ওসি অনুদ্যুতি মজুমদার। পুলিশ জানায়, কী কারণে ওই নেতাকে গুলি করা হল তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘটনায় বাকী দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। |
সিপিএম কর্মীকে মার
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
রাজনৈতিক অশান্তি মঙ্গলবারেও চলল আরামবাগের চকরুহিত গ্রামে। এ দিন নিখিল মাজি নামে এক সিপিএম সমর্থককে মারধর ও তাঁর গোয়াল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলে কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। পাশের বাতানল গ্রামের সুমিত বন্দ্যোপাধ্যায় নামে এক সিপিএম সমর্থককেও মারধর করে তাঁর সাইকেল দোকান বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। পুলিশ জানায়, গ্রামে টহলদারি বাড়ানো হয়েছে। |